রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 hours ago


আসসালামু আলাইকুম

আজ
মঙ্গলবার

০৮ অক্টোবর,
২০২৪


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট। আশা করবো আমার এই পোস্ট আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন আমরা সবাইকে উপভোগ করি আজকের এই সুন্দর পোস্ট।

img_1728358961558.jpg




আকাশের মেঘের সৌন্দর্য কার না ভালো লাগে। তবে শরৎকালে আকাশের সৌন্দর্য উপভোগ করে থাকি আমরা। আকাশের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেঘ বিরাজমান। কখনো সাদা সাদা মেঘ আবার কখনো কালো কালো মেঘ। আর এই মুহূর্তে যদি ফুলের পাশ দিয়ে আকাশের সুন্দর চিত্র ধারণ করা যায় তাহলে কতই না সুন্দর হয়ে থাকে। ঠিক তেমনি সবজির ফুলের ফটোগ্রাফির মুহূর্তের ধারণ করেছিলাম এই ফটোটা। আশা করি অনেকটা সুন্দর ভাবে ফটোটা ক্যাপচার করতে পেরেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি।

IMG_20240911_180937_850.jpg


এ মুহূর্তে আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা রঙ্গন ফুল। বিভিন্ন ফুলের মধ্যে রঙ্গন ফুল আমার বেস ফেভারিট। আমি এই ফুল অনেক পছন্দ করে থাকি। খেয়াল করে দেখেছি রঙ্গন ফুল তিন ধরনের হয়ে থাকে। তবে তার মধ্য থেকে লাল রঙের ফুলগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। রঙ্গন ফুল সবচেয়ে বেশি ভালো লাগে একটার কারণে তা হচ্ছে একই স্থানে অনেকগুলো ফুল ফুটে থাকে। আর এই ফুলগুলো দীর্ঘদিন ফুটে থাকে।

IMG_20240913_170946_325.jpg


এ মুহূর্তে আপনারা যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইয়ের ফুল। আমরা শীতকালে সাদা সাদা যে জলপাই আলুগুলো খেয়ে থাকে। এটা সেই আলুর ফুল। দেখতে কিছুটা শিমের ফুলের মত আবার কিছুটা বরবটির ফুলের মত। যাহোক এই তিন প্রকার জিনিসের ফুল দেখতে কিছুটা একই রকমের হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর ফটো ধারণ করতেও তেমন ভালো লাগে। এখন সামনের শীতকাল আসছে তাই এই ফুলগুলো প্রায় ফসলের মাঠে যেখানে আলু লাগানো রয়েছে সেখানে দেখতে পাওয়া যাবে।

IMG_20241006_175713_228.jpg


এই ফটোটাই আপনারা দেখতে পাচ্ছেন একটি ভ্রাম্যমান ভ্যান গাড়িতে প্লাস্টিক সামগ্রী। এটাই বিক্রেতার দোকান। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্লাস্টিক সামগ্রী বিক্রয় করে থাকেন। আসলে একটি ভ্যানে এতগুলো মালামাল বোঝাই করে নিয়ে বেড়ানো এবং ঠিক রাখা বেশ কঠিন ব্যাপার। কখনো যদি পথের মধ্যে এক্সিডেন্ট হয় বা গাড়ি উল্টে যায় তাহলে তো বড় অংকের ক্ষতি হয়ে যাবে। তবুও রিক্স নিয়ে নিজেদের টিকিয়ে রাখার তাগিদে এই ব্যবসা গুলো করে থাকেন অনেক বিক্রেতা।

IMG_20240317_122706_443.jpg


এই মুহূর্তে আপনারা যে ফটোটা লক্ষ্য করছেন সেখানে দেখতে পাচ্ছেন একটি মোরগ দাঁড়িয়ে রয়েছে। এমন সুন্দর ভাবে দাঁড়িয়ে থাকা দেখতে বেশ ভালো লাগছিল। অনেক সুন্দর একটি মোরগ। কিন্তু ভাবনার বিষয় সে একলা কেন। তার দলবল সঙ্গীরা কেউ নেই শুধু একাই দাঁড়িয়ে রয়েছে বাঁশ বাগানের নিচে।

IMG_20240905_163224_486.jpg


পাশাপাশি দুইটা মিষ্টি কুমড়ার ফুল। এই ফুল খুব সুন্দর ভাবে ভর্তা করে খাওয়া যায়। অনেকের বিভিন্ন রকমের রেসিপি করে খেয়ে থাকে মিষ্টি কুমড়ার ফুল। আমার কাছে অনেক অনেক ভালো লাগে ভাজি করতে। ফুলদুইটা বেশ চমৎকার ছিল। আমি তো দেখা মাত্রই ফটো ধারণ করে বসে ছিলাম।

IMG_20240908_060028_781.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী গাছ। তুলসী গাছ আমাদের সকলের বড় উপকারী একটি গাছ। এর পাতা সর্দি কাশির জন্য খুবই উপকারের। ছোট বাচ্চাদের তুলসী পাতার রস আর মধু একসাথে খাওয়ালে খুব সহজেই কাশি দূর হয়ে যায়। এর বিভিন্ন রকমের ঔষধি গুনাগুন রয়েছে। তাই আমি মনে করি যেই বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাড়িতে একটা করে তুলসী গাছ থাকা প্রয়োজন।

IMG_20240824_075506_585.jpg


এটা আমাদের লিচু গাছের ফটোগ্রাফি। লিচু গাছটা দিন দিন অনেক বড় হয়ে উঠেছে। আশা করব এবার আমাদের এই গাছটাকে লিচু ধরবে। কারণ আমাদের বাড়িতে আরও একটি লিচু গাছ রয়েছে সেইটাতে লিচু ধরে কিন্তু এটাতে আজও ধরে নাই। এই বছর মোটামুটি অনেক সুন্দর ভাবে বৃদ্ধি পেয়েছে। নিজের বাড়িতে ফলের গাছ থাকা অনেকটা উপকারের। কারণ নিজের গাছে ফল ধরলে ইচ্ছে মত খাওয়া যায়। আর বাজার থেকে কিনে খেতে গেলে সম্ভব হয়ে ওঠে না ইচ্ছে মতো খাওয়ার।

IMG_20240811_083208_337.jpg

Camera: Huawei P30 Pro-40mp/Infinix Hot 11s-50mp
What3words location Gangni


পোস্ট বিবরণ


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
লোকেশনGangni-Meherpur
ফটোগ্রাফারSimransumon
দেশবাংলাদেশ

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34.png


ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 4 hours ago 

আপু আপনি গ্ৰামীণ প্রকৃতির বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। গ্ৰামীণ ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 hours ago 

ভিন্ন ভিন্ন বেশ কিছু ছবি শেয়ার করেছেন আমাদের উপভোগের জন্য। সুন্দর হয়েছে ছবি গুলো।

তবে পাশাপাশি থাকা দুইটা কুমড়া ফুলের ছবি টা বেশী ভাল লেগেছে আমার কাছে।

ভাল থাকুন।