You are viewing a single comment's thread from:
RE: সংযত আচরণই ভালো মানুষের পরিচয়।
একটা ভালো মানুষের বেশ কিছু গুণাবলী থাকে। তবে আমি মনে করি তার মধ্যে মানুষের ব্যবহার অন্যতম। যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ তাদের ব্যবহার হবে নম্র ভদ্র কথা মধ্যে কোন ঝেকি বা উচ্চ শব্দ থাকে না। সর্বদা তাদের কথা হবে হাসিমাখা নম্র নিম্ন গলায়। যা হোক একজন মানুষ কিন্তু নিজেই বুঝতে পারে তার ব্যবহার কেমন হওয়া উচিত আর কেমন ব্যবহার করছে সে। তবে দিনশেষে আমাদের কিন্তু একটা চিন্তা ধারায় মাথায় রাখতে হবে সারাদিন আমার ব্যবহার চলাচল কেমন হলো আর আমার দ্বারা কেউ অপমানিত লাঞ্ছিত হলো নাকি যে এই সমস্ত বিচার বিশ্লেষণ করতে জানে নিজেকে সে অবশ্যই প্রকৃতপক্ষে মানুষ।
আসলে ভাইয়া মানুষের মনুষত্ব প্রকাশ পায় কথা এবং আচারনের মাধ্যমে।।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।