শ্মশান ঘাটের ডাক

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

Pink and Green Watercolor Background Flyer (1).png

আমার ছোটবেলার সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা আজ তোমাদের বলব। তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আমার ছোট বোনের বয়স মাত্র পাঁচ বছর—গায়ে প্রাণ, মুখে সারাক্ষণ হাসি, আর চোখে একরাশ কৌতূহল।আমাদের গ্রামটা ছিল অদ্ভুতভাবে শান্ত—হিন্দু-মুসলিম একসাথে বসবাস করত। কিন্তু সেই শান্তির মাঝেই ছিল এক ভয়ংকর জায়গা—পুরনো শ্মশান ঘাট। দিনের বেলায়ও সেখানে গেলে বুক কেঁপে উঠত, আর রাতের কথা তো ভাবাই যেত না। শ্মশানের পাশে ছিল এক গভীর নদী, যার কালো জল যেন চুপচাপ তাকিয়ে থাকে মানুষের দিকে।একদিন দুপুরে, কেউ টের পাওয়ার আগেই, আমার বোন কিছু বন্ধুর সাথে খেলতে খেলতে চলে গেল শ্মশান ঘাটের পাশের সেই নদীর ধারে। ওখানকার বাতাস ছিল অদ্ভুত ঠান্ডা, পাখির ডাক থেমে গেছে, শুধু নদীর জলের গড়গড় শব্দ শোনা যাচ্ছিল। আমার বোন নদীর দিকে তাকিয়ে হেসে উঠল—যেন জলে কেউ তাকে হাত নাড়ছে।ঠিক তখন গ্রামের এক দাদু সেখানে যাচ্ছিলেন। দূর থেকে তিনি আমার বোনকে দেখে চমকে উঠলেন। কাছে গিয়ে ডেকে বললেন—

“এইখানে কী করছিস তুই?”

আমার বোন কিছু না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। দাদু দ্রুত তাকে বাসায় ফিরিয়ে দিলেন।কিন্তু আসল আতঙ্ক শুরু হল পরদিন ভোরে। আমার বোনের শরীর জ্বরে পুড়ছিল, কিন্তু সে মাঝেমাঝে হেসে উঠছিল—একটা অদ্ভুত, শীতল হাসি। চোখ সবসময় উপরের দিকে, আর ঠোঁটে ফিসফিসানি—যেন কারো সাথে কথা বলছে। সবচেয়ে ভয়ংকর মুহূর্ত ছিল যখন সে আঙুল তুলে নদীর দিকের জানালার দিকে ইশারা করে হাসতে লাগল।আমরা ভয়ে অস্থির হয়ে গেলাম। তখনই গ্রামে থাকা এক জ্ঞানী গুণী মানুষকে ডাকা হল। তিনি ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন, আমার বোনের চোখের দিকে তাকিয়ে ধীরে বললেন—

“ওর ওপর জিনের ছোঁয়া লেগেছে। কাল নদীর ধারে ওকে কেউ ডাক দিয়েছিল… ও সেই ডাকে সাড়া দিয়েছে।”

তিনি কিছু দোয়া পড়ে তাবিজ দিলেন, আর গম্ভীর গলায় বললেন—

“আজ রাতের পর ওর শরীর স্বাভাবিক হবে… তবে আর কখনো নদীর ধারে একা যেতে দিও না।”

সেই রাতটা আমরা সবাই একসাথে বসে কাটিয়েছিলাম। জানালার বাইরের বাতাসে ছিল অদ্ভুত শোঁ শোঁ শব্দ। আর ভোর হতেই, আশ্চর্যজনকভাবে, আমার বোনের জ্বর কমে গেল—যেন কিছুই হয়নি কখনো।আজও রাতে শ্মশান ঘাটের পাশের নদীর দিকে তাকালে আমার মনে হয়… কালো জলের নিচে কেউ এখনো অপেক্ষা করছে… পরের ডাকে সাড়া দেবে এমন কাউকে খুঁজে।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ফটোক্যানভা।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp