💝নাটক রিভিউ || ধনী গরিবের লড়াই || ০৩ তম পর্ব💝
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পরের মেয়ে নাটকের ১১৫ পর্বের মধ্য থেকে ০৩ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | ধনী গরিবের লড়াই |
---|---|
রচনা | সোলায়মান |
পরিচালক | ঈগল টিম |
অভিনয়ে | ইফতেখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সহেলী কাকন, লিপু মামা, রিজভীনা মৌসুমী |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | ড্রামা |
পর্বের সংখ্যা | ১১৫ |
রিভিউ | ০৩তম পর্ব |
দৈর্ঘ্য | ২৩ মিনিট |
প্ল্যাটফর্ম | youtube@Eagle drama series officia চ্যানেল |
চরিত্রেঃ
- রিমা
- সোহাগ
- সূরোজ
রিমা সোহাগকে সকালের নাস্তা খাইয়ে জিতেছিল ঠিক সেই মুহূর্তে তার বোন সুলতানা রুমের মধ্যে চলে আসে। সুলতানা রুমে আসার পর সোহাগকে ওর ভাইদের হাতে তুলে দিতে চাই। রিমা অনেক অনুরোধ করে কিন্তু রিমার কথা সুলতানা শুনে না। রিমার কোন কথা না শুনে তার ভাই সুরজের কাছে সোহাগকে তুলে দিল। মোড়ল বাড়ির লোকেরা কাউকে মাফ করে না যে ভুল করে তাকে অনেক শাস্তি দেয়। তাই সোহাগকে মারার জন্য নিয়ে যাচ্ছিল রিমা অনেক অনুরোধ করছিল তার ভাইকে যে ওরে ছেড়ে দেন। কিন্তু সুরুজ কিছুতেই সোহাগকে ছেড়ে দেয় না।
সুরোজ সোহাগকে তার চাচার কাছে নিয়ে যাচ্ছিল। রাস্তায় তার ভাইদের সাথে দেখা হয় এবং তারা সোহাগ যে মারতে যাই। কিন্তু সুরোজ বলে না আগে বড় আব্বার কাছে নিয়ে যায় বড় আব্বা যা করবে তাই হবে। তাই সুরুজ তার বড় ভাইদের মারতে না দিয়ে তার বড় আব্বার কাছে সোজা নিয়ে যায়। নিয়ে যাবার পর অন্য সবাই মারতে যায় কিন্তু লাঠিয়াল বলে আমি মারব ও আমাকে আগে মারছে এ কথা বলে সোহাগের মাথার উপর অনেক জোরে একটা বাড়ি দেয়। মাথায় আঘাত পাবার পর সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ও মারা গেছে ভেবে বস্তায় পড়ে নদীতে ফেলে দিয়ে আসে।
অন্যদিকে তার বাবা মোড়ল বাড়িতে তার ছেলেকে খুঁজতে আসে। ওরা নানান রকম ভাবে অপমান করে। সোহাগের বাবাকে। তারপর বলেন তোর ছেলেকে মেরে নদীতে ফেলে দিয়ে এসেছি। তো সোহাগের বাবা বলে গরিবেরা সহজে মরেনা। আমার বিশ্বাস আমার ছেলে মারা যায় নাই। এই কথা বলে সোহাগের বাবা বাসায় চলে আসে। অন্যদিকে রিমা বাসায় অনেক কান্নাকাটি করছে এবং সবার সাথে খারাপ আচরণ করছে। রিমা তার বোনকে বলে তুমি আমার বন্যা। এসব বলে রিমা সবার সাথে খারাপ আচরণ করছে।
তারপর রিমা আবার সোহাগ এর কথা ভেবে আত্মহত্যা করতে যাই। কিন্তু তার ভাই দরজা ধাক্কিয়ে তারে বের করে নিয়ে আসে। অন্যদিকে সোহাগের বন্ধুরা তাকে নদীতে থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাদের বাড়িতে রাখে। সোহাগের মাকে এই খবর দিয়ে আসে তার বন্ধুরা। তার মা এসে সোহাগকে দেখে অনেক খুশি হয়। আর সোহাগের বাবা বলে দেখো আমি বলেছিলাম না গরিবেরা সহজে মরেনা আমার ছেলে মরে নাই বেঁচে আছে।
ধনী গরিবের লড়াই নাটকের তৃতীয় পর্বের বুঝতে পারলাম যারা গরীব হয় তাদের আসলে কেউ মূল্য দিতে চায় না। তবে তাদের এই ক্ষমতা চিরদিন বেঁচে থাকে না। তাই সবাইকে সমান নজরে দেখা উচিত। গরিব ভেবে অপমান করা ঠিক না। মানুষ এখন যাকে যত বেশি নরম পাই তার উপর তত বেশি গরম দেখায়। ঠিক তেমনি করেই নাটকের সোহাগ এবং তার বাবা নরম মানুষ তাই তাদের উপর বেশি চেপে বসেছে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
আজকের টাস্ক

দেখতে দেখতে ধনী গরীবের লড়াই নাটকের তিনটি পর্ব শেষ হয়ে গেল। আপনি অনেক সুন্দর করে এই তিনটা পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে প্রথম পর্ব গুলোর মত এই পর্বটা। এখন দেখা যাক এই নাটকের পরবর্তী পর্বে কি হতে চলেছে।
জ্বি আপু নাট্যকে তৃতীয় পর্ব টাও আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি পরবর্তী পর্বগুলো অনেক সুন্দর হবে।
পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই সুন্দর নাটকটির রিভিউ। এ নাটকের মধ্যে অনেক সুন্দর অভিনয় করেছে সবাই। রিভিউটা সুন্দরভাবে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
জি ভাইয়া নাটকটি আমার কাছেও খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আজকে দেখতে দেখতে আপনি ধনী গরিবের লড়াই নাটকের ০৩ তম পর্ব শেয়ার করলেন।এই পর্বে ধনী ও গরিব চরিত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব খুব ভালোভাবে ফুটে উঠেছে। বিশেষ করে প্রধান চরিত্রের মানসিক সংঘাত এবং তার প্রতিক্রিয়াগুলো খুব বাস্তবসম্মত মনে হয়েছে।এই পর্বটি দেখে আমার মনে হয়েছে এটি ধনী ও গরিবের মধ্যে সম্পর্কের জটিলতাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।