রাতে মেলার শহর
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
রিকশা করে বাসায় আসার সময় দেখলাম রাস্তার চারপাশে মেলা বসেছে। হাজার মানুষের সমাগমে রাস্তায় রিকশা চলাচল করতে পারছে না সবার মধ্যে এক ধরনের আনন্দের আমেজ।
প্রথমে দেখতে পেলাম এক লোক বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে নানা রকমের খেলনা রয়েছে সেখানে। প্রতিটি খেলনা আমার ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দিল। ছোটবেলায় বাবার সাথে এরকম ছোটবেলায় যেতাম এবং প্লাস্টিকের নানা রকম খেলনা কিনে বাড়ি ফিরে আসতাম তখন অনেক মজা হত। হাজার চাইলেও আজ সেই ছোটবেলায় ফিরে যাওয়া সম্ভব না।
এখন দেখতে পারছি একটা লোক মাটির হাড়ি পাতিল নিয়ে বসে আছে। সব হাড়ি পাতিল বাচ্চাদের অনেক পছন্দের খেলনা। ছোটবেলা আমিও এ ধরনের হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করতাম। এছাড়াও দেখতে পাচ্ছি বাঁশি এবং আরও মাটির কিছু খেলনা।
এছাড়াও দেখতে পেলাম কিছু লাইটিং পাখি সুন্দর সুন্দর। এগুলো নিশ্চয় বাচ্চাদের অনেক আকর্ষণ করবে। এছাড়া ছোট ছোট হারিকেন বাচ্চাদের জন্য।
এছাড়া রয়েছে নানান মুড়ি মুরকির দোকান, ফুচকা চটপটি নানান ধরনের পাসপোর্ট আইটেম সহ অনেক কিছু। এত ভিড় মনে হয় পুরো শহরের মানুষ রাস্তায় মেলা উপভোগ করছে। ভিড়ের কারণে খুব একটা বেশি ছবি তুলতে পারিনি। মেলার মধ্যে রিক্সায় করে উপভোগ করতে করতে নিজের মনকে আনন্দিত করে অবশেষে বাসায় পৌঁছে গেলাম একটা আইসক্রিম খেতে খেতে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
কভার ফটো | Redmi note 9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
কিছু কিছু মুহূর্ত ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো আপু। অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপু।
https://x.com/JannatulF57996/status/1973784250458702206
https://x.com/JannatulF57996/status/1973785560952238539
https://x.com/JannatulF57996/status/1973786692739080460
মেলা অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ এই মেলার মধ্যে অনেক কিছুই দেখা যায়৷ আজকে যেভাবে আপনি এখানে এই রাতের মেলার সৌন্দর্যকে আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে যেভাবে এই ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে মনে হচ্ছে যেন আমি মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি৷ অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷