সর্বশেষ আমি সম্পূর্ণ আর্ট ভালোভাবে কলম দিয়ে স্কেচ করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আর্ট। এটা একটা রেনডম আর্ট বলা যেতে পারে। হুট করে খাতার ফ্রন্ট পেজের আর্টটি দেখে আমার ভালো লেগেছে বলে আমি আর্টটি করেছি। এসব আর্ট করা যতটা না সহজ বর্ণনা করা ঠিক ততটাই কঠিন বুঝিয়ে বর্ণনা করা যায় না আসলে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই চিত্র অংকন করেছেন। ধাপে ধাপে দেখতে পেয়ে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
কলম দিয়ে স্কেচ কখনো করা হয়নি। এগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আপনি আজকে খুব সুন্দর একটা আর্ট করেছেন আপু। আপনার বিভিন্ন ধরনের আর্ট গুলো বরাবরই চমৎকার হয়। আজকের এটাও দারুন ছিল। বেশ দক্ষতার সাথে আপনি এগুলো করেন। এত সুন্দর একটা কলম স্কেচ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আপু আমাকে আঁকা শেখাবেন? আপনার এই র্যান্ডম স্কেচ গুলো দেখে বড় লোভ হয়। কেন যে আপনার মত সুন্দর আসতে পারি না৷ আপনার আকার হাত বড় সুন্দর। যেকোনো দৃশ্য আপনি চাইলেই চটজল দিয়ে একে নিতে পারেন। আপনার এই হাতের প্রশংসা করি। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ছবি আঁকুন আর আমি মুগ্ধ হয়ে দেখি।
জি অবশ্যই আপু আমি সব সময় চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।
আপনার এত সুন্দর একটা রেনডম পেন স্কেচ দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার করা আজকের এই আর্ট কিন্তু একেবারে চোখ ধাঁধানো ছিল। যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি অনেক বেশি। এই ধরনের আর্ট গুলো যত দেখি ততই ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর আর্ট করেন। এরকম সুন্দর আর্ট গুলোর প্রশংসা কিন্তু করাই লাগে।
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই রেন্ডম পেন স্কেচ খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের করা এই সুন্দর রেন্ডম পেন স্কেচ দেখে। ধন্যবাদ সুন্দর একটা রেন্ডম পেন স্কেচ শেয়ার করার জন্য।
আপনার পেন স্কেচ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর আর্ট করছেন আপনি। আপনার পেন স্কেচ করার দক্ষতা সত্যি খুব দারুণ। আমাদের মাঝে আর্ট করার প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।