চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে। আশা করবো আমার এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন, বিভিন্ন ধরনের ফটোগ্রাফির সৌন্দর্য উপভোগ করি।
photo editing by Inshot app
বছরের শেষ পাকা কাঁঠালটা ছিল এটা। বৃষ্টির দিন, বারান্দায় বসে রিলাক্সে কাঁঠাল ভেঙে খেয়েছিলাম। আবারো গাছে গাছে নতুন কাঁঠাল জন্মাতে দেখছি। নতুন বছরে পুরাতন কাঁঠালের কথা স্মরণ করতে বেশ ভালো লাগলো। কতনা সুন্দর মুহূর্ত ছিল কাঁঠালটা খাওয়ার সময়। নিজে হাতে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে এনে, কাঁঠাল ভেঙে পরিবারের সবাইকে খাওয়াইয়া ছিলাম।
বৃষ্টির ফোটা করল কলার পাতার উপর এমন সুন্দর ভাবে জায়গায় জায়গায় রয়ে গেছে। দেখে মন বলছিল শুধু ফটো ধারণ করি। বেশ চমৎকার দেখাচ্ছে। কিছু কিছু পাতা রয়েছে যার উপর বৃষ্টির ফোঁটা জমা হয়ে থাকলে দেখতে ভালো লাগে।
এখনো মনে পড়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল গেটে যাওয়ার পথে সে সুন্দর মসজিদটার কথা। মসজিদটার পাঁচিল এত সুন্দর ডিজাইন করে তৈরি করা। গুগল ম্যাপ থেকেও দেখতে ভালো লাগে। কিছুটা হলেও এই পাঁচিলের অবস্থান দেখা যায়। গেটের সামনে অনেক সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। বিকেলে মুহূর্তে চলতে পথে প্রায় উপভোগ করতাম এর আশেপাশের সৌন্দর্য।
বামুন্দি বাজারের সুন্দর একটি চিত্র। তবে ফটো ধারণ করার মুহূর্তে থেকে বর্তমান সময়ে রাস্তার ব্যাপক পরিবর্তন এসে গেছে। মাত্র একটি বছরের মধ্যে এখানে আমি অনেক পার্থক্য লক্ষ্য করেছি। বিশেষ করে রাস্তার পরিসর অনেক বাড়িয়ে নেওয়া হয়েছে। গত বছর এই সময় ফটোটা ধারণ করেছিলাম কেনাকাটা করতে গিয়ে।
বিশেষ এক প্রয়োজনে হাট বোয়ালিয়া বাজারে উপস্থিত হয়েছিলাম। প্রয়োজনটা ছিল আমার অপারেশন করতে যেতে হবে ঢাকাতে, তাই ব্যুরো সংস্থা থেকে এক লাখ টাকা লোন করতে হবে। তাই নিজের ছবি তুলতে হয়েছিল বেশ কয়েকটা, জমা দিতে। আর সেখান থেকেই ফটো ধারণ করেছিলাম।
এটা পাকা ধানের মাঠ এর চিত্র। অনেক সুন্দর ভাবে কৃষক ভাইয়েরা ফসল ফলিয়েছে। কিছু কিছু জায়গায় আধুনিক মেশিন দ্বারা ধান কাটা চলছে। আবার কিছু জায়গায় কৃষকরা নিজেরাই ধান কেটে মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছেন। এ যেন আমার গ্রাম বাংলার অপরূপ দৃশ্য।
মাঝেমধ্যে গাছের পাশ থেকে আকাশের চিত্র ধারণ করতে ভালো লাগে। কোন এক ব্যস্ততম মুহূর্তে একটু রেস্ট নেওয়ার সময় ফটো ধারণ করেছি।
এখানে আপনারা দেখতে পারছেন গাছে ধরে রয়েছে অনেক সাজিনা ডাটা। সাজিনা ডাটা আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন প্রয়োজনে ডাক্তাররা এই ডাটাকে বেশি খেতে বলেন। কিন্তু দুর্ভাগ্য আমি আমার জীবনে অনেক লাগিয়েছি এই গাছের ডাল কিন্তু গাছ হয়েছে ফল হয় না। পাশের বাড়ির একটি গাছের দৃশ্য ছিল এটা।
গত বছর ঝালের চারা লাগানোর মুহূর্তে ধারণ করেছিলাম এই ফটোটা। দেখে বুঝতে পারছেন একই স্থানে কতগুলো ঝালের চারা হয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেজুর গাছের চিত্র। খেজুর গাছটিতে রস আহরণের জন্য সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। ওদিকে গাছে অনেক ফুল ফুটেছে। খেজুর গাছের ফুল গুলো দেখতে ভালো লাগে। বিভিন্ন ফুলের বিভিন্ন রকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায় শীত মৌসুমে।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকন্দ ফুলের সৌন্দর্য। এই আকন্দ ফুল গাছটা আমাদের গ্রামের সবচেয়ে বড় নারিকেল বাগানের পাশে অবস্থিত ছিল। আর সেখান থেকেই আমি ফটোটা ধারণ করেছিলাম। হয়তো এই ফুল গাছটা যত্ন তৈরি হয় না। তবে প্রকৃতির মাঝে নিজেকে অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছে। ক্যামেরাবন্দি না করলে এর সৌন্দর্য বুঝতে পারতাম না।
এখন আপনারা দেখতে পাচ্ছেন সবজি বাজারে মুলার চিত্র। অনেক মূলা একসাথে স্তুপ করে রেখে দেওয়া হয়েছে বিক্রয়ের জন্য। এতগুলো মুলা একসাথে দেখে খুবই ভালো লাগছিল তাই ফটো ধারণ করেছিলাম।
সরিষা ফুলের সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। সরিষা ফুল দেখে আমি অনেক মুগ্ধ হই। যেন সবুজ ফসলের মাঠ হলুদে হলুদে মুখরিত হয়ে ওঠে। এমন সুন্দর ফুল দেখে ছুটে আসে অনেক মানুষ। ছুটে আসে বন জঙ্গল থেকে বিভিন্ন কীট পতঙ্গ ও মৌমাছি।
দই কিনতে গিয়ে দেখেছিলাম দইয়ের এমন অবস্থা। যখন দেখলাম দুই দেখতে এমন দেখাচ্ছে তখন কেমন জানি এর প্রতি রুচি হারিয়ে ফেলেছিলাম। আসলে আমরা অনেক কিছু খেয়ে থাকি, চোখের সামনে দেখতে ভালো লাগে। কিন্তু প্রস্তুত করার মুহূর্তে যদি এমন দেখায় তাহলে সেগুলো যতই ভালোভাবে প্রেজেন্ট করুক, খেতে ইচ্ছে করবে না।
বিষয় | রেনডম ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
ভাইয়া আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করছেন।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন সুন্দর ভাবে সবকটি ছবি ধারণ করে আমাদের সঙ্গে শেয়ার করলেন ভাই। সব থেকে ভালো লাগলো কাঁঠালের ছবিটি। কারণ কাঁঠাল আমার অত্যন্ত প্রিয় একটি ফল। এছাড়াও বাকি ছবিগুলিও দারুন সুন্দর হয়েছে৷
আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে ভাইয়া এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া প্রকৃতির সজীবতা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সরিষা ফুলের ফটোগ্রাফিটি এক কথায় অসম্ভব সুন্দর ছিল। কি আর বলবো ভাই ফটোগ্রাফি গুলি এতটাই চমৎকার হয়েছে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব ভুলেই যাচ্ছি। এক কথায় আপনার ফটোগ্রাফি গুলি আমাকে মুগ্ধ করে ফেলেছে। পুরনো দিনের সেই কাঁঠাল খাওয়ার স্মৃতি টাও মনে পড়ে গেল। মোট কথা আপনার ফটোগ্রাফি পোস্ট এবং বর্ণনা পুরোটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। চমৎকার এই রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ফটোগ্রাফি মানেই ভিন্ন ভিন্ন দৃশ্যের আগমন। বেশ কিছু মজার ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সরিষা ক্ষেতের ফটোগ্রাফি এবং খেজুর গাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
X-promotion
আপনি দেখছি অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।যেগুলো দেখতে আসলে অনেক চমৎকার লাগছে। বিশেষ করে কাঁঠালের ফটোগ্রাফিটি দেখে জিভে জল চলে আসলো ভাইয়া ।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন।সব থেকে বেশি ভালো লেগেছে ব্যক্তিগত ভাবে আমার কাছে সরিষা ফুলের ফটোগ্রাফিটি। বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন ছিল।