আকস্মিক জ্বর
বেশ দীর্ঘ সময় পরে যেন ঘুম ভাঙলো , টিনের চালে টিপটিপ বৃষ্টির মৃদু আওয়াজে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম, তা যেন বুঝে উঠতেই পারিনি। কোনরকমে ঘুমকাতুরে চোখে যখন আবছা ভাবে আশেপাশটা দেখার চেষ্টা করছিলাম তখনও যেন অলসতা বেশ ভালোভাবে ঝাঁকিয়ে ধরেছিল।
কাঁথা মোড়া দিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করছিলাম। ভাবছিলাম গতরাতে যদি ওই কয়েক ফোঁটা বৃষ্টির জল মাথায় না পড়তো, তাহলে এমনটা বোধ হয় সকালে হতো না, শরীরের তাপমাত্রা হঠাৎই বেড়েছে, এ লক্ষণ যে খুব একটা ভাল ঠেকছে না, তা বুঝতে আর বাকি নেই।
হঠাৎ বৃষ্টিতে ধরণী যেমন শীতল হয়েছে, তেমনটা হয়তো যারা বৃষ্টি প্রেমী মানুষ আছে তাদের কাছে এমন বৃষ্টি নিতান্তই বিলাসিতা, তারা হয়তো অনেকটাই আকস্মিক জ্বরে আমার মতো এখন ভুগছে। আজ সকালটাও অনেকটা স্যাঁতসেঁতে, টিপটিপ বৃষ্টি লেগেই আছে।
কই ভেবেছিলাম প্রিয় লেখকের কোন একটা বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে ফেলবো , তবে দেখুন না আকস্মিক জ্বর যেন কোনভাবেই তা সম্ভব করতে দিল না। জীবনের এই ছোট ছোট আফসোস গুলোই আমাকে হয়তো কুঁড়ে কুঁড়ে খাবে আর মাঝে মাঝে নিজের বিবেককে অতিরিক্ত প্রশ্নে জর্জরিত করবে, নিজের মতো করে বাঁচার জন্য হলেও, অনেক সময় উটকো কাজ কে বিদায় জানানো শ্রেয়।
বাহিরে আচমকা বৈরী বাতাস দেখে গিন্নি বারবার বাড়ি ফেরার জন্য মুঠোফোনে অনুরোধ করে যাচ্ছিল, কেন যে গতরাতে ওর অনুরোধ প্রত্যাখ্যান করেছিলাম, কেনইবা উটকো কাজে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম, সেগুলো ভাবনাই এখন প্রশ্নবিদ্ধ করছে নিজেকে।
সত্যিই মাঝে মাঝে কিছু অনুরোধ প্রত্যাখ্যান করতে হয় না, নইলে আগন্তুকের মতো জ্বর এসে কাবু বানিয়ে রাখবে। বড্ড শিক্ষা পেয়ে গেলাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝে মাঝে কিছু কিছু কাজ এড়িয়ে চলতে হয়। না হলে পরবর্তীতে সমস্যায় পড়ে যেতে হয়। ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। এই সময় হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। সাবধানে থাকতে হবে ভাইয়া।
এটা সত্য, হঠাৎ বৃষ্টিতে অনেকেই অসুস্থ হয়েছে । ধন্যবাদ আপু।
মাঝে মাঝে কথা না শুনলে অনেক ঝামেলায় পড়তে হয় তা আপনার গল্প পড়েই বুঝতে পারলাম।তবে সবসময়ই যে সবার কথা রক্ষা করতে পারি আমরা তাও কিন্তু নয়!যাইহোক যে কারণেই হোক না কেনো আপনার সুস্থতা জরুরি এখন!ঔষধ ঠিকমতো খেতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই।🙏🙏🤍
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।