টানা বৃষ্টি | অভিজ্ঞতা
গত দুদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি যা আসলে চিন্তার বাহিরে। সকাল দুপুর বিকেল কিংবা রাত, কোনভাবেই যেন বৃষ্টি থামার লক্ষণ নেই। শুধুমাত্র ঝড়েই যাচ্ছে আর ঝড়েই যাচ্ছে।
কোন কিছুই অতিরিক্ত ভালো লাগেনা, সর্বদা সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না,আবার যা হয় তা মেনে নেওয়াই শ্রেয় । কোথায় কি ভেবেছিলাম রেখেছিলাম , তবে দেখুন না , বৃষ্টি একদম গৃহবন্দি করে রেখেছে ।
বাবা ছেলের সময় কাটছে একদম গৃহবন্দি অবস্থায়, গত দুই তিন দিন হলো কোনোভাবেই বাহিরে যেতে পারছি না, আমি যেমনটা ঘরের মধ্যে পায়চারি করে হাঁপিয়ে উঠেছি, তেমনটা বাবুও অস্থির হয়ে গিয়েছে।
বারবার নিজেদের মনে হচ্ছিল যেন চিড়িয়াখানায় আবদ্ধ হয়ে থাকা প্রাণী, ইচ্ছা আছে ছোটাছুটি করার, তবে পরিস্থিতি যেন শিকল বেঁধে দিয়েছে আমাদের হাত-পায়ে।
বৃষ্টি ভালো তবে অতিরিক্ত না, একদিন বৃষ্টি হলে না হয় মেনে নেওয়া যায়, নানারকম পরিকল্পনা করে ঘরের মধ্যেই খুব আরামে সময় কাটানো যায়, তবে তা যখন ক্রমাগত হয়, তখন যেন বিরক্তির কোনো আর শেষ থাকে না।
আপাতত বৃষ্টি কমুক, আবহাওয়া স্বাভাবিক হোক এবং বাবা ছেলের গৃহবন্দি জীবনের অবসান ঘটুক, এমনটাই খুব করে চাচ্ছি আর ভালো লাগছে না বৃষ্টি ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR