টুইটার অব দ্যা উইক এর নিয়মাবলী | Rules for Twitter of the Week
আশা করি সবাই ভাল আছেন এবং সবার সময় ভালো যাচ্ছে এই প্রত্যাশাই করি। যেহেতু আমরা বিগত কিছুদিন থেকেই বলছিলাম যে, যারা প্রতিনিয়ত টুইটারে পোস্ট প্রমোশন করেন, তাদের জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে একটা বাড়তি সাপোর্টের ব্যবস্থা করা হবে।
ঠিক সেই ধারাবাহিকতা থেকেই, মূলত আজকের এই পোস্টটা করা। কেননা আমরা আগামী সপ্তাহ থেকেই, টুইটার অফ দ্যা উইক সিলেকশন করতে যাচ্ছি।
স্টিমিটের পোস্ট টুইটারে টুইট করার গুরুত্বঃ
গতানুগতিকভাবে আমরা সকলেই চেষ্টা করছি এই প্লাটফর্মের উন্নতি সাধনের জন্য। তাই এখানকার তথ্যগুলো আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছি। কেননা এই প্লাটফর্ম সম্পর্কে তথ্য অন্যরা যত বেশি জানবে, ততো বেশি এই প্লাটফর্মের প্রতি আগ্রহ সকলের বাড়বে। যা আমার আপনার সকলের জন্যই ভালো । টুইটার প্রমোশন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু এখনো অনেকেই হয়তো টুইটারে অ্যাকাউন্ট খোলেন নি কিংবা অনেকেই হয়তো খুলে রেখেছেন তবে ঠিকমতো সেখানে একটিভ না কিংবা যারা রেগুলার সেখানে কাজ করছেন তাদেরও ঠিক একই কথা বলছি, মূলত কিভাবে টুইটারে পোস্ট প্রমোশন করতে হবে, সেটার একটা বেসিক ধারণা আমি দিয়ে দিচ্ছি।
টিউটোরিয়াল, কিভাবে টুইটারে পোস্ট প্রোমোশন করবেন।
উপরোক্ত লিংকটা যদি আপনারা ভালোভাবে পড়ে থাকেন, তাহলে হয়তো সহজেই বুঝতে পারবেন কিভাবে টুইটারে পোস্ট প্রমোশন করতে হবে। আশাকরি ব্যাপারটা আপনাদের বোধগম্য হয়েছে।
এখন যারা প্রতিনিয়ত টুইটারে পোস্ট প্রমোশন করছেন, তাদের আসলে কিছু দিক বিবেচনা করে, আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করবো, টুইটার অফ দ্যা উইক এর জন্য।
টুইটার অব দ্যা উইক এর নিয়মাবলী
- সাতদিনে কমপক্ষে সাতটি টুইট থাকতে হবে।
- টুইটগুলো যথাযথভাবে করতে হবে।
- অন্যদের টুইট, রিটুইট এবং লাইক করতে হবে।
- সবচেয়ে বেশী যে টুইটারে একটিভ থাকবে, টুইটার অব দ্যা উইকের ক্ষেত্রে সে বেশী যোগ্য হিসেবে বিবেচিত হবে।
তাই সবাই চেষ্টা করুন, নিজের পোস্ট টুইটারে টুইট করে, এনগেজমেন্ট বৃদ্ধি করানোর জন্য, আর লুফে নিন, বাড়তি সাপোর্ট।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
প্রতি সপ্তাহে যেহেতু টুইটারে পোস্ট শেয়ার করি তাই এ সপ্তাহে সাতটি পোস্ট সহ টুইটারে অ্যাক্টিভ থেকে বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
তাহলে সেই কাংখিত সুখবর চলে আসলো। আগামী সাপ্তাহ থেকে নতুন কিছু আসবে। আজকে থেকেই যুদ্ধে নেমে পড়বো। তবে আমাদের কমিউনিটির মেম্বরা এতটাই একটিভ যে তাদের সাথে যুদ্ধে জেতা কঠিন,হা হা হা। তারপরও হাল ছাড়ছি না। ধন্যবাদ।
সবচেয়ে বড় কথা হলো, সঠিক নিয়মের মাঝে যাদের যোগ্য বিবেচনা করা হবে, তারাই বিজয়ী হতে পারবে। সুতরাং যা কিছু করবেন অবশ্যই নিয়মের মাঝে থেকে এবং কাংখিতভাবে ।
আমাদের কমিউনিটির প্রত্যেকটা সিদ্ধান্তই খুব ভালো লাগে আমার কাছে। এই সিদ্ধান্তটাও ইউজারের জন্য অনেক বেশি উপকারিতা পাবে। বাড়তি একটি সাপোর্ট পাওয়া যাবে টুইট করার মাধ্যমে। আমি দীর্ঘদিন যাবত সব সময়ই আমার প্রত্যেকটি পোস্ট টুইট করার চেষ্টা করি। এখন থেকে নিয়মাবলী ঠিক রেখে একটু ওয়েট করবো এবং অন্যদের পোস্টগুলো রিটুইট করব। খুব ভালো একটি উদ্যোগ ছিল ভাই।
দীর্ঘ কয়েক দিন আগে হ্যাংআউটে শুনেছিলাম যে, টুইটারে পোস্ট শেয়ার করার জন্য আলাদা ভাবে কোন সুযোগ আনা হবে। আজকে তা বাস্তব রুপে পূর্ণ হলো ।এটা আমাদের সকল মেম্বারের জন্য আরেকটি বড় সুযোগ। আমরা সকলেই এখন থেকে টুইটারে লেগে পড়বো।
আসলে আমাদের কমিউনিটি থেকে যেটা বলা হয়, সেটা কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন করা হয়। যাইহোক স্টিমিট প্লাটফর্মকে ছড়িয়ে দিতে প্রমোশনের কোনো বিকল্প নেই। আমাদের কমিউনিটির অনেকেই টুইটারে নিয়মিত নিজেদের পোস্ট শেয়ার করছে। আশা করি এখন থেকে আরও বেশি এক্টিভ হবে সবাই এবং তার সাথে অন্যদের টুইট, লাইক ও রিটুইট করবে। যাইহোক এতো চমৎকার একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বাহ! বেশ দারুণ আরেকটি পদক্ষেপ। আগামী সপ্তাহ থেকে নতুন আরেকটা উদ্যোগ মেম্বারদের ভালোর জন্য! আসলেই, প্রমোশনের কোন শেষ নাই, প্রমোশন এর কোন সীমা নাই। আমাদের কমিউনিটির মেম্বার দের মাধ্যমেই টুইটারেও আমার বাংলা ব্লগ এগিয়ে যাক নতুন আঙ্গিকে, এই শুভকামনাই রইলো।
আপনি বলেছিলেন আমাদের জন্য ভাল ভাল সুখবর আছে। সেই খবরটি আপনি আমাদের সাথে প্রকাশ করলেন শুনে ভালো লাগলো। আসলে আমরা কম বেশি সকলেই চেষ্টা করি ফেসবুক পেইজে এবং টুইটারের মধ্যে লিংক গুলো শেয়ার করার জন্য। আশা করি এর মাধ্যমে ভালো একজনকে আপনারা সিলেক্ট করে নেবেন। তবে আমাদের কাজের কোন গাফেলতি হয়না। আমরা একই ধারাবাহিকতায় কাজ গুলো করে যাওয়ার চেষ্টা করি সব সময়। ধন্যবাদ আপনাকে সুখবরটি দেওয়ার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্যদের জন্য আরো নতুন একটি উদ্যোগ উন্মোচিত হলো। আর তাইতো এই উদ্যোগ দেখে ভীষণ ভালো লাগলো। এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব নিয়মের মধ্যে থেকে টুইট গুলো যথাযথভাবে করতে,অন্যদের টুইট, রিটুইট এবং লাইক করতে। সেই সাথে সবচেয়ে বেশি টুইটারে এক্টিভ থাকতে। যাইহোক এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।