গ্রামীণ মেলায় কাটানো মুহূর্ত
গতকাল পড়ন্ত বেলায় পার্শ্ববর্তী গ্রামে ঘুরতে গিয়েছিলাম । মূলত সেই গ্রামে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছিল। যেহেতু খুবই সাম্প্রতিক সময়ে ধান কাটা শুরু হয়েছে, তাই ফসলের জমির ফাঁকা মাঠে এই আয়োজন। বিশেষ করে শীতের দিনগুলোতে প্রতিটি গ্রামেই এরকম আয়োজন হয়ে থাকে।
এইতো গত কিছুদিন আগে আমাদের গ্রামেও মাহফিল হয়েছিল, তবে সেদিন নিজের কর্মব্যস্ততা ছিল বিধায় উপস্থিত হতে পারিনি সেখানে। তবে গতকাল যেহেতু ছুটির দিন ছিল তাই বিকেল বেলার দিকে সেখানে গিয়েছিলাম।
ভিডিও লিংক
মূলত মাহফিল হয় রাত্রিবেলা, তাই বেশি রাত পর্যন্ত বাচ্চাদের নিয়ে সেখানে থাকা একটু কষ্টকর। এজন্য বিকেল বেলায় মাহফিল উপলক্ষে যে মেলা বসেছিল সেই মেলায় আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে বাবু ও বাবুর আন্টি ছিল ।
গ্রামীণ জীবনটা সত্যিই বেশ অদ্ভুত, এই একদিনের মাহফিল-মেলার আয়োজন কে কেন্দ্র করে সবাই সবার আত্মীয়-স্বজনদের কে দাওয়াত করেছিল। প্রচুর লোকজনের সমাগম হয়েছিল সেখানে, অনেক দর্শনার্থী ও ক্রেতা ছিল।
সময় যত গড়িয়ে যাচ্ছিল লোকজনের আগমন সেখানে আরো বেশি হচ্ছিল। অবশেষে পুরো মেলাটা ঘুরে নিজেদের প্রয়োজনীয় খাবার কেনাকাটা করে, সেখান থেকে বাসায় ফিরে এসেছিলাম।
স্বল্প সময়ের জন্য মেলায় ঘোরাঘুরি হলেও পরিবার নিয়ে দারুণ সময় অতিবাহিত করেছি । আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
জীবন সবার আনন্দময় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
মেলাতে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।আসলে গ্রামের মেলা গুলো অনেক ভালো লাগে। তবে অনেক দিন হলো মেলাতে ঘুরা হয়নি। তবে ভাইয়া জিলাপি গুলো দেখে লোভ সামলানো মুশকিল। বাবুকে অনেক কিউট লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
সময় সুযোগ পেলে, মেলাতে গিয়ে ঘুরে আসিয়েন আপু, ভালো লাগবে।
শীতকালে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। মাহফিলকে কেন্দ্র করে অনেক ধরনের দোকানপাট বসে। যেখানে বিভিন্ন সব খাবার থেকে শুরু করে সব ধরনের আইটেম কেনাবেচা হয়। বাবু আর বাবুর আন্টিকে নিয়ে আপনারা বিকেলে গিয়েছিলেন সেখানে। বাচ্চাদের নিয়ে রাতে থাকাটা আসলেই এই শীতকালে সমস্যা। ভালো লাগলো আপনার পোস্টটি ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ আপু আমার লেখার সারমর্ম বোঝার জন্য।
বর্তমান আমাদের উত্তর বঙ্গের মধ্যে ওয়াজ মাহফিলের একটি সিজন চলতেছে।আর এই সিজনে প্রত্যেকটি মাহফিলের মেলা বসে।আর এই মেলা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেননা, এই মেলার মধ্যে প্রায় সব ধরনের জিনিস পত্র পাওয়া যায়। আপনার পাশের গ্ৰামের ওয়াজ মাহফিলের বেশ ভালোই সময় কাটিয়েছেন আপনি।
হ্যাঁ ভাই, সময়টা বেশ স্বল্প হলেও ভালোই কাটিয়েছি।
কই আমায় তো দাওয়াত দিলেন না! আমি নয় আপনার নিজের দেশের কেউ না৷ কিন্তু পাশের দেশে বেড়াতে এলে যে কজন মানুষকে পরিচিত বলে দাবী করবেন তাদের মধ্যে আমিও একজন। বাড়ির বাইরে গেলে জানেন তো স্বল্প পরিচিতরাই আত্মীয় হয়ে যায়৷
.
.
এটা হল যেচে দাওয়াত নেওয়ার প্রসেস৷ হা হা হা।
শীতকালে আমাদের গ্রামেও বিরাট মেলা হয়। যদিও বহুকাল সেসব দেখিনি। স্রেফ ফোনে গল্প শুনি, এই হয়েছিল, ওই হয়েছিল। পুনে তে আবার এসব দেখিনি এখনও একদিনও।
এই দাওয়াতে আমিও আছি। একা একা দাওয়াত নেয়া চলবে না। তারপর জিলিপি গুলো সব একাই খেয়ে নিবি। আমি তার আগে আসছি। অল্প হলেও একটা জিলিপি তো খাবই। হা হা হা।
শহুরে জীবনকে বিদায় জানানোর পরে, দিন দিন দারুণ অভিজ্ঞতা হচ্ছে গ্রামে । আপনাকে আর কৌশিক দা দুজনকেই দাওয়াত দিলাম। চলে আসুন, না হলে একদিন আমি গিয়ে হাজির হবো।
শীতকালে সারা দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আর তখন প্রায় সব জায়গায় মেলার আয়োজন করা হয়ে থাকে। এককথায় বলতে গেলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যাইহোক মেলায় ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন ভাই। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। মেলায় গিয়ে জিলাপি কেনার মজাই আলাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য ভাই, দীর্ঘদিন পরে বেশ দারুণ একটা সময় কাটিয়েছিলাম গতকাল ।
সায়ান তো দারুণ সুন্দর হাই করল ভাই। খুব মিষ্টি শিশু। ওর জন্য অনেক শুভকামনা। তার সাথে আপনাদের মেলাটিও খুব সুন্দর। গরম গরম জিলিপির যে ছবি দেখালেন তাতে তো খিদে বেড়ে গেল। এর সাথে কত কি বিক্রি হচ্ছে। আজকাল এমন গ্রামীণ মেলা দেখাই যায় না আর। আমাদের এদিকে তো সবই দেখি অত্যাধুনিক হয়ে গেছে। তাই এই মেলাটি দেখতে খুব ভালো লাগলো।
জিলাপি খাওয়ার দাওয়াত রইলো চলে আসেন।