শ্মশান ঘাটের ডাক
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
“এইখানে কী করছিস তুই?”
আমার বোন কিছু না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। দাদু দ্রুত তাকে বাসায় ফিরিয়ে দিলেন।কিন্তু আসল আতঙ্ক শুরু হল পরদিন ভোরে। আমার বোনের শরীর জ্বরে পুড়ছিল, কিন্তু সে মাঝেমাঝে হেসে উঠছিল—একটা অদ্ভুত, শীতল হাসি। চোখ সবসময় উপরের দিকে, আর ঠোঁটে ফিসফিসানি—যেন কারো সাথে কথা বলছে। সবচেয়ে ভয়ংকর মুহূর্ত ছিল যখন সে আঙুল তুলে নদীর দিকের জানালার দিকে ইশারা করে হাসতে লাগল।আমরা ভয়ে অস্থির হয়ে গেলাম। তখনই গ্রামে থাকা এক জ্ঞানী গুণী মানুষকে ডাকা হল। তিনি ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন, আমার বোনের চোখের দিকে তাকিয়ে ধীরে বললেন—
“ওর ওপর জিনের ছোঁয়া লেগেছে। কাল নদীর ধারে ওকে কেউ ডাক দিয়েছিল… ও সেই ডাকে সাড়া দিয়েছে।”
তিনি কিছু দোয়া পড়ে তাবিজ দিলেন, আর গম্ভীর গলায় বললেন—
“আজ রাতের পর ওর শরীর স্বাভাবিক হবে… তবে আর কখনো নদীর ধারে একা যেতে দিও না।”
সেই রাতটা আমরা সবাই একসাথে বসে কাটিয়েছিলাম। জানালার বাইরের বাতাসে ছিল অদ্ভুত শোঁ শোঁ শব্দ। আর ভোর হতেই, আশ্চর্যজনকভাবে, আমার বোনের জ্বর কমে গেল—যেন কিছুই হয়নি কখনো।আজও রাতে শ্মশান ঘাটের পাশের নদীর দিকে তাকালে আমার মনে হয়… কালো জলের নিচে কেউ এখনো অপেক্ষা করছে… পরের ডাকে সাড়া দেবে এমন কাউকে খুঁজে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
কভার ফটো | ক্যানভা। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1956778923964129422
https://x.com/JannatulF57996/status/1956779440345879017
https://x.com/JannatulF57996/status/1956780035789992170