প্রান্তিক অঞ্চলে ব্যাডমিন্টন খেলা
সময়ের পরিবর্তনের সঙ্গে প্রান্তিক অঞ্চলের খেলাধুলাতেও বেশ পরিবর্তন চলে এসেছে, একটা বিষয় খেয়াল করে দেখবেন এখন থেকে কয়েক বছর আগেও শুধুমাত্র শহরেই ব্যাডমিন্টন খেলা হতো। গ্রামীণ অঞ্চলে এই খেলা কোনভাবেই চিন্তা করা সম্ভব হতো না।
আজকাল বেশ ভালই অবাক লাগে বিশেষ করে যখন সন্ধ্যেবেলার দিক করে এদিক সেদিক ঘুরে বেড়াই তখন দেখি এই শীতের সন্ধ্যাতেও প্রান্তিক অঞ্চলের তরুণরা ব্যাডমিন্টন খেলছে।
ভিডিও লিংক
যখন স্কুল কিংবা কলেজে পড়তাম, তখন পাড়ার ছেলেরা মিলে শীতের সময় সন্ধ্যাবেলার দিক করে ব্যাডমিন্টন খেলায় সবাই ব্যস্ত হয়ে যেতাম। খুব যে ভালো খেলতাম তেমন না, তবে খেলতে পারতাম এই আরকি। এই খেলা কে কেন্দ্র করে কত শৈশব স্মৃতি যে জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না।
সেদিন সন্ধ্যায় মোটরবাইকে করে যখন পার্শ্ববর্তী এলাকায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলাম, তখন মুহুর্তেই রাস্তার পাশে নজর গিয়েছিল, দেখছিলাম একদল ছেলে নিজেদের মতো করে ব্যাডমিন্টন খেলছে। অবশেষে গাড়ি থামিয়ে তাদের মাঝে যুক্ত হয়ে গিয়েছিলাম এবং টুকটাক খেলেছি তাদের সঙ্গে।
অনেকটাই অবাক হয়ে গিয়েছি, কেননা শহর কেন্দ্রিক খেলাধুলা এখন প্রান্তিক অঞ্চলে বেশ ভালোভাবে জায়গা দখল করে নিয়েছে। তাছাড়া এটা সত্য, আজকাল তো বোঝাই যায় না কোনটা শহর আর কোনটা গ্রাম । সবদিকেই যেন উন্নয়নের ছোঁয়া লেগেই আছে।
তরুণ ছেলেগুলোর সঙ্গে যখন কথা বলছিলাম, তারাও বেশ গুছিয়ে আমার প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিল অনেকটা আন্তরিকভাবে। তারা আসলে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার জন্যই খেলাধুলার প্রতি প্রচুর সক্রিয়।
প্রান্তিক অঞ্চলের তরুণ ছেলেদের এমন চিন্তা ভাবনা সত্যিই প্রশংসনীয়। তাদের সঙ্গে কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সম্পূর্ণ ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। শাফিউল ভাই কিন্তু ঠিকই বলেছে,ছোটবেলায় আমরা খেলাধুলা করার জন্য প্রচুর বকা খেতাম। কারণ সারাদিন মাঠে ক্রিকেট খেলতাম। কিন্তু এখনকার পোলাপান তো সুযোগ থাকলেও খেলাধুলা করতে চায় না। যাইহোক তাদের সাথে ব্যাডমিন্টন খেলেছেন,দেখে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া, আমাদের গ্রামে কিন্তু এই খেলাটি অনেক আগে থেকেই হতো।আমি সেই ছোটবেলায়
দেখতাম যখন শীতকাল আসতো তখন গ্রামের দাদারা ব্যাডমিন্টন খেলা ,ভলিবল ইত্যাদি খেলার আয়োজন করতো।আমরাও ছোটবেলায় খেলতাম এখন আর খেলা হয় না।তবে আপনার অনুভূতি পড়ে ও ভিডিও দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।