জীবন জীবিকা এখন অনেক কঠিন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন জীবিকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


village-5192646_1280.png



লিংক


আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে পূর্বের থেকে বর্তমান সময়ের জীবন জীবিকা অনেক বেশি কঠিন। কেননা আগের সময় যেহেতু জনসংখ্যা অনেক বেশি কম ছেলে এবং তখন চাকরির ক্ষেত্রে তেমন একটা বেশি প্রতিযোগিতা ছিল না। এছাড়াও তখন যেহেতু প্রচুর পরিমাণে কাজ চলে এবং সেই কাজে লোকের সংখ্যা অনেক বেশি কম থাকতো বলে প্রায় সবাই বিভিন্ন ধরনের কাজ করতো। এছাড়া তখনকার সময়ে যেহেতু জমির পরিমাণ অনেক বেশি ছিল এবং সেই জমিতে মানুষ প্রচুর পরিমাণে সোনার ফসল ফলাতো। এতে করে তখনকার মানুষের জীবন জীবিকা অনেক বেশি সহজ ছিল এবং তারা খুব আনন্দের সহিত তাদের জীবনটাকে উপভোগ করতে পারতো।


কিন্তু বর্তমান সময়ে আমরা এর সম্পূর্ণ উল্টোটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখনকার মানুষেরা তেমন একটা বেশি ভালোভাবে কেউ কখনো বসবাস করতে পারে না। অর্থাৎ তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগে থাকে। একটা জিনিস আমরা প্রতিনিয়ত খেয়াল করে দেখেছি যে এখনকার সময়ে সামান্য একটু চাকরির জন্য প্রত্যেকটা মানুষকে যে কতটা বেশি যুদ্ধ করতে হচ্ছে তা একমাত্র তারাই জানতে পারে। আসলে এই যুদ্ধে নিজেদেরকে টিকে থাকতে হলে সর্বপ্রথম নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করতে হবে। কেননা এই সবার ভিতর যদি আমরা প্রথম দিকে না থাকতে পারি তখন কিন্তু আমাদের কোন মূল্য থাকবে না। আসলে এখনকার সময়ের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটা মানুষকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেহেতু জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই অতিরিক্ত জনসংখ্যার জন্য কিন্তু প্রত্যেকটা দেশের সরকার প্রচুর পরিমাণে চাকরির যোগান দিতে পারছে না। এছাড়াও অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু একদিক থেকে যেমন চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে ঠিক অন্য দিক থেকে কিন্তু মানুষ এখন না খেতে পেয়ে অনেক বেশি মারা যাচ্ছে। আসলে এই সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম সরকারকে অবশ্যই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রতি নজর দিতে হবে। কেননা জনসংখ্যা কে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু আমরা জীবনে কখনো উন্নতি করতে পারব না এবং নিজেদের জীবনটাকে উন্নত ধরনের জীবনের আরাম আয়েশ উপভোগ করতে পারব না।


এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের জীবন জীবিকা কে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এভাবে যদি আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু একদিন না একদিন অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের এই জীবন থেকে আমরা একটা ভালো জীবনে পদার্পণ করতে পারব। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই জীবনে কঠোর পরিশ্রম করতে হবে এবং সৎভাবে চলতে হবে। আর এর হলে কিন্তু আমাদের জীবন জীবিকা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আমরা আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

A very beautiful drawing by a truly professional artist.

 17 days ago 

We have recently noticed that you are making very short comments only to receive votes from @issambashir. If you can get votes through creating good posts, that is a positive thing. However, this kind of reward farming behavior through small comments is not acceptable. We kindly ask you to stop this practice.

— Abuse Watcher Team

First, you have no right to hold me accountable.
Second, the account belongs to my wife, and I am free to give my vote to whomever I want — do you understand that?
Third, I am an old investor in the Steem coin, and I use my voting power properly, supporting others without any compensation…
Fourth, why don’t you go after those who use their voting power in exchange for money, like the other users who ask to receive Steem tokens in return for giving a big vote on other people’s posts?

 16 days ago 

The investors here are very important. We respect you. We were worried this might be vote abuse. It’s okay you may certainly vote for your wife. However, if you keep 10% of your votes reserved for general users’ content, that would be highly commendable. Best wishes to you.

— Abuse Watcher Team

Yes, I do vote and support my wife, and I have the right to vote for whomever I want.
I already support many posts with my votes, and I will continue to support even more in the coming period…
However, I do not use my voting power in exchange for money or for receiving Steem tokens in return for giving a vote. I do not support such practices as other users do.

 16 days ago 

You have our respect for your unique perspective and thoughtful mindset. 👌

Wow, @steem-articles, this is a thought-provoking piece on the changing landscape of "জীবন জীবিকা" (livelihood) in Bangladesh! Your comparison of past simplicity with the present-day struggles, fueled by population growth and job scarcity, really hits home.

I appreciate how you've highlighted the need for both individual hard work and governmental focus on population control to improve living standards. The call to action for honest living and continuous effort is inspiring! Plus, the inclusion of relevant images adds a nice visual touch.

This post offers a valuable perspective on a critical issue. What are some practical steps you think individuals can take to thrive despite these challenges? Let's discuss! Readers, share your thoughts and experiences in the comments below!