আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৯ | শেয়ার করো তোমার বৃষ্টির দিনের মজার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

Contest_New19.png
ব্যানার ক্রেডিট @hafizullah

আশাকরি সবাই ভালো আছেন । সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি । আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবনেই বিশেষ কিছু মুহূর্ত থাকে । আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকটা তাদের সেই সকল সুন্দর মুহূর্ত গুলোর ঘটনা নিয়ে স্মৃতিচারণ পড়তে পছন্দ করি । কারণ স্মৃতিচারণ গুলো হয়ে থাকে অনেকটা আবেগঘন ও অনেকটাই মধু । আমার বাংলা ব্লগ প্রতিনিয়তও নতুনত্বের সঙ্গে থাকতে পছন্দ করে এবং যেমন সময় তেমন বিষয়ে জানতেও বেশ আগ্রহী ।

যেহেতু সময়টা এখন বর্ষাকাল যাচ্ছে সেহেতু কখনোবা হালকা বৃষ্টি, কখনোবা ঝিরিঝিরি বৃষ্টি, কখনোবা একদম জোড়ালো বৃষ্টি । এককথায় এসময় বৃষ্টি পড়ার যেন কোনো সময়সীমা নেই । কখনো রাতে কখনো দিনে কখনোবা সারাদিনব্যাপী কখনোবা একদম সন্ধ্যায় । তো বন্ধুরা বৃষ্টির দিনে সবথেকে বড় যে মজার ব্যাপার, সেটা হচ্ছে এই সময়টা দেখা যায় আমরা অনেকটাই গৃহবন্দি হয়ে থাকি নতুবা কখনো কোনো জায়গায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকি হয়তো প্রয়োজনে নতুবা বাধ্য হয়ে । তবে এই বৃষ্টির পড়ার সময় বা দিনেও কিন্তু আমাদের অনেক মধুর কিছু স্মৃতি আছে । যেমন দেখা যেতে পারে, যারা বাড়িতে বসে বৃষ্টির সময়টা উপভোগ করে তারা দেখা যায়, বৃষ্টির দিনের মুহূর্তটাকে আরো রঙিন করে রাখার জন্য পারিবারিকভাবে বিভিন্নভাবে মনমুগ্ধকর সময় কাঁটায় , হয়তো সেটা গল্প করে বা বাড়ির লোকজনের হাতে বানানো বিভিন্ন তেলে ভাজা খাবার বা খিঁচুড়ি খেয়ে । আর যারা গৃহিণী মানুষ আছে তারাতো বৃষ্টির দিনে নানা রকমের খাবার রান্না করেও তারা পরিতৃপ্তি পায় ।

কেউ কেউ তো আবার পারিবারিকভাবে বিভিন্ন রকম ঘরোয়া খেলাতেও মেতে ওঠে, এক্ষেত্রে অবশ্য ক্যারামবোর্ড বা লুডুর জনপ্রিয়তা কিন্তু বেশ ভালোই। আর যদি বন্ধুরা সবাই এক সঙ্গে থাকে তাহলে তো কথায় নেই । হয়তো কেউবা আড্ডায় মেতে ওঠে নতুবা যদি কৈশোর দুরন্তপনার স্বভাব হয় । তাহলে তো কেউ ভারী বর্ষার ভিতরেই ফুটবল নিয়ে মেতে ওঠে নতুবা নানা রকম খেলায়।

আর যদি কোনো শিল্পী মানুষ থাকে , তাহলে তো কথাই নেই । হয়তো বৃষ্টিকে কেন্দ্র করে কেউবা প্রিয় মানুষকে ভেবে আপন মনে গান গায় নতুবা কেউ ছবি অংকন করে বা কবিতা লেখায় ব্যস্ত হয়ে উঠে । যাইহোক বন্ধুরা হয়তো আমি হালকা কিছু ধারণা দিতে পেরেছি । এইজন্যই এবারের প্রতিযোগিতা একটু ব্যতিক্রম হবে । এক কথায় বলতে গেলে, আমরা জানতে চাই আপনি আপনার বৃষ্টির দিনের সময়টাকে কিভাবে উপভোগ করেন এবং সেই বিষয়টি আমাদের সঙ্গে স্মৃতিচারণ হিসাবে শেয়ার করুন । আমরা আপনার মুহূর্তগুলো পড়তে চাই এবং একটু মধুর স্বাদ পেতে চাই ফেলে আসা দিনের ।

প্রতিযোগিতার বিষয়ঃ

শেয়ার করো তোমার বৃষ্টির দিনের মজার কোন অনুভূতি

নির্দেশিকাঃ

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
    আপনার অনুভূতি কমপক্ষে ৩০০ শব্দের ভিতরে থাকতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।

  • আপনার অনুূভূতিগুলো বা বিষয় গুলো শুধুমাত্র বৃষ্টির দিন সংক্রান্ত হতে হবে।

  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
    কমপক্ষে ৩টি ফটোগ্রাফি সংযুক্ত করতে হবে, নিজের না হলে সোর্স উল্লেখ করতে হবে।

  • অংশগ্রহনের সময় সীমা ৩০ জুন, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-19 এবং #rainyday-moments এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং পোস্টে বেনিফিট দিতে হবে ।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ

প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ

@rme
Founder
Infrastructure development & all programming works

@blacks
Executive Admin
All administrative works

@winkles
Admin India Region
All administrative works in India region

@rex-sumon
Admin Quality Controller
Control the quality of entire community

@hafizullah
Admin Bangladesh Region
All administrative works in Bangladesh region

@moh.arif
Admin Bangladesh Region
All administrative works in Financial field of steemit in Bangladesh region

@shuvo35
Admin Bangladesh Region
All administrative works in Social Networking

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৩০ জুন, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।

প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনে সুন্দর অনুভূতি উপভোগ করার মতো।‌‌বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে। যাক ভিন্নধর্মী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি চেষ্টা করব আমার অনুভূতি ব্যক্ত করার। ধন্যবাদ আমার বাংলা ব্লগের এডমিন ও মডারেটর দের সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এর মাধ্যমে সকলের সুন্দর সুন্দর অনুভূতি গুলো দেখতে পাবো।

 2 years ago 

যাক ভাল হলো বৃষ্টি নিয়ে অনেক মজার মজার অভিজ্ঞতা শেয়ার হবে । অনেক মজাদার অভিজ্ঞতার কথা জানতে পারবো এই প্রতিযোগিতার আয়োজন করার ফলশ্রুতিতে। প্রতিযোগিতা মানে নতুন কিছু। এত সুন্দর একটি বিষয় নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য আমার বাংলা পরিবারের নিকট কৃতজ্ঞ।

 2 years ago 

অবশ্যই বৃষ্টি নিয়ে আমার মজার একটি অনুভূতি আপনাদের সকলের নিকট উপস্থাপন করব। দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই বলব আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন তাই খুবই ভালো লাগলো। আমারও হয়েছে সুন্দর সুন্দর অনুভূতি বৃষ্টি নিয়ে। তাই আমি সর্বদা প্রস্তুত শেয়ার করার জন্য সে অনুভূতিগুলো এবং স্মৃতিগুলো।

 2 years ago 

আমার বাংলা ব্লক কমিউনিটি সবসময়ই সময়োপযোগী প্রতিযোগিতা নিয়ে হাজির হয়। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবারও আমার বাংলা ব্লগ কমিউনিটি তেমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আশা করি এই প্রতিযোগিতায় আমি নিজেও অংশগ্রহণ করব আর সাথে বৃষ্টির দিন সম্পর্কে অনেক মজার মজার অনুভতি পড়তে পারব।

 2 years ago 

খুব ভালো একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে বৃষ্টি নিয়ে অনেক অনুভূতি রয়েছে।বৃষ্টি কার না ভালো লাগে।আশা এবারে অনেক প্রতিযোগি থাকবে।চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য,ইনশাআল্লাহ। ধন্যবাদ

 2 years ago 

খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। আমার বাংলা ব্লগ সব সময় সময় উপযোগী প্রতিযোগিতার আয়োজন করে। আজকেও তার ব্যতিক্রম নয়। বৃষ্টির দিনে সবার সুন্দর সুন্দর অনুভূতি জানা যাবে এই প্রতিযোগিতার জন্য। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

আহ্,, বৃষ্টির দিনের কত কত স্মৃতি শেয়ার করতে দেখব সবাইকে। আমিও চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

 2 years ago 

এবারের প্রতিযোগিতার বিষয়টি আসলেই সময় উপযোগী হয়েছে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে দারুণ দারুণ সব মজার ঘটনা জানতে পারবো সদস্যদের কাজ থেকে। আমিও চেষ্টা করব অংশগ্রহণ করার। সবশেষে দারুন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।