You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশের পূজা: "গ্রামের ভিতর পূজার দেখার অনুভূতি "

in আমার বাংলা ব্লগlast year

বৌদি এবারের পূজায় আপনার বাংলাদেশে আসার ইচ্ছে ছিল না শুধুমাত্র দাদার কথা রাখার জন্যই আপনি এসেছেন জেনে ভালো লাগলো। আপনার পোষ্টটি পরে বুঝতে পারলাম যে বাংলাদেশের গ্রামের পুজো গুলোতে তেমন একটা জাকজমক হয় না। আসলে গ্রামাঞ্চল তো এই জন্য মনে হয় তেমন একটা জাকজমকপূর্ণ হয় না কারণ বেশিরভাগ মানুষই তো শহরে থাকে। যাইহোক বৌদি এ বছর বাংলাদেশে আপনাদের পুজোর দিনগুলো কাটিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগছে। পেয়ারা মাখা গুলো দেখে আমারও খুব খেতে ইচ্ছে করছে । আপনি তো খেতে পারেননি তেমন একটা কারণ পেয়ারা মাখাটা যে এত মজার ছিল দাদা পুরোটাই খেয়ে ফেলল। তবে বৌদি ঘষা বরফ এটা আবার কেমন জিনিস আমিও কখনো খাইনি। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদুই হবে। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম বাংলাদেশের পূজোটা আপনাদের তেমন একটা ভালো কাটেনি কারণ এখানে তেমন কোন জমকপূর্ণ পুজো হয় না। যাইহোক বৌদি আপনার অনুভূতিটা করে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।