পরীক্ষার আগের রাতে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার মতো যারা ফাঁকিবাজ কিংবা একটু ব্যাকবেঞ্চার স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যারা পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। উনাদের জীবনে সব সময় একটা সমস্যা আসে এবং এটা প্রতিটা পরীক্ষাতেই এই সমস্যা পরিলক্ষিত হয়। এবং প্রতিবার স্টুডেন্টরা এটা প্রতিজ্ঞা করে নিজেকেই নিজে যে এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রতিবার প্রতি পরীক্ষাতে এই ব্যাপারটি এইভাবেই ঘটে এবং আমি নিজেও একই ভাবে ভাবি। যাই হোক, কথাটি হলো-
আমরা যারা পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া পাবলিক। আমরা সবসময় কিন্তু ওই পরীক্ষার আগের দিন রাতেই পড়তে বসি। কিন্তু তখন এক দুটো ব্যাপার ঘটে তার মধ্যে একটা হলো, আমরা সিলেবাস খুলে দেখি যে সত্যিই অনেক কঠিন, এটা পড়েও কোনো লাভ নেই। অর্থাৎ পরীক্ষার আগের রাতে পরে অন্তত আর কোনো লাভ নেই। আবার আরেকটি ব্যাপার হলো যেটা নিয়ে আজকে কথা বলবো এবং যেটা অনেক বেশি দুঃখের। সেটা হলো সিলেবাস খোলার পরে আমরা দেখি যে এই কোর্সটি কিংবা এই সাবজেক্টটি যদি আমরা আরেকটু আগে থেকে পড়া শুরু করতাম। তাহলে এই পরীক্ষায় ভালো করা থেকে কেউ ঠেকাতে পারতো না।
সত্যি কথা বলতে এটা অনেক কষ্টের। কারণ আসলে পরীক্ষার আগের রাতে সিলেবাস খুলে দেখার পর যখন এটা মনে হয় কিংবা একটু সিলেবাস ওভারলুক করে যখন দেখা হয় যে আসলে সিলেবাস অনেক বেশি সহজ। কিন্তু শুধুমাত্র এক রাতে কমপ্লিট করা সম্ভব না বলে রেজাল্ট ভালো করা সম্ভব নয়। তখন আসলে অনেক বেশি কষ্ট হয় অন্তত আমার হয়। যাইহোক, প্রতিবার এটাই ভাবি যে এভাবে আর পরীক্ষার আগের রাতে পড়তে বসবো না। আগে থেকে পড়া শুরু করবো। তাহলে আর পরীক্ষার রাতে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু সেই প্রতিবার একই ঘটনা এই ঘটতে থাকে আচ্ছা আপনাদের ব্যাপারেও কি ঠিক একই ঘটনা ঘটে?