পাওয়ার আপ( টার্গেট ডিসেম্বর সিজন- ৫) ২০ স্টিম পাওয়ার আপ
কভার ফটো
আসসালামু আলাইকুম। শুভ রাত্রি আমার বাংলা ব্লগ।। কেমন আছেন সবাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি একটি পাওয়ার আপ এর পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমার বাংলা ব্লগ পাওয়ার আপ ইতিপূর্বেই সিজন ফাইভ নিয়ে কাজ করছে। আমি ইতিপূর্বেই চমৎকার এই সিজনের অংশগ্রহণ করেছি এবং আমি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমি আগামী ডিসেম্বর মাস আসার পূর্বেই অর্থাৎ সিজন ৫ এ একটি টার্গেট নিয়ে কাজ করছি। আমি আশাবাদী, আগামী ডিসেম্বর মাস আসার পূর্বেই আমি সর্বনিম্ন 15000 স্টিম পাওয়ার অর্জন করতে সক্ষম হব। এবং এটি আমার লক্ষ্যমাত্রা।
আমি আমার লক্ষ্য নিয়ে কাজ করছি আমার টার্গেট খুব শীঘ্রই আমি পূরণ করার চেষ্টা করছি।। এরই ধারাবাহিকতায় আমার বাংলা ব্লগ এর মাধ্যমে আজকে বিশ স্টিম পাওয়ার আপ করতে চাই।। চলুন প্রথমেই কার্যক্রম গুলো উপভোগ করে আসি।
পাওয়ার আপ করার পূর্বে :
- ২০ স্টিম পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে মোট ৪৩ স্টিম জমা রয়েছে। আমি সেখান থেকে ২০ স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিলাম।
চলমান :
- এবার আমি পাওয়ার আপ আইকনে সিলেক্ট করলাম। এবার আমাকে এমাউন্ট বসাতে বলা হলো। আমি খুব ভালোভাবে এমাউন্ট বসিয়ে দিলাম। এরপর সাবমিট করলাম।
চলমান :
- সাবমিট করার পর আমার একাউন্টের চাবি দিতে বলা হলো। আমি খুব ভালোভাবে আমার একাউন্টের প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে আমার ওয়ালেট পুনরায় লগইন করলাম এবং সাবমিট করলাম।।
পাওয়ার আপ করার পর:
- আলহামদুলিল্লাহ। অবশেষে আমার ট্রানজেকশনটি সঠিকভাবে সম্পন্ন। এখন আমার ওয়ালেটে আর মাত্র ২৩ স্টিম জমা রয়েছে। এবং ওই বিশ স্টিম আমার পাওয়ার এ যুক্ত হয়েছে খুব ভালোভাবেই। অর্থাৎ আমি খুব ভালোভাবে আমার একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হলাম।
আমার বাংলা ব্লগ পরিবার একটি চমৎকার পদক্ষেপ গ্রহণ করেছে। যার মাধ্যমে প্রত্যেক সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং তাদের নিজেদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। আমি অনেক বেশি আনন্দিত ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে এবং আমার একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করতে পেরে।
পাওয়ার আপ করার পূর্বে | ১৩২৭৭ এসপি |
---|---|
পাওয়ার আপ | ২০ স্টিম |
বর্তমানে এসপি | ১৩২৯৭ এসপি |
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1939331128399364368?t=Y98ewpsYVJ7Id0fs4CP9UA&s=19
https://x.com/steemforfuture/status/1939339526574686369?t=hIm6przGrEGKAauLEmgnIA&s=19
https://x.com/steemforfuture/status/1939340214075568604?t=QSQRT_qBqAeCS7XkwraWbA&s=19
https://x.com/steemforfuture/status/1939340635301130630?t=n9M4ZGF7G4a3YRjdk6yITQ&s=19
https://x.com/steemforfuture/status/1939341125057425706?t=oNE46ZLLmGDpXIOw752MYA&s=19
২০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। আমাদের প্রত্যেকের উচিত সক্ষমতা বৃদ্ধি করা। আশা করছি আপনার পোস্ট দেখে সবাই উৎসাহ পাবে।
ভালো লাগে যখন পাওয়ার আপ পোস্ট দেখি। আজকে আপনি দেখছি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন। আমি নিজেও কিন্তু পাওয়ার আপ বৃদ্ধি করতে সব সময় চেষ্টা করি। আর আপনার টার্গেট হচ্ছে ১৫০০০ এসপি পাওয়ার আপ করা। আপনি এখন পর্যন্ত অলরেডি ১৩২৯৭+ এসপি পাওয়ার আপ করে ফেলেছেন। তবে আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন।
এই প্লাটফর্মে পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি দেখছি দীর্ঘ মিয়াদি কাজ করার জন্য ২০ স্টিম পাওয়ার আপ করেছেন। আমি নিজেও সব সময় পাওয়ার আপ করে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে আপনার টার্গেট হচ্ছে ১৫০০০ এসপি পাওয়ার আপ পূর্ণ করা। আপনি কিন্তু অলরেডি ১৩২৯৭+ এসপি স্টিম পাওয়ার আপ করে ফেলেছেন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্খিত লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন।