স্বরচিত কবিতা :"সময়ের সৎব্যবহার"
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
সময় সেতো বড় দামি জিনিস
চাইলেও তাকে যায়না কেনা
তাইতো বলি সময়ের কাজ সময়ে করতে
নইলে আফসোসে যাবে জীবন পার করতে।
শিশুকালে শেখাতে হবে ভালো আদব কায়দা
নাহলে পরে সেই মানুষকে ভালো করা যায়না।
আজকের কাজ আজকে যদি না করি
কাল তাহলে কাজ বাড়বে মাথা ভরি।
ছাত্রজীবন সময়ের কর সৎব্যবহার
তাহলেই হবে জীবনে সুখের সমাহার
চাকরি জিবনে সময়কে করি ভালো ব্যবহার
তাহলেই বাকি জীবনে পাব সফলতার উপহার।
ব্যাক্তিজীবনে সময়ের সাথে সবার সাথে করি ভালো ব্যবহার
তাহলেই পাব সম্মানের ভরা জীবন
আর এভাবেই পাব প্রকৃত সুখের সন্ধান।
আজকের সময় যদি আজ চলে যায়
কোটি টাকা দিলেও ফিরে পাব না আর
তাই সময়কে করি আজি সৎব্যবহার
তাহলেই পাব ভালো থাকার সমাধান।
অবশেষে বলি সময়ের যদি থাকে এক কাজ
অসময়ে তা হয়ে যাবে দশ কাজ।
কবিতা লেখার অনুপ্রেরণা আমার বাংলা ব্লগ থেকেই।ফুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 ফটো ডিজাইন ক্যানভা অ্যাপ। অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপু আপনার স্বরচিত সময়ের সৎব্যবহার কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
যে সময় একবার চলে যায় তা আর ফিরে পাওয়া যায় না। এই বিষয়টা আমরা জেনেও সময়ের মূল্য দিতে জানি না। যাই হোক ভাইয়া এ বিষয়টিকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন বেশ গুছিয়ে লিখেছেন যার কারণে পড়তে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এরকম অনুপ্রেরণা দিলে আমি আরো ভালো লেখার চেষ্টা করব।
আপনার লেখা সময়ের সৎব্যবহার কবিতাটা অনেক সুন্দর হয়েছে। সময়ের সৎব্যবহার করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এর ফলে আমরা ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারব। ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা আমার অনেক ভালো লাগলো দেখে।
আপনার ভালো লেগেছে যে জেনে খুশি হলাম আপু।
আপু আপনি সময় কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। সত্যি আপু সময়ের কাজ সময়ে না করলে পরে সেই সময় আর কোন মূল্য থাকে না। দেখা যায় অনেক সময় অনেক কাজগুলো সময় মত না করতে পারায় জীবনের অনেক ক্ষতি হয়ে যায়।
জি আপু ঠিক বলেছেন সময়ের মূল্য আসলে অপরিসীম।
সত্যি আপু আমরা চাইলেও যেন টাকা দিয়ে সময় কিনতে পারি না। পারি না সেই ফেলে আসা সময়ে ফিরে যেতে। আর সময়ের সৎ ব্যবহার করতে যে পারে সে অবশ্যই সফল হয়। দারুণ লিখেছেন কবিতা টা আপু। বেশ দারুণ লাগল । ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার যে ভালো লেগেছে এতেই আমার সার্থকতা।
ঠিক বলেছেন শিশু কাল থেকে সময়ের গুরুত্ব শিখানো উচিত। আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।সময়ের সৎব্যবহার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর সময়ের কাজ সময় করলে ভালো। এবং আজকের কাজ কালকে করতে গেলে পিছুটান। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।