গান কভার || হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন || শিল্পী: মনির খান
বিনোদন পর্বে স্বাগতম
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি গান কভার নিয়ে। প্রিয় শিল্পী মনির খানের জনপ্রিয় একটি গান আপনাদের মাঝে পরিবেশন করব। আশা করবো আমার কন্ঠে গানটা শুনতে আপনাদের অনেক ভালো লাগবে।
গানের তথ্য
গান
হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন।
ঐ আকাশে, সূর্য আছে যতদিন।
হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন।
ঐ আকাশে, সূর্য আছে যতদিন।
আসুক আঁধার রাত, এই রাতে রাখো হাত
ভালোবেসে আমরা রাঙাবো, আগামীর রাঙা প্রভাত।
আসুক আঁধার রাত, এই রাতে রাখো হাত
ভালোবেসে আমরা রাঙাবো, আগামীর রাঙা প্রভাত।
মানায় কি তুমিই বলো, এই আমি তুমিবিহীন?
হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন।
ঐ আকাশে, সূর্য আছে যতদিন।
যদি না ফুল ফুটে, আকাশে চাঁদ না ওঠে
সুর তবে আসবে কেমনে, কুহূকুহূ পাখির ঠোঁটে?
যদি না ফুল ফুটে, আকাশে চাঁদ না ওঠে
সুর তবে আসবে কেমনে, কুহূকুহূ পাখির ঠোঁটে?
তুমি ছাড়া তেমনি আমার, বাজে না হৃদয়বীণ
হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন।
ঐ আকাশে, সূর্য আছে যতদিন।
হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন।
ঐ আকাশে, সূর্য আছে যতদিন
(@sumon09)
গানটি সম্পর্কে আমার অনুভূতি
আপনার অনেকেই জানেন আমি মাঝে মধ্যে গান কভার করে থাকি। গান কভার করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে বিরহের গানগুলো আমি অনেক পছন্দ করি। ভালোলাগার বিরহের গান পেলে চেষ্টা করে থাকি সেটা নিজের মতো করে মনে রাখার এবং রেকর্ড করার। বাংলাদেশে বেশ অনেক জনপ্রিয় শিল্পী রয়েছে। তবে সমস্ত শিল্পীগুলোর মধ্যে মনির খানের অসাধারণ কিছু বিরহের গান আমি লক্ষ্য করেছি। তার বিরহের গানগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তাই মনির খানের গানগুলো আমি প্রায় শুনে থাকি। ভালোলাগার গানের মধ্য থেকে আজকে এই গানটা নিজ কন্ঠে পরিবেশন করলাম। গানটার কথা সুর অনেক সুন্দর। গানের মধ্যে অন্যরকম মধুর রয়েছে। যেমন কণ্ঠ তেমনি গানের কথা ও সুর। সব মিলে গানটা আমার অনেক অনেক ভালোলাগার। তাই আমি প্রায় গানটা শুনে থাকি। ভাবছিলাম এই সপ্তাহে কেমন গান রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার করলে ভালো হয়। বেশ অনেক গানের মাঝখান থেকে এই গানটা চয়েস করেছি, এই সপ্তাহে আপনাদের মাঝে পরিবেশন করবো বলে। জানিনা খালি কন্ঠে কেমন সুর দিতে পেরেছি। তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আসলে দীর্ঘদিন পরে গান রেকর্ড করতে গেলে ভালোভাবে রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না। সব জিনিসের প্রতিনিয়ত একটা চর্চা থাকে। তাই আমি মনে করি নিজের কন্ঠটা ভালো রাখতে গান কবিতা গজল যাই বলুন না কেন মাঝেমধ্যে রেকর্ড করা প্রয়োজন রয়েছে। এতে নিজের মধ্যে জড়তা দূর হয় এছাড়াও বন্ধুদের আনন্দ প্রদান করা সম্ভব হয়। আমার কন্ঠে গানটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালোলাগার কোন গান থাকলে আপনারা আমার কাছে বলতে পারেন। আমি চেষ্টা করব সে গানটা নিজে কভার করে শোনানোর জন্য। যদি সম্ভব হয় অবশ্যই আমি শোনাতে প্রস্তুত থাকবো।
গুরুত্বপূর্ণ | তথ্য |
---|---|
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা ও ভিডিও | Infinix Hot 11s-50mp |
Editing apps | pixelLab, InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
বরাবরই আপনি আমাদের মাঝে গান কভার করে থাকেন। তবে বেশিরভাগ সময় বিরহের গানগুলি কভার করে থাকেন। গান যেমনই হোক আপনার কভার কিন্তু একদম মন মাতানো হয় ভাই। যেমন আজকে প্রিয় শিল্পী মনির খানের হাত ছুয়ে বল গানটি কোকিল কণ্ঠী সুর দিয়ে কভার করে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপনার গানের কভারটি।
হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন গান কভার করেছেন দেখে বেশ ভালো লাগলো। মনির খানের গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গান কভার করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গান কভার শেয়ার করার জন্য।
আসলে এক সময় শিল্পী মনির খানের একজন ভক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আর তেমন একটা মনির খানের গান গুলো শোনা হয় না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মনির খানের একটি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো।পুরো গান টি খুবই সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করেছেন।
বাহ্ আপনার কন্ঠে গানটি শুনে দারুন লাগলো ভাইয়া।মনির খানের গান আমি কয়েকটা শুনেছি বেশ ভালো লাগছিল আমার কাছে।যাই হোক আপনি খুব সুন্দর ভাবে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কন্ঠে মনির খানের সুন্দর গান শুনতে পেলে। বেশ দারুন কণ্ঠ দিয়েছেন আপনি। আপনার কন্ঠে অসাধারণ হয়েছে।
X-promotion
19-01-25
বাহ, দারুন লাগছে আপনার কন্ঠে গানটি শুনে। আপনি তো দেখছি গান রিভিউ করার সময় নিচে গানের লাইন গুলোও তুলে ধরেছেন। সকাল সকাল এরকম সুন্দর একটি গান আপনার কন্ঠ শুনতে পেরে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি খুবই সুন্দর একটা গানের কভার করেছেন। যে গানের কভার শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর গানগুলো শুনলে মনটাও খুব ভালো হয়ে যায়। আপনার এই গানের পুরো কভার টা খুব সুন্দরভাবে করলেন আপনি। আশা করি এরকম সুন্দর সুন্দর গান কভার আপনি সবার মাঝে সুন্দরভাবে সব সময় শেয়ার করবেন।
গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আপনার গাওয়া গানটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গানটা বেশি ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম আপনার গাওয়া আরেকটা গান শোনার জন্য।