অন্য বছর রোজার চেয়ে এ বছর সবজির দামটা তাও একটু স্বাভাবিক এ আছে। অন্য বছর তো সবজি বাজারে গিয়ে দাম শুনলেই মাথা ঘুরে যেত।তবে শুরুতে যেমন দাম ছিল তার থেকে এখন আস্তে আস্তে সবজির দাম ও আরো বাড়ছে।যাইহোক ভাবির সাথে বাজারে গিয়ে ভালোভাবে কেনাকাটা করে বাসায় ফিরেছেন শুনে ভালো লাগলো।