ঢাকার উদ্দেশ্যে যাত্রা
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার বিষয় উপস্থাপন করার জন্য। এর পাশাপাশি আমার ভ্রমণ বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব।
বেশ অনেকদিন ধরে আমার আব্বু অসুস্থ। তার অসুস্থতার জন্য আমাদের ফুল ফ্যামিলি যেন থমকে গেছে। তাই তার যত্ন নিতে সেবা করতে আমরা দুই ভাই কখনো পিছপা হয়নি। এইজন্য নিয়মিত ব্লগে কাজ করা থেকে থেমে যেতে হয়েছে আমাদের ফ্যামিলির সদস্যদের। হঠাৎ ডায়াবেটিস অনেক বেড়ে যায়। এরপর আব্বুর বাবা অনেকটা ফুলে যায়। বা পায়ের বড় আঙ্গুলটা ক্ষত সৃষ্টি হয়। অনেক ট্রিটমেন্ট করার পরেও ডায়াবেটিস কন্ট্রোলে আসতে চায়না। ক্ষতস্থান ঠিক হতে চায় না। অনেক বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম। মেহেরপুর থেকে কুষ্টিয়া ডায়াবেটিস সেন্টারে অনেকবার নিয়ে এসেছি। আশা করেছিলাম এখান থেকেই কন্ট্রোলে চলে আসবে। ডাক্তার সেভাবে আশ্বাস দিয়েছিলেন আমাদের। কিন্তু অবশেষে হাত বার পায়ের আঙ্গুলের অবস্থা খুব খারাপ দিকে চলে যায়। তাই কুষ্টিয়ার ডক্টর আমাদেরকে দ্রুত ঢাকা শাহবাগের বারডেম হসপিটালে আসতে পারেন। ডাক্তারের কথা শুনে আব্বুর সুস্থতার জন্য আমরাও দ্রুত একাই আসার সিদ্ধান্ত গ্রহন করি।
Photography device: Infinix hot 11s
কুষ্টিয়া
যেভাবে হোক দ্রুত এক লাখ টাকা ম্যানেজ করতে হয় আমাদের। তারপর গাংনী শহরে উপস্থিত হয়ে ঢাকা গামী বিভিন্ন বাসের টিকিট কাটার চেষ্টা করি। একদিকে শ্যামলী কাউন্টার আরেক দিকে এসবি কাউন্টার। যেখানে সুবিধা হয় সেখান থেকে বাসের টিকিট কাটতে হবে। এদিকে যোগাযোগ রাখলাম ঢাকার পরিস্থিতি কেমন। শুনতে পারলাম কোন আন্দোলন নেই কিন্তু পরীক্ষা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তাই জ্যামের সম্মুখীন হতে হবে এখানে। কোনভাবে এসবি কাউন্টারে টিকিট কাটতে সক্ষম হলাম। এর পরের দিন সকালে সুনির্দিষ্ট সময় উপস্থিত হলাম সেখানে।এরপর ৫০ হাজার টাকা সাথে নিয়ে আব্বু আম্মু ও খালাকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
Photography device: Infinix hot 11s
Location Gangni
সকাল সাড়ে ছয়টার দিকে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘ পথে পাড়ি জমিয়ে যেখানে ১০ মিনিটের জন্য বাস থামিয়েছে সেখানেই আব্বু আমাকে ফ্রেশ করে নিতে হয়েছে। কিন্তু আব্বুকে বাস থেকে নামানোর সময় অনেক কষ্ট করতে হয়েছে। কিরে পা ফেলে একদিন চলতে পারছিলেন না। তাই আব্বুকে ধরে নামানো উঠানো বেশ কঠিন হয়েছিল আমার জন্য। এভাবেই আমাদের গাড়ি যমুনা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করবে এমনটা জানতে পেরে সতর্ক থাকলাম। কারণ দীর্ঘ পথে বিরতির সময় গুলোতে অবশ্যই তাদেরকে ফ্রেশ করে নিতে হবে। দুজনাই অসুস্থ রোগী। আপনারা জানেন এর আগে আম্মুকে অপারেশন করিয়ে নিয়ে গেছি ঢাকা শহর থেকে। কয়েক মাসে যেতে না যেতে আব্বুর অবস্থা খারাপ হয়। মহান সৃষ্টিকর্তা যখন সে হালে রাখে সেটাই মেনে নিতে হবে।
Photography device: Infinix hot 11s
Location Gangni
আমি লক্ষ্য করে দেখলাম আমাদের বহন করা বাস কুষ্টিয়া ভেড়ামারা নামক স্থানে একবার থেমেছে, উপর সিরাজগঞ্জের একটি স্থানে ১০ মিনিটের জন্য বাস থেমেছিল। দুই জায়গাতেই আমি আব্বু আম্মুকে নামিয়েছিলাম। এবং সেখান থেকে খাওয়া-দাওয়ার সুযোগ করে দিয়েছিলাম। আমি এর আগে ঢাকাতে এসেছি কয়েকবার। তবে যমুনা হয়ে প্রথমবার ঢাকাতে এসেছিলাম ২০১৮ সালে। সেই সময়ের চেয়ে এখন রাস্তাঘাট এর ব্যাপক পরিবর্তন হয়েছে এবং লক্ষ্য করে দেখলাম অনেক জায়গায় রাস্তা সংস্কারের কার্যক্রম চলছে। তাই অনেকদিন পর যমুনা হয়ে ঢাকাতে আসতে ব্রেকের সময় অনেক কিছু স্মরণ করলাম। দীর্ঘ আট বছর পার হয়ে গেছে যমুনা সেতুর হয়ে ঢাকায় আসার। এরই মধ্যে কত পরিবর্তন।
Photography device: Infinix hot 11s
Location sirajganj
এরপর সিরাজগঞ্জ থেকে আমরা যখন বাসে উঠলাম একটি লোক আমার আব্বুর পায়ের দিকে লক্ষ্য করল। তখন উনি আমাদের পরামর্শ দিল বাংলাদেশে কোথাও ভালো ট্রিটমেন্ট নেই শুধু টাকা খরচ হয়ে যাবে আর কষ্ট রয়ে যাবে। এর চেয়ে ভালো আপনারা কলকাতায় চলে যান এবং ভালো ডাক্তার দেখান অল্প খরচে সুস্থ হতে পারবেন। এরপর উনি এই কার্ড এবং মোবাইল নম্বর আমাদের হাতে দিলেন। উনি আমাদের আরো জানালেন তার কোন এক গেস্ট এমন অসুস্থ হয়েছিলেন। বাংলাদেশে অনেক হয়রানি এবং টাকা খরচ করার পর ইন্ডিয়াতে অর্থাৎ কলিকাতায় গিয়ে সুস্থ হতে পেরেছেন। কিন্তু এই মুহূর্তে কলকাতায় যাওয়ার বিষয়টা তো আমরা সেভাবে বুঝিনা তাই কিছু করার ছিল না। শুধুমাত্র কার্ড মোবাইল নম্বরটা কাছে রেখে দিলাম। এরপর আবারো বাসে উঠে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
Photography device: Infinix hot 11s
Location sirajganj
বিষয় | ভ্রমণ |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | মেহেরপুর-সিরাজগঞ্জ |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
01-03-25
বাবার চিকিৎসার জন্য যদি ভারতে আসতে হয় অবশ্যই এসে কলকাতা থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে যান ভাই। কলকাতা এমন কিছু দূরবর্তী জায়গা নয়। আর এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছেন। তবে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠুন তাই প্রার্থনা করি। ঢাকায় গিয়ে যদি ভালো চিকিৎসা হয় তবে তো খুব ভালো, না হলে তাড়াতাড়ি কলকাতায় এসে ভালো ডাক্তার দেখিয়ে যান। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এক বন্ধু এসে কলকাতায় চিকিৎসা করিয়ে গেলেন। প্রতিদিন প্রচুর মানুষ কলকাতায় আসেন চিকিৎসা করানোর জন্য।