কয়েকদিন পর আজকে আমি আপনাদের সামনে নতুন পোস্ট নিয়ে আবারও হাজির হলাম। এতোদিনে সবাই নিশ্চয় জেনে গেছেন যে আমি আর্ট করতে কতটা ভালবাসি।সেই ছোট থেকে আমার আর্ট প্রতি দূর্বলতা আছে। বেশি কথা না বলে পোস্ট এ ফিরে আসি।আজকে আবারও আম্মু ২ টা সোফার কুশন বানিয়ে এনে আমাকে বলতাছে কিছু একটা আঁকিয়ে দে।কি আর করার মায়ের আবদার রাখতে ভাবলাম কি আঁকানো যায়।অনেক ভেবে রঙ, তুলি সব সেট করে নিলাম।আমার মনে হয় হাতে সেলাই করার চেয়ে রং করা অনেক সহজ। আর রং করার মাধ্যমে যে কোন জিনিসকে সুন্দর করা যায়। চলুন আপনাদের সামনে পুরোটা তুলে ধরি।আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
১. হলুদ রঙ এর ২টা কুশন কভার।
২. ফেব্রিক্স রঙের বক্স।
৩. তুলি এবং পেন্সিল।
প্রথমে কভার ২ টাকে সোজা করে নিলাম।এখন পেন্সিল এর সাহায্যে ডিজাইন করে নেব।
এখন সাদা রং দিয়ে কোড করে নেব পুরা ডিজাইনটা।ফুল গুলো আঁকানো শুরু করলাম গোলাপী রঙ দিয়ে।
এখন একটা কুশন কভার এর এক সাইডের ফুল আকিঁয়েনিলাম।এখন সবুজ রঙ দিয়ে পাতা এবং ডালগুলো আঁকলাম।
এভাবে একটা কভার পুরো আঁকিয়ে শেষ করলাম।এখন আরেকটা রঙ করার পালা।আরেকটির একপাশ রঙ করে শেষ করলাম।
২টি কভার রঙ করে শেষ করলাম। আম্মুকে দেখালাম,কিন্তু আম্মু বলছে এটা নাকি ফাঁকা ফাঁকা লাগছে আরও কিছু এড কর।
একপাশে ফুল দিব ভাবছি।যেই ভাবা সেই কাজ,২টা করে ফুল এক পাশে দিয়ে নিলাম।সাথে কিছু পাতাও জুড়ে দিলাম।
এখন অন্য কভারেও ফুল,পাতা, ডাল একইভাবে করে নিলাম। এইতো এইভাবে সম্পন্ন করে ফেললাম আমার নিজ হাতে ডিজাইন করা রঙিন সোফার কুশন কভার।তারপর সোফার উপর রেখে দেখলাম কেমন লাগে।
বাহ! মন্দ নয় ভালোই লাগছে তো দেখতে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | ডাই🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
কুশন কভারের উপর খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। ফ্লোরাল পেইন্টিং টা দারুন লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি ফুল এবং পাতা আর্ট করেছেন। কালারটা অনেক ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।
X -promotion
আর্ট করতে আমার কাছেও বেশ ভালো লাগে। তবে আপনি খুব সুন্দর সুন্দর কিছু আর্ট করেন দেখলাম। যাইহোক কুশন কাভার এত সুন্দর করে ডিজাইন করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমি আমার ছেলের জন্য একটা জামা তৈরি করেছিলাম। যদিও শেয়ার করা হয়নি কাজ এখনো অনেকটাই বাকি রয়ে গেছে । আসলে সময় না পেলে কোন কিছুই সুন্দরভাবে করা যায় না।
সোফার কুশন কভার ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ সময় নিয়ে কাজটি নিখুঁত ভাবে করেছেন। ফুলের ডিজাইন চমৎকার ফুটে উঠেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু ।সেলাই করে ডিজাইন করার চেয়ে আর্ট করা অনেক সহজ ও কম সময়ে করা যায়। তবে আপনার আর্ট করা কুশন কভার দু'টো বেশ সুন্দর হয়েছে। হলুদ উপর গোলাপী রং দিয়ে ফুল আঁকার জন্য দেখতে বেশ সুন্দর লাগছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নিজ হাতে সোফার কুশন কভার ডিজাইন করেছেন। আপনার হাতে তৈরি করা সোফার কুশন কভার ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ দারুন ভাবে ডিজাইন টি সম্পন্ন করেছেন। হাত দিয়ে তৈরি করা যে কোন ধরনের ডিজাইন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।
মায়ের আবদার পূরণ করে ভালোই করেছেন। হ্যান্ড পেইন্টেড সোফার কুশন কভার দারুন হয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। নিজের হাতে কোন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি ব্যবহার করতে অনেক ভালো লাগে। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনি ভীষণ সুন্দর ফেব্রিকের কাজ করেন। কত সুন্দর করে কুশনের কভারগুলো ফেব্রিক এর মাধ্যমে ডিজাইন করেছেন। অসাধারণ কিছু কাজের নমুনা আপনার এই কাজগুলোর মধ্যে দিয়ে দেখলাম। এমন হস্তশিল্প সচরাচর দেখা যায় না আজকাল। প্রশংসা করতেই হবে।