।।মধ্যবিত্ত।।
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
বাসা থেকে বের হতে প্রথমে দেখলাম রাস্তায় ফুলের দোকান। সামনে যেহেতু পহেলা ফাল্গুন এবং ১৪ই ফেব্রুয়ারি তাই রাস্তায় রাস্তায় ফুলের সমাহার। আমরা মেইন শহর এলাকায় আগে খুঁজে দেখলাম। কিন্তু দুঃখের কথা কি বলব একটা বাসা পছন্দ হলেও বাজেটে মিলেনা। আবার অন্য জায়গায় বাসা পছন্দ হয় না। দেখতে দেখতে রাত নেমে আসলো।
অনেকক্ষণ ঘোরাঘুরি করে মন মতো বাসা না পেয়ে খুদা লেগে গেছিল। পরে পাশের একটা মার্কেটে ঢুকলাম
দোকানে ঢুকতে দেখলাম অনেক চকলেট বিদেশি সাথে সাথে দেশি অনেক ধরনের চকলেট রয়েছে। দুইটা চকলেট কিনে নিলাম। আবার সামনের দিকে চলে গেলাম।
তারপর সামনে ফ্রিজে অনেক আইসক্রিম দেখতে পেলাম। আজ প্রেম চকলেট মেয়েদের জন্য অন্যরকম বিষয়। আমরা আইসক্রিম আর চকলেট পেলে সব ভুলে যাই। আইসক্রিম কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজও মন মত বাসা পেলাম না। কবে যে মন মত বাসা খুজে পাব তাও জানিনা কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের সবকিছু বিবেচনা করে হিসাব করে চলতে হয়। যাই হোক আজ এখানেই শেষ করছি।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
কভার ফটো | ক্যানভা অ্যাপ। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion