চোখের কান্না নিয়ে ঠাট্টা করা
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন।। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আপনাদের মাঝে চমৎকার জেনারেল রাইটিং ব্লগ লেখার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের ব্লগের বিষয়বস্তু চোখের কান্না নিয়ে ঠাট্টা
আশা করছি চমৎকার এই ব্লগ আপনারা বেশি উপভোগ করবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে।
এই পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রতিটি জীব তৈরি করেছেন এবং এক জীবের ভেতরে অন্য জীবের মহব্বত সৃষ্টি করেছেন। মানুষ হয়ে কুকুরের ভালোবাসা কুকুরের মাঝে রয়েছে মানুষের ভালোবাসা। অর্থাৎ এক প্রাণী র ভেতর যেমন অন্য প্রাণীর ভালোবাসা রয়েছে ঠিক মানুষ হয়ে মানুষের ভেতরে রয়েছে অকৃত্রিম ভালোবাসা।
পৃথিবীতে সব কিছু মিথ্যা হলেও প্রকৃত ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আর মানুষ যখন কাউকে ভালবেসে চোখের কান্না গড়িয়ে পড়ে সেই কান্না কখনো মিথ্যা হতে পারে না। তবে এই পৃথিবীতে এখন এমন মানুষ রয়েছে যারা চোখের কান্না নিয়ে পর্যন্ত ঠাট্টা করতে বিন্দুমাত্র চিন্তা করে না। তাদের কাছে চোখের কান্না আজকাল মিথ্যা হয়ে যায়।
পৃথিবীতে প্রতিটা প্রাণীর ভেতরে ভালোবাসার স্পন্দন লুকিয়ে রয়েছে। একজনের ভালোবাসার মাঝে অন্যজন ভালবাসা খুঁজে নিবে এবং তবেই প্রকৃত প্রেমিক হওয়া সম্ভব। তবে এক সাইড লাভ কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস।
আপনি কোন প্রাণীকে ভালোবাসলেন এবং সেই প্রাণী যদি আপনাকে অবহেলা করে তাহলে বিষয়টি কেমন দেখায়? মূলত ভালোবাসা শব্দটি অত্যন্ত কঠিন। কারণ এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস ভালোবাসা এবং সবথেকে কঠিন জিনিস হলো ভালোবাসা। আর এই ভালোবাসা নামক শব্দটির সাথে যে ব্যক্তি একবার জড়িয়ে গিয়েছে সে আর কখনোই প্রতারণা করতে পারে না। মাঝে মাঝে প্রিয় মানুষের দেওয়া কষ্ট যখন তার বুক ফেটে চোখ দিয়ে অশ্রু ঝরায় এবং বিপরীত ব্যক্তি যখন সেই চোখের পানি নিয়ে ঠাট্টা করে তখন পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
কারণ ভালোবেসে যদি আপনি কারো জন্য চোখের পানি ফেলেন এবং সেই ব্যক্তি যদি সেই পানিকে অবজ্ঞা কিংবা ঠাট্টা করে বিষয়টি আপনার কাছে কেমন লাগবে?
সত্যিই এক্সাইড লাভ অনেক বেশি কষ্ট দেয় মানুষকে। সুতরাং আমি পরামর্শ দিতে পারি, কাউকে অন্তর থেকে ভালোবাসার থেকে অভিনয় করে ভালোবাসায় সব দেখে ভালো উপায়। অন্ততপক্ষে মানুষের কাছ থেকে কষ্ট পেতে হবে না।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1905555056256319684?t=qWGvojOGhZYXsRV07RinUA&s=19
https://x.com/steemforfuture/status/1905556007453163900?t=TaOnhvDgpckZYYNDvqa6Rg&s=19
https://x.com/steemforfuture/status/1905556493455556994?t=KViscP3tf4fP6HhpnTo7qw&s=19
https://x.com/steemforfuture/status/1905556856736813454?t=TTiaT6YFjj22fNrCIToD8A&s=19