জীবনটা ছেলেখেলা নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা তাদের জীবনটাকে তিলে তিলে নষ্ট করে ফেলে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবন থেকে যে সময় গুলো নষ্ট করে ফেলি সেই সময় কিন্তু আমরা আমাদের জীবনে পুনরায় কখনো ফিরিয়ে আনতে পারব না। অর্থাৎ আপনি পরিশ্রমের সময় আপনার জীবনটাকে উপভোগ করতে চেষ্টা করছেন এবং আপনার সময় গুলো নষ্ট করছেন এর জন্য কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সময় যদি জীবন থেকে একবার চলে যায় তাহলে সেই সময়টাকে আমরা আমাদের জীবনে কখনো ফিরিয়ে আনতে পারব। তাইতো আমাদের জীবনটা কখনো ছেলেখেলা হতে পারে না।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই জীবনে যারা কাজকে না ভালোবেসে সব সময় বিভিন্নভাবে নিজের আনন্দ ফূর্তিকে প্রাধান্য দিয়ে জীবনটা নষ্ট করতে থাকে তারা বাকি জীবনটা অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে কাটাতে হয়। আসলে মানব জীবন হলো অনেক সাধনার ফল। অর্থাৎ এই জীবনে যদি আমরা ভাল কাজ করে যেতে পারি তাহলে মানুষ আমাদেরকে সবসময় মন থেকে ভালবাসবে এবং আমাদের নাম মানুষের মুখে মুখে থাকবে। কিন্তু আমরা যদি মানুষকে ভালো না বেসে মানুষের খারাপ করার চেষ্টা করি তাহলে মানুষগুলো কিন্তু কখনো আমাদের ভালোবাসবে। আর যারা সময় নষ্ট করে জীবনটাকে নষ্ট করে তারা কখনো মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না এবং একটা সময় তাদের কাছ থেকে সবাই দূরে চলে যায়।
আসলে একটা জিনিস আমরা সব সময় লক্ষ্য করে দেখেছি যে এই আধুনিক যুগে সবথেকে বেশি শিশুরা তাদের সময়টাকে নষ্ট করে ফেলছে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির পেছনে। অর্থাৎ তারা মনে করে যে এসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার ফলে তাদের জীবনে আর কোন কিছুর প্রয়োজন নেই। সব থেকে বড় একটি সমস্যা হল বাচ্চাদের হাতে যদি আমরা তাদের অল্প বয়সে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ধরিয়ে দিই তাহলে এতে করে সেই জিনিসের প্রতি তাদের একটা আলাদা ধরনের নেশার জন্ম নেয়। আর সেই নেশা থেকে তাদের কি কিন্তু খুব সহজে আমরা বের করে আনতে পারি না। এজন্য একটা শিশুর শৈশব কালটা পুরো নষ্ট করার পিছনে কিন্তু তাদের পরিবারের লোক দায়ী।
এজন্য আমরা যদি একটা বাচ্চাকে ছোটবেলায় থেকে জীবনের মূল্য টাকে সঠিকভাবে বোঝাতে পারি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথ দেখাতে পারি তাহলে কিন্তু তারা তাদের জীবনটাকে কখনো নষ্ট করার চেষ্টা করবে না। আর আমরা তাদের সাথে সব সময় ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবো এবং তারা যদি কোন খারাপ জিনিসের সংস্পর্শে চলে আসে তৎক্ষণাৎ আমরা তাদের সেই খারাপ জিনিস সম্পর্কে বোঝাবো এবং ভালোর দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আসলে একটা শিশুর জীবনের পরবর্তী পর্যায়টা নির্ভর করে তার বর্তমান সময়ে পরিবেশের উপর। এজন্য আমরা কখনো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খারাপ কোন কিছু শেখাব না এবং জীবনের প্রত্যেকটি সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
@steem-articles, the wisdom in your post truly resonates! Your reflections on cherishing time and guiding the younger generation are so important, especially in our fast-paced world. I appreciate how you've emphasized the value of hard work, the dangers of getting lost in modern gadgets, and the importance of instilling good values in children from a young age. The image you chose perfectly complements the theme of life's journey!
The way you connect with your readers in Bangla is beautiful, creating a warm and inviting space for reflection. Keep sharing your insights; they are a valuable addition to the Steemit community! I hope more people read your post and share their thoughts. What are some ways you try to make the most of each day?