পারিবারিক কলহ ও ছেলেবেলা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু এমন ব্যাপার রয়েছে। যেগুলো আসলে একটা সময় হয়তো শেষ হয়ে যায়। অর্থাৎ জীবনের একটা সময় গিয়ে এ ব্যাপার গুলো শেষ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় সেটার রেস আজীবন আমাদের টেনে নিয়ে যেতে হয়। ঠিক তেমন একটি ব্যাপার হলো, পারিবারিক কলহ। কারণ আমরা সবসময় একটা ব্যাপার খেয়াল করে দেখি যে যেই পরিবারগুলোতে সব সময় পারিবারিক কলহ লেগে থাকে। সেই পরিবারের সন্তানেরা আর দশজন স্বাভাবিক সন্তানদের মতোন হয় না ।

তাদের আচার-আচরণ, ব্যবহার, স্বভাব সবকিছুই স্বাভাবিক এর চেয়ে কিছুটাও অস্বাভাবিক হয় এবং অবশ্যই সেটা খারাপ দিক এই হয়। কারণ তারা আসলে ছোটবেলা থেকেই পরিবারের বিভিন্ন অশান্তি দেখে বড় হয়েছে এবং পরিবারের মানুষেরা যখন ওই ছোট বাচ্চাটির সামনেই বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে। অর্থাৎ বিশেষ করে যেটা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিংবা ঝগড়া করে। তখন কিন্তু সেটা ওই বাচ্চাটির মস্তিষ্কে এবং মনে প্রবলভাবে প্রভাব ফেলে।

আর যাদের ছোটবেলায় তারা পারিবারিক কলহ দেখেই বড় হয়। তাদের ছেলেবেলায় আসলে ভালো মুহূর্ত বলতে কিছুই থাকে না। কারণ তার মনে সব সময় একটি ভীতি কাজ করে, যে এই বুঝি আবার সমস্যা সৃষ্টি হলো কিংবা ঝগড়া শুরু হয়ে গেলো এবং এসব ভাবতে ভাবতে আসলে তার ছেলেবেলাটিও নষ্ট হয়ে যায়,শুধুমাত্র পরিবারের গুরুজনদের জন্য। শুধু ছেলেবেলায় নষ্ট হয় তা নয়। তার বড় বেলাটাও নষ্ট হয় একইভাবে। কারণ সে ছোটবেলা থেকে যেটা দেখে বড় হচ্ছে। সেটাই কিন্তু সে পরবর্তীতে করবে এবং অর্থাৎ বলা চলে যে ঠিক এইভাবে করেই ওই মানুষটির জীবনে আর কখনোই সুখ ফিরে আসে না, শুধুমাত্র পারিবারিক কলহ এর জন্য। পরিবারের মানুষদের উচিত সবসময় বাচ্চাদেরকে পারিবারিক কলহ থেকে অনেক দূরে রাখা। এতে তাদের জীবন সুন্দর হবে।

ABB.gif