বিষাক্ত মানুষ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা কথা আছে মানুষের চেয়ে কুকুর নাকি অনেক গুণ বেশি ভালো! হয়তো তা ই কারণ আমরা আসলে যে মানুষগুলোর সাথে মিশি, মাঝে মধ্যে তাদের আচার-আচরণ, ব্যবহার, প্ল্যানিং সবকিছুই এতোটা বিরুদ্ধে চলে যায়। যেটা আপনি হয়তো আপনার জায়গায় বসে কল্পনাও করতে পারবেন না যে একটা মানুষকে নিয়ে অন্য আরেকটি মানুষ এই ধরনের কথা ভাবতে পারে। কারণ আমাদের জীবন আসলে খুব সংক্ষিপ্ত। কিন্তু এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমরা যে কাজটা সবচেয়ে বেশি করি, সেটা হলো হিংস্রতা।

মানুষ যেনো অসম্ভব বিষাক্ত একটি প্রাণী। একটা সত্যি কথা হলো, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী হলো মানুষ এবং আমি জানিনা এটা অনেকের মতের সাথে মিলবে কিনা। কিন্তু আমার মত কিন্তু এটাই। অর্থাৎ সত্যিই মানুষ যে এতোটা হিংস্র হতে পারে, এতোটা বিষাক্ত হতে পারে। এটা কিছু কিছু মানুষের সাথে না মিশলে কখনো বোঝা যাবে না।

আমি সবার কথা বলছি না। কারণ আমাদের জীবনে এমন অনেক মানুষ রয়েছে। যারা সত্যিই অনেক বেশি ভালো। যাদের মন অনেক বেশি ভালো। যারা আসলে আমাদের জন্যই সব সময় ভাবে, সব সময় সবকিছু আমাদের জন্যই করে কিংবা সব সময় অন্যের ভালোটাই ভাবে।

কিন্তু এই ভালো ভাবার মধ্যে যে ব্যাপারটি রয়েছে। সেটা হলো, এই ভালো ভাবাটাও আবার অনেকের হয় একেবারে লোক দেখানো। ওই যে বললাম মানুষ অনেক বেশি বিষাক্ত। আসলে এই বিষাক্ত পরিবেশে থাকতে থাকতে এতো সময় দম বন্ধ হয়ে ওঠে, একটা সময় নিজেকেই অনেক বেশি বিষাক্ত, খারাপ মনে হয়। আমি জানিনা এটা ক'জনের এমন মনে হয়। কিন্তু সত্যিই মনে হয়। এই বিষাক্ত পরিবেশ থেকে মাঝেমধ্যে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে। যতো দূরে গেলে এই বিষাক্ততা আমাদেরকে ছুঁতে পারবে না। ঠিক ততোটাই দূরে যেতে ইচ্ছে করে।

ABB.gif

Sort:  
 13 hours ago 

এমন কিছু মানুষ রয়েছে যারা ভালো সেজের খারাপ ব্যবহার করে আবার চলতে পথে নিজেদের খারাপ পরিচয় গুলো সুন্দর ভাবে তুলে ধরে। এজন্য অনেক সময় দেখা যায় যে সমস্ত কুকুরগুলোকে আমরা একটু সহযোগিতা করি তারা সবসময় কৃতজ্ঞ থাকে। তবে যাই হোক এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই চলতে হবে যেন খারাপ মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।