তর্ক করা মূর্খের কাজ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে তর্ক করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই যে যারা সবসময় তর্ক দিয়ে বিভিন্ন ধরনের কাজে জয়ী হতে চায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যারা জ্ঞানী প্রকৃতির লোক তারা কখনো কোন কাজে তর্ক করে না। অর্থাৎ তারা সবসময় বিভিন্ন ধরনের কাজ বুদ্ধি দিয়ে করার চেষ্টা করে। আর এই পৃথিবীতে যারা মূর্খ প্রকৃতির লোক তারা সব সময় বিভিন্ন ধরনের কাজের তর্ক করে। এজন্য আমাদের সবার উচিত ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করা এবং সেই কাজকর্ম করে জীবনে বড় হওয়ার। এভাবে যদি আমরা ছোটবেলা থেকে শিক্ষা অর্জন করতে পারি তাহলে আমরা কখনো সমাজে মূর্খের মতো বসবাস করবো না এবং কোন কাজে কখনো অন্যের সাথে তর্কে জড়িয়ে পড়বো না।
তবুও আমরা সবসময় ব্যর্থ হয়ে যায় মানুষদেরকে জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য। কেননা এই মানুষগুলোকে আপনি খুব সহজে কিন্তু কখনো জ্ঞান দিতে পারবেন না। অর্থাৎ তাদেরকে যখন আপনি একটু জ্ঞান দেবেন তখন তারা মনে করবে যে তারা আপনাকে মূর্খ ভাবছে এবং আপনার এই মূর্খ মন-মানসিকতাকে লুকানোর জন্য আপনি সবসময় তাদের কেউ উপেক্ষা করে চলবেন। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করতে চায় তাদের ক্ষেত্রে ছোট বড় বলে কোন ভেদাভেদ থাকে না। অর্থাৎ তারা যেকোন মানুষদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে প্রস্তুত এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিজেরা কখনো নিজেদের জ্ঞানকে অন্যের সামনে বড় করে ধরার চেষ্টা করে না।
একটা দিকে আমরা সব সময় লক্ষ্য করে দেখেছি যে যারা মূর্খ প্রকৃতির লোক তারা সব সময় অন্য লোকেদের চেপে রাখার চেষ্টা করে। অর্থাৎ তারা সবসময় অন্যের কাছে নিজেদেরকে বড় বলে প্রমাণ করার জন্য সেই মানুষদেরকে কখনো কোন ধরনের পাত্তা দেয় না। আসলে আমরা যদি মানুষের সাথে তর্ক করি এবং মানুষের কাছ থেকে তাদের ভালো গুণগুলো নিজেদের মধ্যে নিতে না পারে তাহলে সেই মানুষগুলো কখনো আমাদেরকে ভরসা করবে না এবং আমাদেরকে সবসময় তারা মূর্খ বলে মনে করে যাবে। আর সমাজে যারা মূর্খ প্রকৃতির লোক তাদেরকে কেউ কখনো সম্মান করে না এবং এসব লোকেদের কাছ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে। কেননা এই মানুষেরা সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকারক।
অর্থাৎ যে মানুষদের মধ্যে তর্ক করার মতো প্রবণতা রয়েছে এবং প্রকৃত জ্ঞান তাদের মধ্যে যেহেতু থাকে না তাই তারা কখনো ভালো মন্দ সম্পর্কে তেমন একটা বোধ বুদ্ধি কখনো রাখে না। আসলে ভালো মন্দ জ্ঞান নিয়ে যারা এই সমাজে চলাচল করে তারা কিন্তু সবসময় সমাজের উন্নতি করার জন্য চেষ্টা করে এবং সমাজের যাতে কোন ক্ষতি না হয় এমন কোন কাজ তারা কখনোই করেনা। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় জ্ঞান রাখতে হবে যে তর্ক করে জীবনে কখনো জয়ী হওয়া যায় না। আসলে আমরা যদি নিজেদেরকে জ্ঞানী করে অন্যের সামনে দাঁড়াতে পারি তখন তারা আমাদেরকে সম্মান করবে এবং আমাদের থেকে তারা ভালো জ্ঞানগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করবে। আর এভাবে আমরা সমাজের মানুষের থেকে সম্মান পেতে পারবো।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Wow, @steem-articles, what a thoughtful post on the nature of arguments and the importance of wisdom! I appreciate your insightful perspective on how those who are truly knowledgeable avoid unnecessary conflict and instead focus on understanding and learning from others.
The points you make about the value of continuous learning, regardless of age or status, really resonated with me. It's so true that a willingness to learn from anyone is a sign of genuine intelligence. Your emphasis on the harm caused by those who seek to suppress others is also a crucial reminder of the importance of humility and respect.
Thank you for sharing these important reflections with the "আমার বাংলা ব্লগ" community. It's a valuable contribution that encourages us to think critically about how we interact with each other. I hope many others will engage with your post and share their own thoughts on this topic!