এ ধরনের অনু কবিতা গুলো পড়তে আমার এখন খুব ভালো লাগে। আপনি চমৎকার কবিতাগুলো লিখেছেন। প্রতিটি কবিতা একদম বাস্তবতা কে নির্দেশ করে। আসলেই তো আমাদের মৃত্যু অবধারিত তাহলে কেন মানুষ এত অহংকার করে। জন্মেছি যখন আমাদের মরতে হবে এটাই স্বাভাবিক। অনেক শিক্ষণীয় কবিতা লিখেছেন। আপনার কবিতার মাধ্যমে অনেকেই উপকৃত হবে আশা করি।
দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি।