স্বরচিত কবিতা :"সময়ের সৎব্যবহার"

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

Blue and Green Floral Watercolor Background Flyer_20250119_232550_0000.png

আজকে আপনাদের সামনে একটা অন্য রকম পোস্ট নিয়েই হাজির হয়েছি।সময়ের ব্যবহার নিয়ে।আমরা সবাই জানি সময়ের মূল্য কত তার পরেও আমরা সময়ের সৎ ব্যবহার করিনা।শিশু কাল থেকেই আমাদের সময়ের গুরুত্ব শিখানো উচিত।তাহলেই একমাত্র জিবনে সফল হওয়া সম্ভব। ছাত্রজীবনে সময়ের কাজ, পড়াশোনা যদি প্রতিদিন এর কাজ প্রতিদিন নাহ করি তাহলে একসময় দেখা যাবে কাজগুলো জমা হতে হয়ে অনেক হয়ে গেছে কিন্তু হাতে সময় আর নেই তখন আমাদের হায় হায় করতে হবে এরকম সব ক্ষেত্রেই ব্যাক্তি জীবন, চাকরি জীবন সব জায়গায়।তাই আমরা জানি সময়ের মূল্য অপরিসীম। সময়ের কাজ আমাদের সময়েই করা উচিত। আজকে এই সময়কে নিয়েই আমার কবিতা লেখার ক্ষুদ্র প্রচেষ্টা জানিনা কতটা লিখতে পেরেছি।চলেন আমার সাথে কবিতাটি পড়ে আসবেন আর আমাকে জানাবেন কেমন পেরেছি।

"সময়ের সৎব্যবহার "
জান্নাতুল ফেরদৌস শেলি

সময় সেতো বড় দামি জিনিস
চাইলেও তাকে যায়না কেনা
তাইতো বলি সময়ের কাজ সময়ে করতে
নইলে আফসোসে যাবে জীবন পার করতে।

শিশুকালে শেখাতে হবে ভালো আদব কায়দা
নাহলে পরে সেই মানুষকে ভালো করা যায়না।
আজকের কাজ আজকে যদি না করি
কাল তাহলে কাজ বাড়বে মাথা ভরি।

ছাত্রজীবন সময়ের কর সৎব্যবহার
তাহলেই হবে জীবনে সুখের সমাহার
চাকরি জিবনে সময়কে করি ভালো ব্যবহার
তাহলেই বাকি জীবনে পাব সফলতার উপহার।

ব্যাক্তিজীবনে সময়ের সাথে সবার সাথে করি ভালো ব্যবহার
তাহলেই পাব সম্মানের ভরা জীবন
আর এভাবেই পাব প্রকৃত সুখের সন্ধান।

আজকের সময় যদি আজ চলে যায়
কোটি টাকা দিলেও ফিরে পাব না আর
তাই সময়কে করি আজি সৎব্যবহার
তাহলেই পাব ভালো থাকার সমাধান।

অবশেষে বলি সময়ের যদি থাকে এক কাজ
অসময়ে তা হয়ে যাবে দশ কাজ।


এই কবিতাটির মূল উদ্দেশ্য হচ্ছে সময়ের গুরুত্ব আবার একটু মনে করে দেওয়া। আমিও এমন অনেক কাজ ফেলে রেখেছি পরে গিয়ে দেখেছি কাজ অনেক জমে গেছে পরে আর সময় পাইনি।পড়াশোনাও তাই অনেক ফাঁকি দিয়ে পরীক্ষার আগে সময়ের অভাবে অনেক কষ্ট করেছি।যাই হোক

কবিতা লেখার অনুপ্রেরণা আমার বাংলা ব্লগ থেকেই।ফুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
ফটো ডিজাইনক্যানভা অ্যাপ।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 
 3 days ago 

আপু আপনার স্বরচিত সময়ের সৎব্যবহার কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 yesterday 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 days ago 

IMG_20250120_003330.jpg

 2 days ago 

যে সময় একবার চলে যায় তা আর ফিরে পাওয়া যায় না। এই বিষয়টা আমরা জেনেও সময়ের মূল্য দিতে জানি না। যাই হোক ভাইয়া এ বিষয়টিকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন বেশ গুছিয়ে লিখেছেন যার কারণে পড়তে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 1 hour ago 

ধন্যবাদ আপু এরকম অনুপ্রেরণা দিলে আমি আরো ভালো লেখার চেষ্টা করব।

 2 days ago 

আপনার লেখা সময়ের সৎব্যবহার কবিতাটা অনেক সুন্দর হয়েছে। সময়ের সৎব্যবহার করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এর ফলে আমরা ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারব। ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা আমার অনেক ভালো লাগলো দেখে।

 1 hour ago 

আপনার ভালো লেগেছে যে জেনে খুশি হলাম আপু।

 2 days ago 

আপু আপনি সময় কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। সত্যি আপু সময়ের কাজ সময়ে না করলে পরে সেই সময় আর কোন মূল্য থাকে না। দেখা যায় অনেক সময় অনেক কাজগুলো সময় মত না করতে পারায় জীবনের অনেক ক্ষতি হয়ে যায়।

 1 hour ago 

জি আপু ঠিক বলেছেন সময়ের মূল্য আসলে অপরিসীম।

 2 days ago 

সত্যি আপু আমরা চাইলেও যেন টাকা দিয়ে সময় কিনতে পারি না। পারি না সেই ফেলে আসা সময়ে ফিরে যেতে। আর সময়ের সৎ ব‍্যবহার করতে যে পারে সে অবশ্যই সফল হয়। দারুণ লিখেছেন কবিতা টা আপু। বেশ দারুণ লাগল । ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 1 hour ago 

আপনার যে ভালো লেগেছে এতেই আমার সার্থকতা।

 5 hours ago 

ঠিক বলেছেন শিশু কাল থেকে সময়ের গুরুত্ব শিখানো উচিত। আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।সময়ের সৎব্যবহার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর সময়ের কাজ সময় করলে ভালো। এবং আজকের কাজ কালকে করতে গেলে পিছুটান। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 59 minutes ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।