অনলাইন ক্লাশ আসলে খারাপ তা বলবো না তবে অন্যান্য দেখের তুলনায় আমাদের দেশে অনলাইন ক্লাশগুলো একটু লো ভাবেই পরিচালিত হয়। আমাদের অনলাইন ক্লাশগুলোতে আরো বেশি প্রযুক্তি ব্যবহার করতে হবে। তবেই সঠিক ভাবে শিক্ষার্থীরা তাদেত পাঠগুলো বুঝতে পারবে শুখতে পারবে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
সঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।