Hello| ১০ টি ফটোতে আমার গ্রাম || বুধবার, শরৎকাল

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?


আজ - ২৮শে আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |


IMG_20210814_142953.jpg

সকালের সুন্দর আবহাওয়া

https://w3w.co/feasted.minibuses.exhibitors

সুন্দর আবহাওয়াতে যেকারো মন ভালো হয়ে যায়। আজকের আকাশ বেশ পরিষ্কার ছিলো এবং বাসার ছাঁদে উঠে এই ফটোগ্রাফি করেছি। গাছগুলোর ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছে এমন দৃশ্য শুধুমাত্র গ্রামে দেখা মেলে।

20210828_154317.jpg

IMG_20210222_114244.jpg

ছেলেবেলার সুন্দর মুহূর্ত

https://w3w.co/feasted.minibuses.exhibitors

ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে মাঠে। বাচ্চাদের এমন দৃশ্য দেখা মাত্র আমি শৈশবের স্মৃতিতে হারিয়ে ফেলি নিজেকে। অসাধারণ একটি মুহূর্ত আমার মত। ছেলেবেলা বিভিন্ন ধরনের খেলাধুলা করেছি তবে বয়স বাড়ার সাথে সাথে ক্রমান্বয়ে তার পরিবর্তন ঘটেছে।

20210828_154317.jpg

IMG_20210815_121118.jpg

পুকুর থেকে মাছ ধরা হচ্ছে

https://w3w.co/feasted.minibuses.exhibitors

পুকুরে মাছ ধরছে একটি ছেলে! পুকুরের অধিকাংশ মাছ মরে গেছে এবং সেগুলো নিজেরা খাওয়ার জন্য পুকুর থেকে সংগ্রহ করছে তারা। ছোট ছোট তেলাপিয়া মাছ ছিলো! পোনা তেলাপিয়া মাছ পুকুর ছাড়া হয়েছিল তবে পুকুর বদলের কারণে লোকসান গুনতে হয়েছে পুকুর মালিকের।

20210828_154317.jpg

IMG_20210613_112243.jpg

নদীর পার ঘেঁষে মাছ ধরছেন

https://w3w.co/feasted.minibuses.exhibitors

ফটোগ্রাফিতে খেয়াল করলে হয়তো দেখবেন খাল/নদীর কিনারায় একজন পাতার মধ্যে একজন মাছ ধরার চেষ্টা করছেন। বর্ষার মৌসুমে এভাবে অনেকে মাছ ধরে থাকেন খাল/নদী থেকে। দৃশ্যটি বেশ নজর কাড়ার মতো তাই আমি আমার ক্যামেরায় সেটা বন্দী করলাম।

20210828_154317.jpg

IMG_20210613_112318.jpg

মাছ শিকার করে ফিরছেন

https://w3w.co/feasted.minibuses.exhibitors

একজন বৃদ্ধ বর্ষার মৌসুমে বিল থেকে মাছ ধরে বাসায় ফিরছিলেন এবং সেই সময়ে আমি এই ফটোগ্রাফি করেছি। বর্ষার মৌসুমে যেহেতু কাজ খুব একটা নেই তাই উনি বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। লোকটি আমার খুব পরিচিত।

20210828_154317.jpg

IMG_20210613_111500.jpg

মাঠে পরিশ্রম করছেন কৃষক

https://w3w.co/feasted.minibuses.exhibitors

কৃষকেরা আমাদের অহংকার এবং গর্ব। সোনার ফসল উৎপাদন করেন বলেন আমরা সময়মত সঠিক খাবার পাই। তবে বর্তমান সময়ে জিনিসপত্রের এতো দাম থাকায় অনেক এই পেশার প্রতি তাদের ভরসা হারাচ্ছেন। একজন কৃষক মাঠে কাজ করছেন সেই দৃশ্য আমি এই ফটোগ্রাফিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।

20210828_154317.jpg

IMG_20210613_113403.jpg

পরিত্যক্ত পুরনো বাড়ি

https://w3w.co/feasted.minibuses.exhibitors

পরিত্যক্ত বাড়ি আমাদের জমিতে এই পরিত্যক্ত ঘরটি পরে আছে অনেক আগ থেকে। গ্রামে অনেক বাড়িতে দেখা মেলে এমন পুরনো পরিত্যক্ত বাড়ি যা হয়তো কেউ ব্যবহার করেন লাকড়ি কিংবা পুরনো জিনিসপত্র রাখার জন্য। একটা সময় আমরা এই ঘরটি ব্যবহার করতাম তবে এখন পরিত্যক্ত হিসেবে রয়েছে।

20210828_154317.jpg

IMG_20210613_112756.jpg

হাঁসের একদল

https://w3w.co/feasted.minibuses.exhibitors

সারাদিনে ক্লান্তি শেষ করে মানুষ যেভাবে ঘরে ফেরে ঠিক তেমনি হাঁসের একটি দল ঘরে ফিরছেন নদী থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করে। এই হাঁসগুলো আমাদের নিজস্ব। আমার মায় প্রায় ১৫ টা মতো হাঁস পালন করেন।

20210828_154317.jpg

IMG_20210402_135351.jpg

আনারসের সুন্দর ভর্তার দোকান

https://w3w.co/packets.earmark.soundbites

মৌসুমি ফল হিসেবে আনারস আমরা অনেকেই পছন্দ করি। আনারসে রয়েছে নানান পুষ্টিগুন। সদর এরিয়ারতে একজন বিক্রেতা ছোট্ট ভ্যানে করে বিক্রি করছেন আনারস এবং সরিষা দিয়ে তৈরি করা চমৎকার একটি খাবার।

20210828_154317.jpg

IMG_20210815_183626.jpg

দক্ষিণাঞ্চলের একমাত্র ভরসা

https://w3w.co/networks.gateway.aimed

আমাদের দক্ষিনাঞ্চলের একমাত্র ভরসার বাহন হচ্ছে লঞ্চ। লঞ্চ জার্নিতে অনেক সুন্দর অভিজ্ঞতা! অনেকে হয়তো লঞ্চ জার্নি করেননি তবে সবচেয়ে নিরাপদ এবং জ্যাম বিহীন একটি সফর হয় এখানে। বর্তমান সময়ে প্রযুক্তির সাথে মিল রেখে পরিবর্তন ঘটছে লঞ্চগুলোর মধ্যে।

ফটোগ্রাফি১০ টি ছবিতে আমার শহর
ব্যবহৃত ক্যামেরারেডমি নোট সেভেন প্রো
কৃতজ্ঞতা@sumon02

Sort:  
 3 years ago 

ভাই আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে আপনার তোলা দ্বিতীয় ছবিটি। ছোট বাচ্চাদের খেলা করার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে তুলেছেন ।

অনেক ধন্যবাদ ভাই ❤️ আপনার মূল্যবান এই মন্তব্য আমাকে পরবর্তী পোস্ট করতে অনুপ্রাণিত করলো! আশাকরি সাথেই থাকবেন এভাবে 😊

 3 years ago 

১০ টি চিত্রের মাধ্যমে আপনি আপনার সুন্দর গ্রাম টিকে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য 😊 হ্যাঁ ইহা আমার ছোট্ট প্রয়াস ছিল। আশাকরি সাথেই থাকবেন এভাবে ভাই ❤️

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।সেই সাথে আপনার উপস্থাপনা ভালো ছিলো।শুভকামনা রইল ভাইয়া

আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে আমি সত্যি আনন্দিত @md-razu ভাই ❤️ আশাকরি সাথেই থাকবেন এভাবে 🥰

 3 years ago 

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️❤️❤️

❤️❤️

 3 years ago 

অনেক অনেক সুন্দর বলার ভাষা নেই আমার, প্রতিটি ছবি ভিন্ন ভিন্ন কিছু তুলে ধরেছে। অসাধারণ ফটোগ্রাফি করলেন। আমি শুধু তাকিয়ে দেখলাম, আর অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। তুলনা হয়না আপনার বুদ্ধির।

অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ভাই ❤️❤️