$PUSS থাকবে টপ লিস্টিং এক্সচেঞ্জ এ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

Puss আমাদের নেটিভ কয়েন। সে ক্ষেত্রে নেটিভ কয়েন নিয়ে আসলে সকলের অনেক স্বপ্ন থাকে। ঠিক যেমন আমাদের রয়েছে। কিন্তু স্বপ্নকে শুধু স্বপ্ন হিসেবে রেখে দিলেই হবে না, তা বাস্তবে বাস্তবায়ন করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম আমাদের করতেই হয়। আর এখানে মোটামুটি সকলেই পরিশ্রম করার চেষ্টা করছে। বিশেষ করে আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার। তাই আমার মনে হয় যে, আমাদের উচিত উনার পাশে থাকা এবং উনাকে যথাযথ সাহায্য করা।

কারণ এটা আমরা সকলেই জানি যে কোনো কয়েন এক্সচেঞ্জ সাইট গুলোতে লিস্টিং করার জন্য অনেক অনেক বেশি পরিবারের খরচ হয়। যেটা আমরা কল্পনাও করতে পারি না। আর আমরা যেহেতু সাপোর্ট দিতে পারছি না। সে ক্ষেত্রে আমাদের উচিত সব সময় পাশে থাকা এবং প্রমোশন এর ক্ষেত্রে আমাদের নিজেদের কাজ আরো বৃদ্ধি করা।

কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটি গর্বের বিষয় যে আমাদের প্রথম নেটিভ কয়েন প্রায় প্রতিটি বড় বড় এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হবে। বর্তমানে কিন্তু বেশ ভালো ভালো কিছু সাইটে অলরেডি লিসটিং রয়েছে।শুধু তাই নয়, ভবিষ্যতের আরো ভালো ভালো এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হবে। তার জন্য কিন্তু ইতিমধ্যে আমার বাংলার ব্লগ কমিউনিটি ফাউন্ডার,আমাদের দাদা অনেক বেশি খরচ করছে। এটা আসলেই যেনো একটা ভোরের স্বপ্নের মতোন। যেটা কখনো সত্যি হয় না। কিন্তু এই স্বপ্নকে আমাদের রূপান্তরিত করার জন্য আমাদের দাদা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। উনার এই চেষ্টাতে আমাদের উচিত উৎসাহ দেওয়া।কারণ কোনো মানুষ যখন কোনো কাজে উৎসাহ পায়। তখনই কিন্তু সে সেসব কাজে এগিয়ে থাকে।কোনো কয়েন যখন প্রায় প্রতিটি টপ লিস্টিং এক্সচেঞ্জ সাইটে থাকে। তখন কিন্তু সেই কয়েন এর ভ্যালু এবং ট্রাস্টের ব্যাপারটি অনেক অংশে বেড়ে যায়।আর মানুষের ট্রাস্ট কিন্তু ইতিমধ্যেই puss coin জিতে নিতে পেরেছে।

যাইহোক, আজকের লেখা এখানেই শেষ করছি। এখন যেতে যেতে তাই বলছি যে, আমরা আমাদের মধ্যে এভাবে করে প্রমোশন চালিয়ে যেতে থাকি। যাতে google এ সার্চ করলে আমাদের এই কয়েন সম্পর্কে সকলে অনেক অনেক লেখা সকলে পায়।

ABB.gif