ক্লান্ত শরীর না জীবন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে অনেক ক্লান্তি এসে ভর করে শরীরে। আমরা মানুষেরা কাজ করতে যতো বেশি না বিরক্ত হই। তার চেয়ে বেশি বিরক্ত হই কাজ করতে না পারলে। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়। অর্থাৎ যখন বাংলাদেশে প্রায় এক সপ্তাহের মতো সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ ছিলো এবং কাজকর্ম সব বন্ধ ছিলো। তখন আসলে জীবনের যে কি পরিমাণ খারাপ পরিস্থিতি গিয়েছে। সেটা ভাষায় প্রকাশ করার মতোন নয়।

কিন্তু মাঝেমধ্যে নিজেকে প্রচন্ড ক্লান্ত লাগে। তখন আমি একটা ব্যাপারে গুলিয়ে ফেলি যেএক্স ক্লান্ত আসলে আমাদের শরীরে লাগছে নাকি মনে। কারণ শরীরের ক্লান্তিটা সহজেই কাটিয়ে ওঠা যায়। একটু ভালো ঘুমালে কিংবা এক কাপ কড়া লিকারের চা খেলে, না হলে একটু দূরে কোথাও ঘুরিয়ে আসলে কিংবা সেটা কাছে পিঠেই হোক না কেনো। একটু বেরিয়ে আসলে শরীরের ক্লান্তিটা অনেকটা অংশেই কমে যায়। তার মানে এটা নিশ্চিত হওয়া যায় যে, শরীরের ক্লান্তি অনেক সহজেই কাটিয়ে উঠানো যায়।

কিন্তু মনের ক্লান্তি যেনো কোনোভাবেই কাটিয়ে ওঠা যায় না। কারণ মনের ক্লান্তি দূর করার জন্য দরকার মনের মানুষ, কাছের মানুষ এবং প্রিয় মানুষদের। কারণ আমাদের একটা সময় এমন হয়ে ওঠে যে, শরীর সব কিছুর সায় দিলেও। মন একেবারেই আর সেসব কাজে সায় দেয় না। কারণ বিভিন্ন মানুষের ক্ষেত্রে আসলে এখানে বিভিন্ন কিছু হতে পারে। তাই আমি কোনো উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছি না। কিন্তু মানুষের মন যখন ক্লান্ত হয়ে পরে। তখন সেই মনকে বুঝটা করার জন্য কিংবা সেই মনকে আবার পুরনো উদ্দীপনায় ফিরিয়ে নেওয়ার জন্য প্রিয় মানুষদের জুড়ি মেলা ভার।

তাই শরীরের ক্লান্তি ছাপিয়ে যখন মনের ক্লান্তি বড় হয়ে ওঠে। তখন আমাদের মনের এই ক্লান্তি দূর করার জন্য দরকার প্রিয় মানুষদের সঙ্গ, আপন মানুষদের ভালোবাসা, পাশে থাকা ও ভরসা যেটা অনেক সময় মানুষ পায় না। আর যখন পায় তখন সে খুব সহজেই মনের ক্লান্তি দূর করতে পারে।
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!