লাইফ ইজ এ রেস||আমার ধ্যান ধারনা
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি ভাল আছেন।আমিও ভাল আছি।বৃষ্টি ভেজা দিনে মাঝে মাঝে আমি দার্শনিক এর মত হয়ে যাই।জীবন নিয়ে ভাবতে বসি।আজও ঠিক ভাবতে বসেছিলাম।এখন সেই ভাবনা চিন্তা গুলোই আপনাদের সাথে শেয়ার করব।
সোর্স
চলুন প্রথমেই ফিরে যাই ছোট বেলায়।সকালে ঘুম থেকে উঠতাম।কোন মতে ২টা মুখে দিতাম,তারপর খেলতে দৌড়াতাম।এরপর খেলা শেষ হত,দুপুরে স্নান করে খানিক ঘুমিয়ে বিকেলে আবার খেলতে দৌড়।ফিরতাম সেই সন্ধ্যার পর।এরপর রাতের খাবার খেয়ে ঘুম।সে ঘুম ছিল শান্তির ঘুম।এক ঘুমে রাত কাবার।কত ভালই না ছিল দিন গুলো।না ছিল কোন চিন্তা না ছিল কোন ভাবনা।
এরপর একটু বড় হলাম,ভর্তি হলাম স্কুলে।শুরু হল পড়াশুনা।নিজের অজান্তেই অংশগ্রহন ফেললাম একটি দৌড় প্রতিযোগিতায়।যে প্রতিযোগীতার শুরু আছে,কিন্তু শেষ নেই।আর আপনি চাইলেও সেই প্রতিযোগীতা থেকে বের হতে পারবেন না।আপনাকে বের হতে দেওয়া হবে না।
এই প্রতিযোগীতায় আপনাকে বাধ্য করা হবে প্রথম হতে।কেউ বুঝতে চাইবে না আপনি কি চান।আপনার কানের কাছে বারবার বলা হবে প্রথম হতে।আপনি যদি প্রথম হতে না পারেন তবে আপনাকে ধরা হবে ব্যর্থ দের দলে।আপনি হয়ে পড়বেন অপদার্থ।মানুষ কানাকানি ফিসফিস করে কথা বলতে শুরু করবে।তখন আপনি না চাইতেও দৌড়াতে শুরু করবেন।
সোর্স
আপনার মাঝে শুধু চলে আসবে প্রথম হওয়ার নেশা।আপনি দৌড়াতে থাকবেন।আপনার যে একটি সুন্দর শৈশব আছে আপনি তা ভুলে যাবেন।আপনার জীবনের সব আনন্দ হারিয়ে যাবে।আপনার লক্ষ্যই হবে সেই প্রথম হওয়া।
এরপর আপনার বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হবে।কিন্তু সেই দৌড় কিন্তু এখনো শেষ হয়নি।এরপর আপনার কানের কাছে ফিসফিস করে বলা হবে ঐদেখ ও তো তোর থেকেও খারাপ ছাত্র ছিল, দেখ দেখ এখন কত ভাল চাকুরি করছে।কত টাকা ইনকাম করছে।আর তুই এত ভাল ছাত্র,তুই এখনো বেকার?এখনো বাপ মায়ের অন্ন ধ্বংস করছিস।বাপ মা আপনাকে বাকা নজরে দেখতে শুরু করবে।কথায় কথায় খোটা দেওয়া শুরু হবে।আপনাকে ভাল চাকুরিই করতে হবে।আপনি কি করতে চান সে বিষয়ে কারো মাথা ব্যথা নেই।এখন আপনি দৌড়াবেন চাকুরির দৌড়ে।
এরপর আপনি একটি চাকুরিও পেয়ে যাবেন।এরপর আপনাকে নামতে হবে আয় বাড়ানোর রেসে।মানুষ আপনাকে দেখাবে আপনার থেকে কারা কারা বেশি আয় করছে।কে বাড়ি কিনছে,কে জায়গা কিনছে,কে গাড়ি কিনছে।তখন আপনি দৌড়াবেন সম্পদের দৌড়ে।এরপর আস্তে আস্তে সংসার বাড়বে,সন্তান দের বড় করতে হবে।বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতে হবে।কত কাজ।
সোর্স
এভাবে আস্তে আস্তে সময় কখন চলে গেছে বুঝতেই পারবেন না।একসময় হঠাৎ দেখবেন আপনার চামড়া গুলো কুচকে গেছে,শরীরে সেই জোড় পাচ্ছেন না।এতদিন তিল তিল করে যা গড়ে তুলেছেন, কিন্ত ভোগ করতে পারেন নি সেগুলো কে এখন বড়ই অর্থহীন মনে হচ্ছে।এখন সব কিছুর বিনিময়ে আপনার ফিরে যেতে ইচ্ছা করছে সেই শৈশব এর দিন গুলো তে।
কিন্তু ততদিনে অনেক দেরী হয়ে গেছে।একদিন হঠাৎ মৃত্যু আপনাকে এসে বলবে,"বাপুহে,জীবন টা তো বেশ উপভোগ করলে এখন তো যেতে হয়।"তখন আপনার মনে হবে আসলেই কি জীবন টা উপভোগ করেছেন?
সোর্স
তখন আপনার মনে হবে সেই শৈশবের পর কখনো আপনি শান্তিতে ঘুমান নি।দুঃশ্চিন্তা ছাড়া একটা দিন কাটে নি।প্রত্যেকটি দিন গেছে কিভাবে মাসের শেষে কিভাবে বাসা ভাড়া,বিল পরিশোধ করবেন।কখনো মুগ্ধ চোখে সূর্যোদয়,সূর্যাস্ত দেখা হয়নি,রংধনু আপনাকে পুলকিত করে নি।নিজের জন্য সময়ই দেওয়া হয়নি।খাওয়া হয়নি পছন্দের খাবার,যাওয়া হয়নি সেই প্ল্যান করে রাখা জায়গায়।
তখন আপনার মনে হবে আপনি কি ভুল করেছেন।অলীক এক দৌড় প্রতিযোগিতায় জিততে গিয়ে জীবনের মূল্যবান সময় গুলো হারিয়ে ফেলেছেন ।আপনার বুকে আফসোস বাসা বাধবে।একবুক হতাশা নিয়ে আপনি মৃত্যুর সাথে রওনা দেবেন।
এখানে যে জিনিস কেউ বুঝতে পারে না,সেটা হল আমরা দৌড়াচ্ছি।কিন্তু দৌড়াচ্ছি ট্রেডমিলের উপর।অর্থাৎ দৌড়ে কোথাও পৌছাতে পারছি না।এভাবে আমরা দৌড়াতে থাকি একজায়গায় আর একসময় মৃত্যু এসে সেই প্রতিযোগীতা থেকে মুক্তি দেয়।
এই এত বড় পোস্ট লেখার উদ্দেশ্য হল আপনাকে জানানো।আপনিও সেই প্রতিযোগীতায় দৌড়াবেন নাকি নিজের পছন্দের কাজগুলো করবেন?সম্পদের পেছনে দৌড়ানোর বদলে জীবনকে উপভোগ করুন।জীবনকে উপভোগ করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ।
আপনি অনেক বাস্তবধর্মী কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন। আসলেই জীবন মানে একটি রেস। সেই প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে এ রেস। হাই স্কুলে রেস, কলেজে রেস, ইউনিভার্সিটিতে রেস, চাকরিতে তে রেস, বয়স হলে বাচার জন্য লড়াই এই ত আমাদের জীবন। কখন সময় চলে যাচ্ছে কারও বোধগম্য নেই। কি মুল্য আছে জীবনের যদি রেস দিতে গিয়ে জীবন উপভোগ না করতে পারলাম। ভাই ট্রেডমিলও কিছু সময়ের জন্য বন্ধ থাকে, কিন্তু আমাদের রেস চলতেই থাকে।ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর বিশ্লেষণধর্মী একটি মন্তব্য করেছেন ভাইয়া।অনেক ধন্যবাদ।
খুবই বাস্তব কথা বলেছেন, জীবন সত্যি এরকমই, আমরা ক্রমশ একটা রেসের মধ্যে আছি, একটা লাভের পর আর একটা লাভ, একটা কিছু পাওয়ার পর আরেকটা কিছু পাওয়া - এই যে আমাদের তৃষ্ণা, এ তৃষ্ণা কখনো থামেনা। যার ফলে আমরা কোনদিনই বৃদ্ধ বয়সে অব্দি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পাই না।
ঠিক ধরেছেন দাদা।অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
অত্যন্ত যুগোপযোগী লেখা লিখেছেন ভাই।সব জায়গায় কেবল রেস প্রথম হওয়ার।জীবন উপভোগ কর উচিত যতদিন বেচে আছি । এবং মানুষের জন্য কিছু করার চিন্তা করাই জীবন।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
প্রথমে বলতে হয় মাথায় কি মেশিন আছে নাকি!!😂😂 এত চমৎকার কেমনে লিখতে পারেন। সত্যি বলার কিছুই নেই -আমি মুগ্ধ! প্রত্যেকটি শব্দ অনেক গুরুত্ব বহন করে। আপনার লেখা শুরু থেকে শেষ অবধি পড়েছি। আজ থেকে দৌড়ানো একদম বন্ধ করে দিব। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভ কামনা গুগল ম্যান😊😊
আপনাদের উৎসাহটাই মেশিন হিসেবে কাজ করে আপু।অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।মনোবল অনেকগুণ বেড়ে গেল।আপনার জন্যও শুভ কামনা রইল।
আরে বাপ রে খতরনাক একটা পোস্ট ছিল। আসলে একজন পুরুষ মানুষই এই সমস্যা গুলোর সম্মুখীন হয় বেশি। বুঝতে শেখার পর থেকেই আমাদের ঠেলে ফেলে দেয়া হয় জীবন সংগ্রামের মহা সমুদ্রে। যেখানে আমরা সারা জীবন সাঁতার কাটতে থাকি শুধুমাত্র কুলের সন্ধানের আশায়। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটা পাইনা। এদিকে জীবনের বেলা তো শেষ হয়ে গেছে তখন। সত্যিই খুব সুন্দর ছিল আজকের পোস্ট।
অনেক ধন্যবাদ দাদা।আমি পুরো পোস্টে যা বুঝিয়েছি আপনি এই কয়টা মাত্র বাক্যেই কিন্তু তা প্রকাশ করে ফেলেছেন।মন্তব্যটি অনেক সুন্দর হয়েছে দাদা।অনেক ধন্যবাদ।