রাগ,অভিমান অত:পর ভালোবাসা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার টাইটেলে আমি যে লেখাগুলো লিখলাম। সবগুলোই কিন্তু এক সুতোয় বাঁধা। অর্থাৎ আমরা সব সময় একটা কথা শুনি যে দাঁতের ব্যথা হলে আমাদের চোখে সমস্যা হয়, আমাদের শুনতে সমস্যা হয়। আর তার চেয়েও বড় কথা হলো, আমাদের প্রচন্ড মাথা ব্যথা হয় এবং ডাক্তার এটার একটা ব্যাখ্যা দেন যে আমাদের নাক, কান, মুখ, মাথা সবকিছুই সম্পর্কিত একসাথে। তাই আসলে একটার সমস্যা হলে, অন্য সবকিছুর সমস্যা হয়। আবার সমস্যা গুলো ঠিক হয়ে গেলে। অর্থাৎ এই যে এই মাথা ব্যাথার একটা প্রচন্ড সমস্যা হয়, সেটা আর করে না।
যাইহোক, তো আসলে রাগ, অভিমান, ভালবাসা সবগুলোই এক সূত্রে বাঁধা। তাই এই যে ভালোবাসা যখন আমাদের মধ্যে কমে আসে তখন দেখবেন যে হয়তো রাগ, অভিমান এসব ও অনেকটা কমে আসে। হয়তো রাগটা একটু বেড়ে যায়। কিন্তু দেখবেন অভিমানের পরিমাণ যতো দিন যায়, ততো বেশি কমতে থাকে।
কারণ অভিমান তার সাথে করা যায় যাকে আমরা ভালোবাসি। যার সাথে আমাদের ভেতরকার কোনো সম্পর্ক রয়েছে, যার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। কারণ আমরা অভিমান তার সাথেই করি যে, আমাদের অভিমান ভাঙাতে পারে। কারণ দেখবেন, আমরা সাধারণত সে মানুষের সাথে রাগ করি,যাদের সাথে হয়তো আমরা অভিমান কখনো করি না। কারণ, ওই যে বললাম অভিমান শুধু প্রিয় মানুষদের জন্যই বরাদ্দ থাকে। তো এই যে রাগ অভিমানগুলো যখন সম্পর্কে অনেক বেশি চলতে থাকবে। তখন চেষ্টা করতে হবে সেগুলো কাটিয়ে ওঠার। কারণ ওই যে বললাম, এসবের পরেই কিন্তু রয়েছে অসীম ভালোবাসা।
আর একটা কথা আছে যে, একটু কষ্ট করতে হয় যে কোনো ফল পাওয়ার জন্যই তো এই ব্যাপারটিও ঠিক তাই যে, আমাদের ভালোবাসা অর্থাৎ সত্যিকারের ভালোবাসা পেতে হলে এই অভিমান এর পর্বগুলো চুকিয়ে আনতে হবে। কারণ এসব কিছুর পরেই একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় দুটো মানুষের মধ্যে। একটা ভালো ব্যাপার তৈরি হয়, যে ব্যাপারগুলোকে নিয়ে ভালোবাসাটা আরও বৃদ্ধি পায়। তাই এই যে রাগ, অভিমান এগুলো সম্পর্কে কিছুটা হলেও থাকা উচিত। এতে করে দিনের পর দিন ভালোবাসাটা যেনো আরো বেশি বৃদ্ধি পায়।