আমার করা বিগত ৯টি মজাদার নাস্তার রেসিপির রিভিউ || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা,♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কোন রেসিপি, আর্ট কিংবা ড্রাই পোস্ট নিয়ে হাজির হয়নি।

আজকে আমি আপনাদের মাঝে আমার করা বিগত ৯টি মজাদার নাস্তার রেসিপি গুলোর রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি অনেকগুলো রেসিপি করেছি এগুলোর মধ্যে থেকে কিছু মজাদার নাস্তার রেসিপির রিভিউ পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার করা বিগত মজাদার নাস্তার রেসিপি গুলোর ভিতরে সবচেয়ে কোন রেসিপি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর আমি আমার রেসিপি ছবি এবং ছবির নিচে পোস্ট লিংক দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপির রিভিউ পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


IMG_1656248155868.jpg


পোস্ট - ১

  • মচমচে মজাদার স্বাদের রোল পিঠার রেসিপি। এই পিঠটা খেতে সত্যিই অসম্ভব মজাদার এবং মচমচে। খুব অল্প সময়ে পিঠাটি তৈরি করা যায়। খেতে সত্যিই অসম্ভব মজাদার আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝবেন খেতে কতটা মজা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovo5A7nU18G1SeFo7VmXrMQQrnDGgrymF339xzXBqPKhDHWe26w2YeYi7BzR2kj3Lqx1jmyfXK2WwLht8WQKjdmin.jpeg


পোস্ট লিংক


পোস্ট - ২

  • দুর্দান্ত সাথে মুখে লেগে থাকার মত দুধে ভেজানো ফুল পিঠা। এই পিঠা তৈরি করেছিলাম মূলত আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এ পিঠাটি আমি তখন প্রথম তৈরি করেছিলাম। কিন্তু পিঠাটি খেতে যে এতটা মজাদার হবে তা বুঝতে পারিনি। সত্যি মুখে লেগে থাকার মত একটি পিঠা। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপিটি দেখে পিঠাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে সত্যিই অসম্ভব মজাদার।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9X7yXcFbBTDhKckWmWs5QmmNv5tECxeS3cxK9YHmCo6NrZAoXLDdqumP1sNeWAcBNFgxBaqVx7zoZka7bswGf4PQnnA.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৩

  • বাসায় তৈরি সুস্বাদু ও মজাদার চকলেট কেকের রেসিপি। এই কেকটি আমি সম্পূর্ণ গ্যাসের চুলায় তৈরি করেছি। কেকটা কিন্তু একদম সফট হয়েছিলো। খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাসায় এইরকম কেক তৈরি করে খেয়ে দেখতে পারেন। বিকেলের নাস্তা হিসেবে পারফেক্ট একটি নাস্তা।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TzPNLAZD393bhDK5scfrAAkz7LSqjr1bCR3RNxpvxG99WuD8EKic3cA9WhRk5BFUfURza76EBB22mbXjtS3RsKcEHU.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৪

  • কাঁচা আলু দিয়ে সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। কাঁচা আলু দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় তা আমার এই রেসিপিটি তৈরি করার পর বুঝতে পারলাম। সত্যিই অসম্ভব মজাদার এই নাস্তাটি খেতে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TbnsWsZLEcQDrbqn1PU4Y78vft9F3RXW2HhT3s6DDFCdvz2XirjBLJgNTVrDuJZvS4z3PmuDs2LWYLdcChTFDrAxKY.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৫

  • বাঁধাকপি, গাজর ও ডিম দিয়ে সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটা টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। বিকেলের নাস্তা হিসেবে সত্যিই পারফেক্ট একটা রেসিপি।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9ZqwumwaSKsv6unnwoCUTuBukctLy3NCKUEQq7JkdqjB2Nb7Jt8fSLsj6iiEigcNqacf92UDu2hr2qYwHJKwDdZdBNW.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৬

  • খুব সহজে পাওয়া রুটি ও ডিম দিয়ে সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। এই রেসিপিটি খেতে আমার খুবই ভালো লাগে। আমি প্রায় সময় বিকেল বেলায় রেসিপি তৈরি করি। আমার বাচ্চারা ও খেতে খুব পছন্দ করে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TgYiiR1vBXN66H8on1SunBru9u1tqCRv4DbUtUbZHLYb4ofqp42DC2mwgnzErC3uDmEQw44gTsvmLSyC9UxSpWw7Pt.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৭

  • পেয়াজু তো আমরা সবাই খাই এবং সবার খুবই পছন্দের একটি রেসিপি। বিকেলবেলা সস দিয়ে পিয়াজু খেতে খুবই ভালো লাগে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VbQA5FhD3bmSr99W8mfd1jJBCh7L7muXM1aMGXuvcLjRDUTgJ4XDZY9CGfYxBxWN1og5HjGZiPEjw895jCzxz
RPDuY.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৮

  • আলুর চপের সুস্বাদু রেসিপি। আলুর চপের রেসিপিটি আমরা বেশির ভাগই রোজার মাসে ইফতারির সাথে খায়। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এবং বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9aGerBeEUQKNqk1rbUjsNeniC2g8YLQDyVd1jQyMNdoaUn1wjFxgxZzDCnxJsGcCEcuhuwRMAj2cBQ3t62fZUF3kvRk.jpeg


পোস্ট লিংক

পোস্ট - ৯

  • লাচ্ছা সেমাইয়ের সুস্বাদু ফিঙ্গার রোল রেসিপি। এই রেসিপিটি আমি মূলত করেছি আমার বাংলা ব্লগের আরো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এভাবে সেমাই দিয়ে ফিঙ্গার রোল রেসিপি এই প্রথম করেছি তবে খেতে যে এতটা মজাদার হবে বুঝতে পারিনি। সত্যিই অসম্ভব মজাদার ছিল সেমাইয়ের ফিঙ্গার রেসিপি।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqYqR3AKubFA8A3mCV2dKYbPDfbqo9Zqu5d82jXQ1c3xpeQTnnAfNVQBDiiR4N6ATZ8YCmrH2E7Rg8b36bALb1hx.jpeg


পোস্ট লিংক

আশা করি আমার করা বিগত নাস্তার রেসিপির রিভিউ পোস্টটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে-@sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

সব গুলো রেসিপি দারুন ছিলো আপু। তবে বেশি ভালো লেগেছে আমার কাছে আপনার করা প্রথম দুইটা রেসিপি আর শেষের সেমাই এর রোল এর রেসিপিটি। ধন্যবাদ এতো সুন্দর কিছু রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 3 years ago 

এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার নয়টি রেসিপি পোস্টটি চমৎকার ছিল আপু ।কোনটি রেখে কোনটি ভালো বলবো বুঝতে পারতেছি না । তবে আমার কাছে ফিঙ্গার রুল রেসিপিটি খুবই ভালো লেগেছে । বাসায় এরকম ভাবে বানিয়ে খেতে খুবই মজা হয় । সবগুলো রেসিপি একসাথে দেখতে পেয়ে ভালোই লাগলো । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য ।

 3 years ago 

আপনার মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

চমৎকার চমৎকার রেসিপি শেয়ার করেছেন। সব গুলো এক সাথে দেখে ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সবগুলো রেসিপি খুব ভাল ছিল। কোনটি রেখে কোনটি কথা বলবো বুঝে উঠতে পারছিনা। আপনি সব সময় আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন। বিশেষ করে আমার কাছে বাঁধাকপি ও গাজর দিয়ে তৈরিঝাল পিঠাগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে আপনার সুস্বাদু রেসিপি গুলো আবার দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে সুস্বাদুরেসিপি গুলো আবার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

আপনার তৈরি করা এই রেসিপির সবগুলো প্রায় আমার দেখা হয়েছে। আপনি সব সময় সুন্দর সুন্দর রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করেন। আর আপু এতো লোভনীয় ও মজাদার খাবার গুলো দেখে লোভ সামলাতে পারছিনাহ।

দুর্দান্ত হয়েছে সব গুলো রেসিপি। শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

মজার মজার সব ছবি দেখলে খাওয়ার প্রতি লোভ বেড়ে যায়। আপনি অনেক লোভনীয় সব রেসিপি রিভিউ আকারে আমাদের মাঝে তুলে ধরেছেন। সবগুলো রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে।

 3 years ago 

তাহলে ভাইয়া রেসিপি দেখে তৈরি করে খেয়ে ফেলুন। আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

আপনার এসিবি পোস্টগুলো আবারও একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনার প্রত্যেকটা রেসিপি পোষ্ট অসাধারণ ছিল। বিশেষ করে কেক তৈরী রেসিপি আমার খুবই ভালো লেগেছে। একসাথে আমাদের সাথে আবারো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

বরাবরই আপনার রেসিপি পোষ্ট গুলা দেখে লোভে পড়ে যাই পূর্ববর্তী পোস্ট গুলা আজকে নতুন করে আমাদের মাঝে রিভিউ আকারে তুলে ধরেছেন পোস্টটি দেখে নতুন করে আবারো লোভে পড়ে গেলাম প্রত্যেকটা রেসিপি প্রায় আমার দেখার সুযোগ হয়েছে খুবই লোভনীয় মজাদার ছিল

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago (edited)

ওরে বাবা দেখে মনে হচ্ছে কোন রেস্টুরেন্টে সাজিয়ে রেখেছে। আসলে এতগুলো খাবার একসাথে দেখলে তো খেতে ইচ্ছে করবে। আমার কাছে আবার এই ধরনের নাস্তা গুলো খেতে ভীষণ ভালো লাগে। শুধু খেতে না তৈরি করতেও ভালো লাগে। প্রত্যেকটা রেসিপি অসাধারণ ছিল কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝতে পারছি। আমার কাছে কোন তারচেয়ে কোনোটা কম নয়। একসাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।