রবিবারের আড্ডা - ১০৩ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ১৩ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @tanjima
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ যেহেতু সেসময় দাদার ডাই কনটেস্ট চলছিল, তাই ভাবছিলাম কিছু একটা করব। এমনিতেই ক্লে দিয়ে অনেক কিছুই বিগত সময় তৈরি করেছিলাম, তবে পাখি জাতীয় কোন কিছু তেমন তৈরি করা হয়নি। তাছাড়া সেদিন সন্ধ্যায় যখন বাহিরে যাচ্ছিলাম তখন দেখছিলাম কোয়েল পাখির ডিম বিক্রি করছে, ওই চিন্তাধারা থেকেই মূলত এই পোস্টটা তৈরি করেছিলাম। সময় অনেক লেগেছিল কেননা ডিম যখন ক্লে বানাচ্ছিলাম তখন বেশ ঝামেলা পোহাতে হয়েছিল , তাছাড়া সময় লেগেছিল খড় দিয়ে ডেকোরেশন করতে। এখন বেশি ভালো লাগছে পোস্টটা নিয়ে আজকে আড্ডা হচ্ছে এজন্য।
দ্বিতীয় অতিথিঃ @kazi-raihan
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ এই ছবিগুলো আসলে গত বছরের শীতের সময়কার। গত বছরের জানুয়ারিতে আমরা বান্দরবান গিয়েছিলাম, আসলে আমাদের ইচ্ছা ছিল নাফাখুম ও থানচি যাওয়ার। কেননা সেখানকার প্রাকৃতিক পরিবেশ অকৃত্রিম সুন্দর। চতুর্দিকে সবুজ পাহাড়ে ঘেরা আর মাঝখানে বড় বড় পাথরের উপরে ঝরনার পানি পড়ছে সেই শব্দ যেন মাতোয়ারা করে ফেলবে। এমন একটা পরিবেশে রাত্রি যাপন করেছিলাম। একদম সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে ছিলাম। বিশেষ করে যখন সকাল হয়েছিল, তখন অন্যরকম ভালো লাগা কাজ করছিল নিজেদের মাঝে। তাছাড়া পাহাড়ি যে ছোট ছোট চায়ের দোকানগুলো ছিল সেগুলোতে বসে চা খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য দেখতেও দারুণ লাগছিল। সবমিলিয়ে বলতে গেলে, একদম প্রকৃতির কাছে গেলেই প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায়।
তৃতীয় অতিথিঃ @bdwomen
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমার আসলে আর্ট করার নেশা অনেক আগে থেকেই। যদিও আমার একাডেমিক কোন শিক্ষা নেই আর্ট নিয়ে, তবে তারপরেও আমি নিজের চেষ্টায় আর্ট করার চেষ্টা করি। এই অনুভূতি আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। তাছাড়া আমার পরিবারের লোকজন ভীষণ সাপোর্ট করে আমাকে এক্ষেত্রে। আমি আসলে ফেলনা বা পুরনো জিনিসের উপর নতুন করে আর্ট করতে ভীষণ পছন্দ করি। আমার রুমের জিনিসপত্র তো আমাকে দেখে ভয় পায়, ওরা হয়তো ভাবে আমি কখন কার উপর কি আর্ট করে ফেলি। কিছুদিন আগে আপুর বাড়িতে গিয়েছিলাম, তখন ওখানে গিয়ে দেখি আপু কফির জার ফেলে দিচ্ছিল , তাই সেটা নিজের থেকে সংগ্রহ করে নিয়েছিলাম এবং তাতেই আর্ট করি।
চতুর্থ অতিথিঃ @nipadas
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত সুযোগ সন্ধানী। এরা নিজে তেমন কিছু করবে না, তবে অন্যের মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করে নেবে। আমার ব্যক্তি জীবনের ঘটনা থেকেই এই লেখা লিখেছিলাম। মাঝে এক মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, সে শুধু ক্রমাগত আমার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা নিয়ে থাকতো, তবে সে কিন্তু চাইলেই নিজের কাজ নিজে করতে পারত, তবে সে নিজের কাজ নিজে করবে না বরং আমার উপর নির্ভরশীল হয়ে থাকতো। আমি মনে করি, এরকম মানুষ থেকে দূরে থাকাই শ্রেয়। এরা আসলে নিজেদের কারণেই নিজেদের উন্নতি করতে পারে না। তাছাড়া আমাদের আশেপাশে এমন মানুষ অসংখ্য।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
আমি একদমই প্রস্তুত ছিলাম না হুট করেই অতিথি হিসেবে জয়েন করেছিলাম। তবে স্বাভাবিকভাবেই নিজের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছিলাম সময়টা বেশ ভালো কেটেছিল।
এই পর্বটি আমার খুব ভালো লাগে। যেহেতু ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা করা হয়। অনেক ভালো ভালো তথ্য জানতে পারি অনুভূতি শেয়ার করেন অতিথিগণ। গতকালকে বেশ কিছু তথ্য জানতে পেরেছি। সবাই এক সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগছিল। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।
দূর্ভাগ্যবষত আমি গতকাল রবিবারের আড্ডায় উপস্থিত থাকতে পারিনি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনি গতকালের রবিবারের আড্ডার প্রতিটি সেগমেন্ট একদম সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিবারের মতো এবারও সকল অতিথিদের কে সম্মানিত করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
যেহেতু বই মেলার জন্য কলকাতা এলাম, তাই গতকাল ট্রেনেই ছিলাম ফলে রবিবারের আড্ডা আমি জয়েন করতে পারিনি। আজ আপনার এই পোস্টটি পড়ে জানলাম সবিস্তারে সবকিছু। সবার ফিচার পোস্ট নিয়ে তার পেছনের ভাবনা গুলো এবং অভিজ্ঞতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আর্ট যারা করে তারা এমনি করে। প্রথাগত শিক্ষা না থাকলেও করে। সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে আমাদের জন্য পোস্টটি তুলে ধরলেন। আমিও পড়ে উপভোগ করার সুযোগ পেলাম তাই।
সমস্যা নেই, পরবর্তী সময় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করিয়েন দিদি।
এবারের আড্ডার অতিথি হিসেবে থাকতে পেরে খুব ভালো লেগেছে। বাকি সবার কথাগুলো শুনেও খুব ভালো লেগেছে। প্রতিবারের মতো এবারের আড্ডাও খুব সুন্দর ভাবে জমে ছিল। ফিচারড পোস্ট নিয়ে আপুরা তাদের খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ভাইয়া আপনি সম্পূর্ণ রিপোর্ট খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখে শেয়ার করেছেন যা পড়ে আরো ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রিপোর্ট শেয়ার করার জন্য।
প্রতি রবিবারে আমরা এই আড্ডার মাধ্যমে দারুন সময় উপভোগ করি। যেটা সত্যিই জীবনের সকল কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন। অনেক বিষয় সম্পর্কে মানুষের জীবনের বাস্তবতা সম্পর্কে জানতে পারা যায়। গতকাল এই আড্ডায় উপস্থিত থেকে ভালই মজা করেছি।
নীপা দাস এবং bd ওম্যান আপুর কথা বেশ উপভোগ করেছিলাম। কিন্তু সমস্যার কারণে পরের অতিথিদের কথাগুলো শুনতে পারিনি। প্রত্যেক অতিথি চমৎকার কথা বলেছেন। সেই সাথে আপনার উপস্থাপনাও একদম দুর্দান্ত ছিল ভাই। পুনরায় প্রত্যেকটা বিষয়কে লিখিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য নিপা দিদি এবং বিডিওমেন আপু অনেক গুছিয়ে কথা বলেছিল ।
বরাবরের মতো গতকালকেও ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা বেশ উপভোগ করেছি। অতিথিরা সুন্দর ও সাবলীল ভাষায় কথা বলেছে। তাছাড়া নিপা আপু যে নিলয় দাদার ওয়াইফ,সেটা কালকেই জানতে পারলাম। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা সত্য ভাই, আমিও গতকালকেই জানতে পেরেছি, নিলয় দাদার ওয়াইফ নিপা দিদি।
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডার মুহূর্ত টা আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। পুরো মুহূর্তটা খুব ভালোভাবেই উপভোগ করেছিলাম। সবার পোস্টগুলো অনেক সুন্দর হয়। আর ফিচার্ড আর্টিকেলে মনোনীত করা হয়। আমি সব সময় চেষ্টা করি উপস্থিত থাকার জন্য। আর এবারেও চেষ্টা করেছি। ধন্যবাদ এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য।
রবিবারের এবিবি ফিচার্ড পোস্ট আড্ডায় সবার কথা শুনে খুব ভালো লাগলো। সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সবার পোস্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সবার অনুভূতি গুলো সুন্দরভাবে শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া রবিবারের আড্ডার পোস্ট টি শেয়ার করার জন্য।