বাড়ি হোক স্বাবলম্বী!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে ভবিষ্যতে আমাদের যে এমন সময় আসছে সেই সময় প্রচন্ড ভয়ংকর। এটা মানতে বাধ্য কারণ। যতো সময় আসছে ততো সব কিছুর দাম এমন পর্যায়ে চলে যাচ্ছে। যেটা একটি মধ্যবিত্ত পরিবারের জন্য চালানো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। কারণ আসলে যতোদিন যাচ্ছে, ততো কিন্তু আমাদের আয় বাড়ছে না। বিশেষ করে যারা নিম্নবিত্ত রয়েছে। উনাদের কথা বলছি না। কারণ ওনাদের যেহেতু আসলে শুরু থেকেই বিভিন্ন দিক থেকে হলেও উনারা পেতে পারেন, সেটা আলাদা বিষয়।
কিন্তু আপনি মানুন আর না মানুন এবং এটা ঠিক একটি সত্য কথা হলো নিম্নবিত্ত এর থেকেও সবচেয়ে বেশি কষ্টে থাকে মধ্যবিত্ত। কারণ মধ্যবিত্ত মানুষেরা কখনোই অন্যের কাছে চাইতে পারে না। কারণ তাদের জীবনে টাকা পয়সা কিংবা ধন-সম্পত্ত ইত্যাদি কমতি থাকলেও মান সম্মান কিংবা সম্মা এসবের গুরুত্ব থাকে অনেক বেশি এবং উনাদের কাছে আসলে এসবই থাকে। তাই স্বাভাবিকভাবে উনারা অন্যের কাছে চাইতে পারেন না এবং এই কারণেই তারা আসলে অনেক বেশি সমস্যার মধ্যেও দিয়ে যায়।
এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে যে সলিউশন রয়েছে। সেটা হলো, আমাদের বাড়িতে আমরা যতটুকু সম্ভব ততটুকু বিভিন্ন কিছু অর্থাৎ শাক-সবজি ইত্যাদির রোপন করা উচিত। কারণ যেমন ধরুন আপনি যদি একটা জায়গাতে শাক রোপন করেন। তাহলে কিন্তু আপনার আর শাক কেনার চিন্তা করতে হচ্ছে না। একইভাবে আপনি যদি বিভিন্ন সবুজ সবজি রোপন করেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই সবজিগুলোর দেখাশোনা একটু ভালোভাবে করেন। তাহলে কিন্তু আপনার আর সবজি কিনতে হচ্ছে না। এতে করে আপনার বেশ ভালো পরিমান এর একটি টাকা যেমন বেঁচে যাচ্ছে। ঠিক একইভাবে আপনার এই কায়িক পরিশ্রম এর ফলে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকছে। এ কারণে আমি বললাম যে প্রতিটি বাড়ির স্বাবলম্বী হওয়াটা বর্তমানে অনেক বেশি জরুরি। কারণ যেভাবে পণ্যের দাম বাড়ছে। এতে করে একটা সময় সবকিছু কিনে খাওয়াটা অনেক কষ্টের হয়ে যাবে।