নিরাময়ের ঐকতান
বহুদিন পরে গতকাল সন্ধ্যায় লিমনের সঙ্গে দেখা, ব্যাপারটা মোটেও কাকতালীয় ছিল না, বলতে গেলে অনেকটা প্রতীক্ষার পরে হয়েছে । মাঝে তো শুধু মুঠোফোনেই টুকটাক কথোপকথন হয়েছিল।
দুজনের ভাব এক, তবে প্রকাশ করার মাধ্যম ভিন্ন। ও সুরের যন্ত্র যেমন বানায়-বাজায় তেমনটা আবার গলা ছেড়ে গায় আর আমি শুধু লিখেই যাই। তবে ওই যে বললাম ভাব কিছুটা এক, সেটা হয়তো চিন্তা ভাবনায়।
দুটো দিনের জন্য এলাকায় এসেছে, তাও ওকে স্থির অবস্থায় পাওয়া মুশকিল। বাদ্যযন্ত্র বানানোর প্রক্রিয়া যেমন ওর স্থানীয় কর্মশালায় চলমান আছে, তেমনটা আশেপাশের লোকজন কিংবা শুভাকাঙ্ক্ষীরা প্রতিনিয়তই ভিড় করছে।
গত দু'মাস একটানা ও শো করেছে বিভিন্ন টিভি চ্যানেলে, তাছাড়া বিভিন্ন পত্রিকাতেও বেশ কয়েকটা সাক্ষাৎকার দিতে হয়েছে ওকে। যেহেতু ওর বানানো বাদ্যযন্ত্রের উপর প্রদর্শনী ছিল, তাই এইসব নিয়েই ব্যস্ততা চলছিল।
এর মাঝে তো ওর একটা বই বের হয়েছে। harmony of healing নিরাময়ের ঐকতান। অনেকটা ম্যাগাজিন এর মত আবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভরপুর। তাছাড়া সুর-সংগীত নিয়ে ওর এই জীবন-যাত্রার প্রতিচ্ছবি বইতে লিপিবদ্ধ ।
অনেকটা সময় বসে একত্রে আড্ডা দিলাম, ওর হাত থেকে বই নিলাম, বই তে আবার শুভেচ্ছা বার্তা লিখে দিলো, তারপর আবার দোতারা বাজালো আর আমি গলা ছেড়ে গান গাইলাম।
বহুদিন পরে যেন আধ্যাত্মিক প্রশান্তি পেলাম, বলতে গেলে ক্ষণিকের জন্য ভেতর থেকে হালকা হয়ে গিয়েছিলাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লিমন বন্ধু বহুগুণের অধিকারী দেখছি।আপনার সুবাদে এমন একজন গুনী মানুষের কথা জানার সৌভাগ্য হলো আমাদের। তার লেখা বইটিও তো দেখি দারুন। আপনার এই সমস্ত আনন্দ ঘন অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
এটা সত্য আপু, ও সৃজনশীল মানুষ।
মাঝে মাঝে এরকম সাক্ষাৎ গুলো হওয়াও দরকার। কেননা তাতে জীবনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয়। যাইহোক লিমনের এতটা ব্যস্ততার মাঝেও আপনাদের দুজনের চমৎকার,একটি চমৎকার সময় কেটেছে এটা জেনে ভালো লাগলো। সেই সাথে আপনার গান করার বিষয়টি শুনে আরো ভালো লাগলো। আশা করি আপনার সেই গানের ভিডিও রেকর্ড থাকলে খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা।
গান গেয়েছিলাম তবে রেকর্ড করা হয়নি ভাই।
সংস্কৃতি বা শিল্প আমাদের বাঙালিয়ারার এমন একটি অঙ্গ যা আমাদের সকলকেই ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমি কি ভাবি জানেন আমরা প্রতিটা বাঙালিই মনের কোন না কোন কোণায় বাউল। কারও প্রকাশ পায় কারও পায় না৷
আপনি বেশ ভালো ভালো বোহেমিয়ান সঙ্গ পান৷ এ আপনার জীবনের পরম পাওয়া। অন্তরের অন্তস্তল থেকে হাল্কা হওয়া বা খুশি হওয়ার আলাদা তাৎপর্য আছে। শুভভাই বয়ে চলুন এভাবেই৷ এই তো জীবন।
এভাবেই বেঁচে থাকতে চাই, ভালো লাগলো আপনার মতামত।
মাঝেমধ্যে এভাবে সময় কাটাতে পারলে বেশ ভালোই লাগে। মনের মধ্যে ভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয়। লিমন ভাইয়ের ব্যাপারে এর আগেও আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। উনার বই বের হয়েছে, জেনে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য সময়টা আসলেই বেশ দারুণ ছিল।
লিমন ভাইয়ের সঙ্গে আপনার এই মুহূর্তগুলো যেন সুর-সংগীত আর বন্ধুত্বের অপূর্ব মিলন। আড্ডা, বই, দোতারা আর গান-সব মিলে একটি স্বর্গীয় সন্ধ্যা। লেখাটি পড়ে মুগ্ধ হয়েছি। এমন স্মৃতিগুলো জীবনকে আরও অর্থবহ করে তোলে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
দারুণ মন্তব্য করেছেন। ভালোবাসা রইলো।