ব্যস্ততম চারমাথা
আগে শহরে যে জায়গাটাতে থাকতাম, তার পাশেই ছিল থানা মোড় চারমাথা। চারদিক থেকে রাস্তা এসে সেখানে একত্রিত হয়েছে। বলতে গেলে আমাদের ছোট শহরটার সবথেকে ব্যস্ততম জায়গা হচ্ছে চারমাথা। এখানে আসলে রাত দিন বলে কিছু নেই, ২৪ ঘন্টা একি রকম।
প্রতিনিয়ত লোকজনের প্রচুর ভিড় লেগে থাকে। কেননা এখান থেকেই সবাই বাসে ওঠে এবং দূর-দূরান্তে চলে যায়। আবার সবাই এই জায়গাতে এসেই বাস থেকে নামে এবং চারিদিকে অন্যান্য গন্তব্যে চলে যায়। তাহলে বুঝতেই পারছেন জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ।
দীর্ঘ সময় এই চারমাথার পাশেই আমরা থেকেছিলাম। প্রতিদিন প্রতিবেলায় কমপক্ষে দুই থেকে তিনজন বহিরাগত লোক বাসার দরজায় আসতো আর অনুরোধ করতো বাসার টয়লেট ব্যবহার করার জন্য। বিশেষ করে মহিলা মানুষেরা। কিছু কিছু বিষয় অনেকটা স্পর্শকাতর এবং মানবিক, তাই হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে পারতাম না।
কারো জায়গায় না দাঁড়ালে আসলে কারো সমস্যা বোঝা যায় না । গতকাল যখন দীর্ঘদিন পরে সেই ব্যস্ততম চারমাথায় গিয়েছিলাম, তখন হঠাৎই প্রকৃতির ডাক সাড়া দিয়েছিল, আশেপাশে কোন জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে যেখানে গিয়ে কার্য সম্পাদন করব। পরে অবশ্য এক পরিচিত ক্লিনিকে গিয়ে কার্য সম্পাদন করেছি।
ভিডিও লিংক
তখনই মনে হলো স্পর্শকাতর বিষয় নিয়ে আওয়াজ তোলা দরকার। হয়তো অনেকেই এইসব বিষয়ে কথা বলতে লজ্জায় ইতস্তত বোধ করে, তবে সব জড়তা কাটিয়ে চেষ্টা করলাম ভিডিও বানানোর জন্য এবং সেটা ইতিমধ্যেই ফেসবুক এবং ইউটিউবে দিয়েছি। যেহেতু কমবেশি ফেসবুকে সবাই আমার ভিডিও দেখে এবং স্থানীয় সর্ব মহলের লোকজন সেখানে সংযুক্ত আছে, তাই দ্রুতই কথাগুলো তাদের কাছে পৌঁছানো গিয়েছে।
আশা করা যায়, যদি সমাজের হর্তাকর্তারা একটু মানবিক ও যত্নশীল হন, তাহলে এই সমস্যা দ্রুত সমাধান করা যাবে এবং পাবলিক টয়লেট দ্রুত স্থাপন হবে। যাইহোক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সেই ব্যস্ততম চারমাথার উপর ভিত্তি করে ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
চারমাথা যেহেতু এতো ব্যস্ততম একটি জায়গা, তাহলে তো সেখানে অবশ্যই একটি পাবলিক টয়লেট থাকা উচিত। আশা করি খুব শীঘ্রই সেখানে পাবলিক টয়লেট স্থাপন করা হবে। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ইতিমধ্যেই বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলছে এলাকায়, আশা করি বাস্তবায়ন হবে। ধন্যবাদ ভাই।