সরিষার তেল আর সরিষা বাটা দিয়ে সুন্দর ইলিশ মাছ রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর রান্না দেখে কিন্তু আমি মুগ্ধ হয়েছি খুবই চমৎকারভাবে রান্নার কার্যক্রম করে দেখিয়েছেন এই পোষ্টের মাঝে। আসলে এইভাবে রান্না করলে অবশ্যই সুস্বাদু হবে সেই মাছ রান্না।
জি ভাইয়া, সরিষার তেল এবং সরিষা বাটা দিয়ে সরষে ইলিশ রান্না করলে অনেক মজাদার হয় খেতে।