আপনার প্রতিটা কথা আমি গভীরভাবে উপলব্ধি করতে পারছি আপু। আমাদের পরিবারও একই অবস্থা মা-বাবা সাধ্য থাকলেও সন্তানকে কষ্টে বড় হওয়া শেখায়। এতে অবশ্য আমরাই নৈতিক গুণাবলীর শিক্ষা ভাই এবং জীবনে বড় হওয়ার শিক্ষা গ্রহণ করি। এজন্য সাধ্য থাকলেও আমরা চাহিদা অনুযায়ী সবকিছু পাই না।
এটাই ভালো শিক্ষা।