আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের শ্রদ্ধেয় দাদার(
@rme) একমাত্র সহধর্মিনী (
@tanuja) বৌদির জন্মদিন। জন্মদিন প্রতিদিন মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। বছরে একবার এই দিনটি আসে। এই দিনটিতে সবাই চাই আগে সবাই উপহার দিক এক একজনের চাওয়া একেক রকম।তবে উপহার পেতে সবারই ভালো লাগে। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি এই কমিউনিটিতে খুব অল্প দিন হলো এসেও দাদার গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছে। প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনে তাদের সহধর্মিনীর বড় অবদান থাকে। তাই সমস্ত কৃতিত্ব আমাদের বৌদির। বৌদিকে জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার দুই সন্তানকে নিয়ে ভবিষ্যত জীবন অনেক সুন্দর হোক। আজকে আমার এই ছোট্ট উপহারটি আপনি গ্রহণ করুন। আশা করছি আপনার ভালো লাগবে।

১. কাগজ ।
২. পেন্সিল ।
৩.জল রং ।
৪.তুলি।
৫.রাবার।

প্রথমে বৌদির ছবিটি দেখে পেন্সিল দিয়ে পুরো স্কেচ করে নিলাম কতটুকু মিল করে আঁকিয়েছি জানিনা।

এখন পুরা মুখ রং করে নিব স্কিন এবং খয়েরী কালার দিয়ে ।গলা, হাত সব রং করে নিব।
 |  |
এখন চুল কালো রঙ দিয়ে রং করে নেব সাথে চোখ রং করে নিব।

ঠোট রং করে নিব। নাকফুল রং করে নিয়েছি। এবার শাড়ি আর ব্লাউজ রং করার পালা। রং করতে করতে ভাবছিলাম ছবির সাথে মিলবে কিনা ভয় হচ্ছিল।

শাড়ি রং করে নিব লাল রং দিয়ে। নাকফুল টা ওরকম করে নিয়েছি ছবিতে যেমন আছে। মাঝে একটু ফাঁকা রেখেছি শাড়ির ভিতর ডিজাইন টা দেওয়ার জন্য।



সর্বশেষ শাড়িতে যেরকম গোল্ডেন ডিজাইন আছে এরকম গোল্ডেন রং দিয়ে করে নিব। গলার মালাটা রং করে নিব। এইতো বৌদির ছবি আঁকানো শেষ। জানিনা কতটুকু একই করতে পেরেছি। তবে চেষ্টা করেছি। পরিশেষে আবারো বৌদিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বৌদির ভবিষ্যৎ জীবন আরো অনেক সুন্দর হোক আর দাদা এভাবেই পাশে থাকুক।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
আপু আপনার প্রতিভা গুলো দেখলেই আমি মুগ্ধ হয়ে যায়। সবার প্রতিভা কিন্তু এক নয় সৃষ্টিকর্তা সবাইকে ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন। তবে ছবি দেখে হুবহু একটি ছবি পেইন্টিং করা খুব ইন্টারেস্টিং একটি বিষয়। যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে আপনার এই ধরনের আর্ট গুলো দেখলে। আপনি তো একদম ছবি দেখে তনুজা বৌদির চেহারা আর্ট করলেন যা সত্যি হুবহু মিলে গেছে।
এরকম প্রশংসা পেলে আসলেই ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আমাদের শ্রদ্ধেয় বড় বৌদির জন্মদিন। আপনি এই জন্মদিনে উপহার স্বরূপ আর্ট করে দেখিয়েছেন। এরই মধ্য দিয়ে আমি জানতে পারলাম আপনার খুব সুন্দর দক্ষতা রয়েছে আর্ট করা বিষয়ে। এই প্রতিভাটা আমি অনেক বেশি পছন্দ করি।
ধন্যবাদ ভাইয়া।
X-promotion
আমাদের শ্রদ্ধেয় বৌদির জন্মদিন উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি ছবি আর্ট করেছেন। আসলে আপনার হাতের প্রতিটি আর্ট অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। গতবার দাদার জন্মদিন উপলক্ষে ও বিবাহ বার্ষিকী উপলক্ষে খুবই সুন্দর আর্ট করেছিলেন। আজকের আর্ট টি ও বেশ দারুন হয়েছে ভাইয়া।
আপনার যে ভালো লেগেছে এতেই আমার সার্থকতা।
আমাদের সবার প্রিয় বৌদির জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি উপহার দিলেন। বৌদির এই পেইন্টিংটা দেখতে অনেক সুন্দর লেগেছে। নিজের দক্ষতা কাজে লাগিয়ে অনেক নিখুঁতভাবে এটা করেছেন আপনি। পুরোটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আশা করি বৌদি দেখলে বৌদিরও ভালো লাগবে।
জি আপু। ধন্যবাদ।
বৌদিকে অনেক সুন্দর ভাবে শুভেচ্ছা জানালেন। আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
আপনি মুগ্ধ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো।
বাহ বেশ সুন্দর তো । দেখে খুবই চমৎকার লাগছে। দারুণ তৈরি করেছেন আপু আর্ট টা। আপনার আর্টে আপনি তনুজা বৌদিকে খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি অসাধারণ লাগছে। পাশাপাশি বেশ চমৎকার উপস্থাপন করেছেন এটা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ধন্যবাদ আপু।