অসুস্থতার কাছে মানুষ বড় অসহায়
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। দ্বিতীয়বারের মতো আব্বুকে বামুন্দি সেন্টারাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নেয়ার অনুভূতি এবং ডাক্তার দেখানোর বিষয়গুলো শেয়ার করবো এই পোস্টে।
টাইটেল পড়ে বুঝতে পেরেছেন অসুস্থতার কাছে মানুষের অবস্থা কেমন হয়। এইতো আজ থেকে দেড় মাস দুই মাস আগে কত হাসি আনন্দে সুন্দর ফ্যামিলি উপভোগ করেছিলাম। গত বছর লাস্টের দিকে আম্মুকে অপারেশন করে নিয়ে আসার পর আস্তে আস্তে আম্মা সুস্থ হন। এরই মধ্য দিয়ে আমাদের দুই ভাইয়ের মনে আশার আলো হাসি আনন্দ বাড়তে থাকে। খুব সুন্দরভাবে আমাদের ফ্যামিলিটা চলছিল। আবারও আগের মত পিতা-মাতাকে সুস্থ অবস্থায় দেখতে পেরে অনেকটা সুস্থ ছিল দুজনার মনে। আব্বুর ডায়াবেটিস সব সময় কন্ট্রোলে থাকতো। সাত থেকে দশের মধ্যে। কিন্তু হঠাৎ দেখা যায় তার পায়ের সমস্যা সৃষ্টি হল। কুষ্টিয়ার ট্রিটমেন্ট করে কাজ হলো না। ঢাকা বারডেমে গিয়ে বাম পায়ের বুড়ো আঙ্গুল টা কাটতে হলো। সেখানে দুর্ঘটনাবশত পায়ের দুইটা হাড় ভেঙে গেছে আবার। বিস্তারিত অন্য কোন পোস্টে জানাবো। সম্পূর্ণটা আমি দোষারোপ করব ডাক্তারের অবহেলার বিষয়। আমি অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি। বড় পর্যায়ের ডাক্তাররা শুধু টাকা চিনে মানুষ চিনে না। কে মোরলো বাঁচল কি হল না হল তাদের কোন যায় আসে না। তারা বৃদ্ধ বয়সেও টাকা হাতাতে জানে। গোরস্থানে হয়তো টাকার পাহাড় গড়বে। শুধু এটুক বুঝলেই হবে আপনাদের। বিস্তারিত অন্য পোস্টে। মিথ্যা ভাবে ভুল ব্যান্ডেজ করার পর যখন পায়ের অবস্থা ভালো হলো না বাসায় ফিরে আনলাম।
এরপর নিকটস্থ নামকরা ভালো এক ডাক্তারের সন্ধান পেলাম। তিনি অর্থোপেডিক ভালো মানের ডাক্তার। এলাকার ছেলে। তার অনেক সুনাম রয়েছে। প্রথম দিন উনার কাছে আব্বাকে নিয়ে গিয়ে বুঝতে পারলাম উনার আচরণ ব্যবহার এতটা সুন্দর ও কোমল। যদি ঢাকার বারডেম হসপিটাল এর ডাক্তারের কাছে বিন্দুমাত্র ভালো আচরণ পেতাম তাহলে এত দুর্ভোগ পোহাতে হতো না। তাদের ব্যবহার মনে হয়েছিল যেন আমরা কোন বিপক্ষ প্রতিনিধি এসে উপস্থিত হয়েছি তাদের কাছে। যাই হোক গত সপ্তাহে ডাক্তার আব্বাকে দেখেন। এক্সরে করা হয়। দেখা গেল পায়ের নিচের অংশে দুই পাশের হাড় ভেঙে বের হয়ে গেছে। ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না। ঢাকা ডাক্তার কোনোভাবেই ডায়াবেটিস কন্ট্রোলে আনতে পারেনি। কিন্তু উনি আমাদের আশার আলো দিলেন। এক সপ্তাহের ভেতর ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে এমনকি এক দুইয়ের কাছে চলে আসতে পারে। কথাটা শুনে আশ্চর্য হলাম যেখানে ঢাকার ডাক্তার দীর্ঘদিন কাছে রেখেও ১৫ ২০ পয়েন্টে নিচে আনতে পারেনি। অপারেশন করা হয়েছিল ১৫ পয়েন্ট রেখে। ডায়াবেটিস কেন কমে না প্রশ্ন করলে উল্টাপাল্টা বলতো আবার ঝাড়ি মারতো।
সেখানে স্থানীয় এই ব্যক্তি যেমনটা বললেন ঠিক তেমনটাই লক্ষ্য করলাম গতকাল। ডায়াবেটিস ২.৪ হল, এরপর একদিন মাখলাম চার পয়েন্ট থাকলো। ঠিক এভাবে কন্ট্রোল হল ডায়াবেটিস। কিন্তু বিষয় হচ্ছে যে দুইটা হাড় ভেঙে গেছে সেই দুইটা হার অপারেশন করে ঠিক করতে হবে। কালকে নিয়ে গেছিলাম পা দেখানোর জন্য এবং কবে অপারেশন করতে পারবে সে বিষয়ে জানতে। বলে রাখা ভালো ডাক্তার আমাদের গাংনী মেহেরপুরের সন্তান হলেও উনার চেম্বার রাজশাহীতে। তবে বেশিরভাগ সময় নিকটস্থ মানুষকে সেবা দেয়ার জন্য এখানে আসেন। উনার মধ্যে এই উদারতা রয়েছে যে স্থানীয় মানুষদের সেবা দিতে হবে আগে। তাই যে কয়দিন গেলাম দেখলাম স্থানীয় মানুষদের খুব সুন্দর ট্রিটমেন্ট করেছেন। ঢাকাতে যেখানে নরমাল ভাবে ব্যান্ডেজ করে দিয়েছিল অর্থাৎ প্লাস্টার করে দিয়েছিল সেখানে নিয়েছিল সাড়ে আট হাজার টাকা। আর এখানে ডাক্তার আরজুল্লাহ প্লাস্টারে নেন একমাত্র আড়াই হাজার টাকা।
এরপর আজকেও একটা এক্সরে দিল। কেমন কি অবস্থা দেখলেন। বললেন দ্রুত অপারেশন করে ফেলতে হবে এবং ডায়াবেটিসটিক এভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেহেতু এখানে তেমন ভালো মানের অপারেশনের জিনিস নেই। তাই অপারেশনটা কুষ্টিয়া বৈশাখী ড্রায়গনস্টিক সেন্টারে করতে হবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় ছিল দুইটা। একটার সুন্দর ব্যবহার কথাবার্তা পাশে বসে নিয়ে যা প্রশ্ন করা যায় তাই উত্তর দেন সুন্দরভাবে। আর একটা বিষয় ছিল উনার ট্রিটমেন্টে ভুল নেই, যেখানে ঢাকার নামকরা ডাক্তার মিথ্যা আশায় দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারল না আর সে জায়গায় ইনি এমন সুন্দর আশ্বাস দিলেন ঠিক সেভাবেই ডায়াবেটিস কন্ট্রোলে আসলো। বিপদের সময় মানুষ চাই সহযোগিতার চেয়ে সাহস দেওয়ার মানুষ পাশে থাকুক। আমি এই ডাক্তারের মধ্যে সেটা লক্ষ্য করেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আজকে অপারেশন করানোর জন্য কুষ্টিয়া বৈশাখের ক্লিনিকে উপস্থিত হয়েছে। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।
বিষয় | লাইফ স্টাইল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
$PUSS promo missing.
22-03-25
https://x.com/nazidulislam09/status/1903415188239593760?t=3yKcvjQqzFCEXgRjUTnIRg&s=19
X-promotion
এটা ভেবে খুবই খারাপ লাগে যে দিন যত যাচ্ছে চিকিৎসা একটি ব্যবসায় পরিণত হয়েছে। আপনার আব্বুর কথা জেনে খুবই খারাপ লাগলো তবে ভগবানের কাছে প্রার্থনা করব আপনার আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।