||বাইপাইল থেকে বাজার করা ||পর্ব ০১||

in আমার বাংলা ব্লগ6 days ago


আসসালামু আলাইকুম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট‌।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাইপাইলে বাজার করতে যাওয়ার অনুভূতি প্রথম পর্ব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।।

IMG-20250315-WA0049.jpg


ফটোগ্রাফি সমূহ:


আজকে ছুটির দিন থাকায় সকালবেলা আমার হাসবেন্ড উঠে বলে বাজার কি কি নাই লিস্ট করো। তো আমি বললাম মোটামুটি সব কিছু আছে বাজার থেকে নিয়ে আসার মত তেমন কিছু নেই। তারপরও সে বলল এক্সট্রা করে সবকিছু নিয়ে এসে রেখে দেই। তো আমিও সাথে গেলাম। আমরা সব সময় বাইপাইল থেকে বাজার করে থাকি। সেখানে একটু তুলনামূলক দাম কম নাই। যার কারণে সব সময় বাইপাল থেকে বাজার করা হয়ে থাকে। বিশেষ করে বাই পাইলে সবজির দাম অনেক কম থাকে। শুরুতে আমরা সবজির বাজারে গেলাম। সবজি বাজারে ঢুকতেই দেখি কচুর লতি বিক্রি করে। কচুর লতি খেতে আমার খুবই ভালো লাগে। কচুর লতি চিংড়ি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এখান থেকে এক কেজি কচুর লতি নিয়ে নিলাম। কচুর লতি এখানে ৮০ টাকা কেজি বিক্রি করছিল। তো আমরা ১ কেজি নিয়ে নিলাম।

IMG-20250315-WA0048.jpg

IMG-20250315-WA0053.jpg

IMG-20250315-WA0052.jpg

Location


তারপর সামনে একটু গিয়ে রসুনের দাম জিজ্ঞেস করলাম তো রসুন বলে ৭০ টাকা কেজি, পেঁয়াজ ৫ কেজি ১৬০ টাকা বলে এবং আদা ১ কেজি ১০০ টাকা বলে। তো আমরা ওখান থেকে না নিয়ে সামনে একটু এগিয়ে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলাম ১৫০ টাকায় ৫ কেজি বলে তাই ওখান থেকে ৫ কেজি পেয়াজ নিয়ে নেই। রসুনের দামও ৬০ টাকা কেজি বলে এবং আদা ৮০ টাকা কেজি বলে তো এগুলা সবই নিয়ে নিলাম। আগের তুলনাই বাজারে এখন ভালোই দাম কম পাওয়া যায়। অন্য বছর দেখা যায় রোজার সময় সবজির দাম অনেক বেশি থাকে। তবে এ বছর তুলনামূলকভাবে সবজির দাম অনেক কম।

IMG-20250315-WA0047.jpg

IMG-20250315-WA0043.jpg

Location


আদা রসুন সবকিছু নেওয়া শেষ হলে আলু নিতে গেলাম। আলুর দামও বেশ ভালই কম ছিল। ওখানে দুই রকমের আলু ছিল সম্ভবত দুটি আলোর আলাদা রকম দাম ছিল। তো আমরা হালকা সাদা মতো যে আলোটা ওই আলুটা পাঁচ কেজি ১১০ টাকা বলল।এ আলুটা ৫ কেজি ১১০ টাকা দিয়ে নিয়ে নিলাম। বাই পাইলে বাজার করতে গিয়ে একটা সুবিধা আছে তা হল পাঁচ কেজি করে কোন জিনিস নিলে দাম অনেক কম রাখে। তাই আমরা বাই পাইলে গিয়ে বেশি করে বাজার করে রাখি।

IMG-20250315-WA0045.jpg

IMG-20250315-WA0044.jpg

Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়কেনাকাটা
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসRealme c25
ফটোগ্রাফার@sumiya23
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 6 days ago 

আমার আজকের টাস্ক সম্পূর্ণ

Screenshot_20250315-224430~2.png

Screenshot_20250315-224244~2.png

 5 days ago 

বাইপেলে আমিও বাজার করতে যায়,কারণ ওখানে সব জিনিসের দাম কম।পাইকারী বিক্রি করা হয়।বেশ কিছু দিন আগে ১ মাসের জন্য আলু,পিঁয়াজ, রসুন এগুলো নিয়ে আসছি।যাইহোক আপনার বাইপেলে বাজার করার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 days ago 

জি ভাইয়া বাইপাইলে শাকসবজি থেকে শুরু করে সব কিছুরই দাম তুলনামূলক অনেকটাই কম। তাই সবসময় বাইপাইল থেকে বাজার করা হয়।

 4 days ago 

এবার রমজান মাসে বেশিরভাগ সবজির দাম তুলনামূলকভাবে অনেক কম। আর এই ব্যাপারটা সত্যিই খুব ভালো। কারণ এতে করে অনেকেই ভালোভাবে সবজি কিনে খেতে পারছে। যাইহোক কচুর লতি আমাদের এখানেও ৮০ টাকা কেজি। তাছাড়া পেঁয়াজ এবং আলু ৫ কেজি করে কিনতে পারলে দামে বেশ ভালোই কম পাওয়া যায়। আমি প্রায় সবসময়ই ৫ কেজি করে পেঁয়াজ কিনে থাকি। যাইহোক বাজারে গিয়ে অনেক কিছুই কিনেছেন দেখছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

জি ভাইয়া অনেক বছর পর এমন দেখা গেল যে রমজানে সবকিছুর দাম এত কম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।