বিকাশ এর ঘটনা
২৯ ডিসেম্বরের ঘটনা,রাত তখন সাড়ে নয়টা বাজে। পুরোদমে আমি রবিবারের আড্ডা শো তে ব্যস্ত। হঠাৎই মুঠোফোনটা বারবার বেজে চলছিল কিন্তু কোনভাবেই ফোনটা ধরে উঠতে পারছিলাম না ।
অবশেষে শো শেষ করে, যখন মুঠোফোনটা হাতে নিয়েছিলাম তখন দেখলাম পাক্কা পনের বার কল দিয়েছিল অচেনা নাম্বার। তবে মজার ব্যাপার হচ্ছে আমার মুঠোফোনের নাম্বারের সঙ্গে, সেই অচেনা নাম্বারের অনেক মিল আছে। শুধুমাত্র শেষের দুটো সংখ্যা আলাদা।
মুঠোফোনে কেউ কল তেমন করে না, তার মধ্যে যখন এতবার কেউ কল করেছে, তখন কিছুটা যেন কৌতূহল কাজ করছিল। অবশেষে সেই রাতেই ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলাম। ফোন দেওয়া মাত্রই যেন আকুতি-মিনতি শুরু হয়ে গিয়েছিল।
বিশ্ববিদ্যালয়ে এডমিশন দেবে ছেলেটা, যার জন্য রাজশাহীতে মেসে থাকে। মাসের শেষে তার টাকা ফুরিয়ে গিয়েছে, তাই তার বাবা তার নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছিল। তবে ওই যে বললাম, তার নাম্বারের সঙ্গে আমার নাম্বারের অনেকটাই মিল আছে, মূল সমস্যা মূলত ওখানেই হয়েছিল। যার কারণে আমার বিকাশ একাউন্টে কিছু টাকা চলে এসেছিল।
রাজশাহী শহরে আমি নিজেও এক সময় মেসে ছিলাম। মাস শেষে যখন টাকা ফুরিয়ে যেত সেই সময়টাতে আসলেই বেশ বেগ পেতে হতো নিজের কাছে। ছেলেটার সঙ্গে কথা বলতে বলতেই, বিকাশের অ্যাপসটা চেক করলাম, এবার বুঝলাম ছেলেটা কেন আকুতি-মিনতি করছে।
অবশেষে টাকাটা তার নাম্বারে পাঠিয়ে দিলাম এবং বলে দিলাম, এরপর থেকে তোমার বাবাকে বলে দিও টাকা বিকাশে পাঠানোর আগে অন্তত সচেতন থাকার জন্য। কেননা ভুলটা যদি অন্যত্র হত, তাহলে হয়তো সমাধান নাও মিলতে পারতো।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাবধানতার কারণে এরকম ঘটনা ঘটে। আমার বরের নাম্বারেও এসেছি এরকম টাকা এবং পরে আবার ফেরত দিয়েছিলো সে।বাইরে থাকলে ছাত্রদের বেশ বিপাকে পড়তে হয় টাকা ফুরিয়ে গেলে।অনেক সময় এরকম ভুলের সমাধান পাওয়া যায় না ভাগ্য ভালো যে আপনার নাম্বারে এসেছিলো টাকা টা। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
আপনার বর ভালো মানুষ, তার জন্য শুভেচ্ছা রইল।
অনেক সময় একটু অসাবধানতার বশে অনেক বড় ক্ষতি হতে পারে। ছেলেটার বাবা হয়তো ঠিকমতো বিকাশ নাম্বার দিতে পারেনি তারজন্য এমন বিপদের সম্মুখীন হতে হয়েছে। তবে সবাই যে ভালো মানুষ তা কিন্তু নয়। আপনি ফেরত দিয়ে মহৎ কাজ করেছেন। কিন্তু অন্য কারো কাছে গেলে হয়তো ফেরত নাও পেতো। এই পৃথিবীতে ভালো মানুষ যেমন রয়েছে তেমনি খারাপ মানুষ ও রয়েছে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মহৎ কাজের এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।
এজন্য লেনদেনের ক্ষেত্রে সচেতনতার খুব দরকার আপু, এখানে অনাকাঙ্ক্ষিত ভুল মানেই বিপদ।
নিতান্তই আপনার কাছে টাকাটা পড়েছিল। আমার কাছে পড়লে তো আর দিতাম না। হি হি হি।। যাই হোক আমাদের সবারই উচিত প্রতিটি কাজে সাবধানতা অবলম্বন করা। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আপনি মানবিক সেটা আমি জানি, আপনার মানবিকতা আরো বৃদ্ধি পাক এই কামনাই করি।
ভাইয়া আপনার কাছে টাকাটা এলো বলেই পাওয়া সম্ভব হয়েছে তার।নয়তো অন্য কারো কাছে গেলে এই টাকা নাও পেতে পারতো।আজকাল মানুষ আর মানুষ নেই।ছেলেটির এতো আকুতি মিনতি আর এতোবার কল এ কারনেই হয়েছিল।
আমি এত ভালো মানুষ নই আপু, তবে ব্যাপারটা বেশ মানবিক ছিল, তাই মন গলে গিয়েছিল।
অনেক সময় ভুলবশত এমনটা হয়ে যায়। তবে বেশিরভাগ মানুষ টাকা ফেরত দিতে চায় না। আমিও ২/১ বার আমার বিকাশ ওয়ালেটে ভুলে চলে আসা টাকা ফেরত দিয়েছিলাম। আসলে এমনটাই সবার করা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভুলে টাকা আসলে অবশ্যই সঠিক নাম্বারে ফেরত দেওয়া উচিত, আপনার ব্যাপারটা জেনে বেশ ভালো লাগলো।
বাইরে থাকলে টাকা ফুরিয়ে গেলে সত্যি অনেক ঝামেলায় পড়তে হয়। তবে টাকা পয়সার ক্ষেত্রে আমাদের সবার সচেতন হওয়া উচিত
আসলে অনেক সময় ভুলের জন্য এমন হয়ে যায়। যাইহোক আপনি টাকা গুলো ফিরিয়ে দিয়েছেন জেনে সত্যি অনেক ভালো লাগলো। ছেলেটার কপাল ভালো যে আপনার মতো মানুষের ফোনে টাকা এসেছে। অন্য কেউ হয়লে হয়তো টাকা গুলো দিত না।ধন্যবাদ ভাইয়া।
ব্যাপারটা আমাকে একটু অন্যভাবে ভাবিয়েছিল আপু, তাই দ্রুত সমাধান করেছি।
বিকাশে নাম্বারে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকটা মিসটেক হয়ে যায়। এরকম মিসটেক আমার অনেক বার হয়েছিল। আসলে যারা ভালো মানুষের হাতে পড়ে টাকাগুলো ফেরত দেয়। অনেকে আছেন টাকা তো ফেরত দেওয়ার কথা ফোন বন্ধ করে দেয়। ভাগ্যিস আপনার মোবাইলে চলে আসছে টাকাগুলো ফেরত পেয়ে গেল। ভালো লাগলো আপনার এমন সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করে নিলেন।
আপনি যে কথাটা বলেছেন তা একদম যুক্তিযুক্ত, অনেকেই টাকা ফেরত দেয় না।
আপনার সততা এবং অন্যের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধান করার মানসিকতা সত্যিই প্রশংসনীয়।এরকম ভুল মাঝেমধ্যে অনেকেরই হয়,কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাকাটা ফেরত পাওয়া যায় না।আমার সাথে এরকম অনেকবার হয়েছে।কেউ আমাকে টাকা ফেরত দেয়নি।বর্তমান সমাজে এমন উদার এবং মানবিক আচরণ মানুষকে আরও বেশি আস্থা ও আশা জোগায়। আপনার এই কাজটি নিঃসন্দেহে ছেলেটার জন্য বড় সহায়তা ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
লেনদেনের ক্ষেত্রে সবার সচেতন থাকা দরকার, আমি কিছুই করিনি, আমার মন যেটা বলেছে সেখানে শুধু সায় দিয়েছি।