স্বরচিত কবিতা :অহংকার
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
কিসের এত অহংকার,
কিসের এত দাম?
এই পৃথিবীতে কারোর কিছু,
থাকে কি চিরকাল?
ধন-সম্পদ, যশ-খ্যাতি,
রূপের কেমন আলো,
সবই তো মিছে মরীচিকা,
একদিন হারাবে কালো।
যে বাড়ি তোর অহংকার ছিল,
তোর নামে গড়া শান,
সেই বাড়িতেই থাকবে অন্যজন,
মুছে যাবে তোরই নাম।
আজ যে তুমি শক্তিতে বড়,
ক্ষমতায় চরম শিখরে,
কাল সে তুমি মাটির নিচে,
থাকবে শূন্য কঙ্কালে পড়ে।
আজ যাকে ছোট ভাবিস,
সে-ও তো রক্তমাংস,
তারও একদিন হবে ঠিকানা,
যেখানে তোরই দংশ।
ধনী-গরিব, রাজা-ফকির,
মৃত্যুতে সবাই এক,
অহংকারে কি পেয়েছো তুমি?
কেউ কি থাকে পাশে?
দেখনি কি সেই মহাপ্রভু,
সবার হিসাব কষে?
শেষ শয্যায় পড়ে রবে শুধু,
শূন্য হাতে রেখ।
জন্মিলে মরিতে হবে
এটা চিরন্তন সত্য,
অহংকার ভুলে ভালোবাসা দিয়ে
বেঁচে থাকবে যে চিরকাল।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/8) Get profit votes with @tipU :)
বর্তমান সময়ে সবাই খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। আজকে আপনি যে কবিতাটি লিখেছেন এই কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।
অহংকার খুবই খারাপ একটা জিনিস। আর অহংকার থাকা মানুষের মধ্যে একেবারেই উচিত নয়। অহংকার মানুষের পতন নিয়ে আসে। আপনি আজকে অনেক সুন্দর করে এই অহংকার নিয়ে কবিতাটা লিখেছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা এই কবিতাটা। কবিতার প্রতিটা লাইন অসম্ভব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আমার।
বাস্তবিক কথা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অহংকার আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর আসলে যাদের টাকা-পয়সা আছে তারা সব সুবিধা পায়। আর তাদের অর্থ সম্পদের অহংকার বেশি থাকে। এবং গরিব লোক গুলো কিছুই পাই না। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।
যে অহংকার করবে তার পতন অবশ্যই হবে। অহংকার পতনের মূল এটা একদম সত্য একটা কথা। তবুও মানুষ অহংকার করে থাকে। তবে এটা একেবারেই উচিত নয়। অহংকার নিয়ে লেখা আপনার আজকের কবিতা পড়তে আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর করে লিখেছেন পুরো কবিতাটা। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক সুন্দর ছিল।
ভালো মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি সব সময় আমাদের মাঝে চমৎকার কিছু পোস্ট শেয়ার করে থাকেন৷ আর আজকের এই চমৎকার পোস্টের মধ্যে একটি হলো এই কবিতা পোস্ট৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর এই কবিতা শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ এখানে আপনি অহংকার নিয়ে যেভাবে সুন্দর কবিতা শেয়ার করেছেন এবং এখানে লাইনের সামজ্ঞস্যতা একের পর এক খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন তা পড়েও খুব ভালই লাগছে৷
আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।