পার্কে কাটানো মুহূর্ত।
বাড়ি থেকে বিশ কিলোমিটার দূরে নতুন একটা পার্ক নির্মিত হয়েছে, তবে কখনো যাওয়া হয়ে ওঠেনি। অনেকদিন ধরেই ভাবছিলাম সেখানে যাব, তবে সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। আমার আসলে অনেকটা গৃহবন্দি জীবন কাটে, তাই চাইলেও সেভাবে সময় সুযোগ করে উঠতে পারি না।
একঘেয়ে জীবনে বড্ড অভ্যস্ত আমি, তবে পরিবারের অন্য সদস্যরা কিন্তু তেমনটা অভ্যস্ত না। তাই মাঝে মাঝে একটু কথা শুনতে হয় আমাকে। গিন্নি মাঝে মাঝে অনেকটাই হাঁপিয়ে যায় এবং মানসিক অবসাদে ভোগে। যদিও ব্যাপারগুলো বুঝতে পারি, তাই একটু সময় সুযোগ পেলেই ওদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাই।
ভিডিও লিংক
গতকাল গিয়েছিলাম সেই পার্কে, যদিও একদম শেষ বেলায় গিয়েছিলাম তাই পার্কে দর্শনার্থী বেশ কম ছিল। তবে তারপরেও পার্কে গিয়ে ওরা যে পরিমাণ খুশি হয়ে গিয়েছিল, তা দেখে আমি অনেকটাই আনন্দিত হয়েছিলাম।
বাবু নিজের মত করে এদিক সেদিক ছোটাছুটি করছিল আর বাবুর মা চেষ্টা করছিল বাবুকে সামলানোর জন্য । আমি দূর থেকে বসে ভিডিও করছিলাম আর ওদের ছোটাছুটি দেখছিলাম। সাজানো গোছানো পরিবেশে অনেকটা সময় নিজের মতো ঘোরাঘুরি করে পরিবারের সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছিলাম।
জীবনে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আপনি নিজে যতই মানসিকভাবে চাঙ্গা থাকুন না কেন, যদি পরিবারের সদস্যদের মেজাজ ঠিক না রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের মানসিকভাবে চাঙ্গা থাকার ব্যাপারটা সম্পূর্ণ বৃথা। এক কথায় বলতে গেলে, পরিবারের সবাইকে হাসিখুশি রেখে তারপরে আপনাকে মানসিকভাবে স্বস্তিতে থাকতে হবে। সুতরাং এক্ষেত্রে আপনার ভূমিকা ও দায়িত্ব অপরিসীম।
গতকালকের সময়টা আসলেই বেশ ভালই কেটেছিল, আমি নিজের থেকেই খুশি পরিবার কে এমন সময় উপহার দিতে পেরে। আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া নিজের পরিবারের আনন্দ দিতে পারলে সত্যি অনেক ভালো লাগে। আর মাঝে মাঝে এভাবে বাইরে ঘুরতে গেলে মন ও অনেক ভালো থাকে।সবাই মিলে বেশ আনন্দ করেছেন।আর সব শেষে পছন্দের খাওয়া দাওয়া ফুচকা। বেশ ভালো লেগেছে পড়ে।
একদম ঠিক বলেছেন আপু , পরিবার ঠান্ডা তো সবকিছু ঠিক। এটা সত্য সময়টা দারুণ কাটিয়েছিলাম।
আসলেই ভাই আমরা যতই ব্যস্ত থাকি না কেনো,পরিবারকে একটু সময় দেওয়া উচিত। কারণ পরিবারের সদস্যরা খুশি থাকলে,নিজের কাছে খুব ভালো লাগে। তখন নিজেকে সফল বলে মনে হয়। যাইহোক শায়ান তো দেখছি বেশ ভালোই ছুটাছুটি করেছে। ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পরিবারের সকলের হাসি খুশির জন্যই তো এত কিছু ভাই , ভালো লাগলো আপনার মন্তব্য।
মাঝেমধ্যে কোথাও ঘুরতে গেলে মনে হয় আবার নতুন করে জীবনটা পেয়েছি। মনটাও ভালো হয় মানসিক চাপটাও একটু কমে। পার্কে গিয়ে দেখছি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া পার্কে কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।