নবান্ন-২৪
মুহূর্তটা গত সপ্তাহের, যেহেতু গত সপ্তাহে ছুটিতে দোলন ভাই বাড়িতে এসেছিল, তাই ভাবলাম তাকে রাত্রিবেলা বাসায় দাওয়াত করি। এমনিতেই ভদ্রলোক নতুন চাকরি পেয়েছে, তার ভিতরে পরিবার ছাড়া কর্মস্থলে গিয়ে থাকে। সপ্তাহের বৃহস্পতিবার আর শুক্রবারে ছুটে চলে আসে পরিবারের টানে।
যেহেতু গ্রামে নবান্ন উৎসব চলছে, তাছাড়া আমাদের ধান কাটা হয়েছে। তাই সেদিকটাকে প্রাধান্য দিয়েই বাসায় ছোট আয়োজন করা হয়েছিল। নবান্ন উৎসব হলো মূলত নতুন আমন ধান কাটার পর, সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।
দোলন ভাই চলে যাওয়ার পরে, বড্ড একাকী সময় কাটে আমার। এখানে আর তেমন কারো সঙ্গেই মেশা হয়ে ওঠেনা। যেহেতু দীর্ঘ সাত দিন তিনি ছিলেন না, তাই নিজের ভিতরে গল্পের যেন পাহাড় জমে ছিল।
সেদিন বিকেল থেকেই বাসায় রান্না হচ্ছিল, গিন্নিকে বড্ড চাপে রেখেছিলাম। ও আসলে রান্না করতে গিয়ে অনেকটাই ঝামেলায় পড়েছিল কেননা বাবু বেশ জ্বালাতন করছিল। তারপরেও অনেক রকমের খাবার আয়োজন করেছিল। সেই তালিকায় পিঠা-মিষ্টান্ন ছিল, তাছাড়াও মাছ-মাংস-ডিম-সবজি-পোলাও এসব তো ছিলই।
প্রতিবেশী দুই-তিন জন এবং কিছু আত্মীয়-স্বজন কেও দাওয়াত দিয়েছিলাম। সবমিলে বাসা ভর্তি লোকজন ছিল। আমি গল্পের মানুষ, বাহিরে গিয়ে তো কেমন কারো সঙ্গে গল্প করা হয় না, তাই ঘরে বসেই সেদিন সবার সঙ্গে আড্ডা দিয়েছিলাম। মনে হচ্ছিল দীর্ঘদিন পরে যেন দারুণ একটা সময় অতিবাহিত করলাম।
শহর অঞ্চলে থাকার সময় নবান্ন উৎসব তেমনভাবে পালন করা হতো না। ছোটবেলায় গ্রামে থাকার সময়, এই উৎসব ঘিরে বেশ আয়োজন দেখতাম গ্রামের লোকজনের মাঝে। তারই প্রতিচ্ছবি দীর্ঘদিন বাদে যেন পুনরায় আবারো দেখলাম। তবে তা শৈশবের মতো করে না, এখন গ্রামেও অনেকটা পরিবর্তন চলে এসেছে।
তবে তারপরেও নবান্ন উপলক্ষে ঘরোয়া ভাবে বাড়িতে সময় কাটিয়ে, উৎসবের যেন কিছুটা হলেও স্বাদ নেওয়ার চেষ্টা করলাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
গ্রামগঞ্জেও এখন আর নবান্ন উৎসব লক্ষ্য করা যায় না ভাইয়া। নবান্ন উৎসব প্রায় বিলুপ্তির পথে। তারপরেও নবান্ন উৎসবকে কেন্দ্র করে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দেখেই বোঝা যাচ্ছে। বেশ কয়েক রকমের খাবার। এই দিক থেকে ভাবিকে মনে হচ্ছে ভালোই ব্যস্ত রেখেছিলেন। যাইহোক দোলন ভাই সহ নবান্ন উৎসব উপলক্ষে আপনার বাসায় কাটানো আনন্দঘন সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এটা সত্য সময়টা সেদিন বেশ আনন্দঘন কেটেছিল, তাছাড়া আত্মীয় স্বজন এসেছিল অনেকেই।
একটি সময় নবান্ন উৎসব গ্রাম বাংলার ঘরে ঘরে করা হতো কিন্তু বর্তমানে নবান্ন উৎসব করতে কমই দেখা যায়। আপনি নবান্ন উৎসবকে কেন্দ্র করে অনেক বড় একটি আয়োজন করেছেন দেখে অনেক ভালো লাগলো। হীরা ভাবি মজার মজার অনেক রান্না করেছে দেখছি। নবান্ন উৎসব উপলক্ষে আপনার বাসায় কাটানোর মুহূর্ত পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য, এটা সত্য সময়টা বেশ ভালই কেটেছিল।
নবান্ন মানেই নতুন ধান, নতুন চালের ভাত, পিঠা মিষ্টি এগুলোর আয়োজন।আর আপনার সেই প্রিয় মানুষকে আপনার বাসায় দাওয়াত দিলেন নবান্ন উপলক্ষে সেটা জেনে বেশ ভালো লাগলো।নবান্নে ঘরে নতুন মেহমান এ যেন সোনায় সোহাগা। সবার সাথে বেশ ভালোই আনন্দ করেছেন দেখছি। যদিও ভাবীর চাপ গিয়েছে তবুও মেহমানদের আপ্যায়ন করতে ভালোই লাগে।
শুধু চাপ নয়, ভীষণ চাপ গিয়েছে আপনার ভাবীর উপর দিয়ে আপু।
নবান্ন উৎসবে ঘরোয়া হবে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। আসলে শহরের দিকে এই ধরনের উৎসব গুলি আজ ফিকে হয়ে গেছে। তবু গ্রামেগঞ্জে এখনো নবান্ন উৎসবের চল দেখা যায়। অনেক রকম রান্না বান্না করে বসেছেন দেখছি। দারুন সুন্দর একটি সময়ের মধ্যে দিয়ে গেছেন।
রান্না অনেক হয়েছিল, তবে অসুস্থতার কারণে বেশি খেতে পারিনি।
ছোটবেলায় নবান্ন উৎসবের কথা অনেক শুনতাম, কিন্তু এখন তো নবান্ন উৎসবের কথা শোনা-ই যায় না। যাইহোক বাড়িতে মোটামুটি ভালোই আয়োজন করেছিলেন ভাই। দোলন ভাই সহ আরও কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন, জেনে খুব ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আত্মীয়-স্বজন নিয়ে বেশ ভালোই উপভোগ করেছি সময়টা।