বাচ্চাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত
আজকের দিনটা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে শুরু হয়েছিল, কেননা গত কয়েকদিন আগে স্থানীয় প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষককে আমি কথা দিয়েছিলাম, তাদের স্কুলের বাচ্চাদের আমি মাঝে মাঝে চিত্ত বিনোদনের জন্য কিছু কাজ করব।
বলতে গেলে ফ্রি তে আমি বাচ্চাদের সঙ্গে কিছুটা বিনোদনমূলক সময় কাটাবো। এটা নিতান্তই ভালো লাগা এবং মানসিক প্রশান্তির জায়গা থেকে। আমার কাছে জীবনটা নিতান্তই শেখার একটা জায়গা, আমি নিজে যা শিখছি তাই চেষ্টা করছি অন্যদের মাঝে টুকটাক ছড়িয়ে দেওয়ার জন্য।
যদিও গ্রামীণ পরিবেশে স্কুল, তবে তারপরেও বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য সেরকম খুব একটা বেশি পদক্ষেপ দেখিনি সেখানে , তাই নিজের থেকেই প্রস্তাব দিয়েছিলাম পরিচিত দোলন ভাইকে। তাছাড়া গ্রামে আসার পর থেকে, অবসর সময়টা আমি দোলন ভাইয়ের সঙ্গেই কাটাই , সেই সূত্রেই তাকে প্রস্তাব দিয়েছিলাম। সে তা দারুণভাবে গ্রহণ করেছে।
ভিডিও লিংক
ইচ্ছা আছে কোমলমতি বাচ্চাদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, গান, নাচ কৌতুক, অভিনয়, কিংবা অন্যান্য বিষয়গুলোতে পারদর্শী করে তোলার জন্য। আমি ওদের মাঝের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে চাই। জীবনে তো অনেক ভাবেই অনেক সময় কাটিয়ে ফেলি, এবার একটু হোক না শিশুদের মাঝে সময় কাটানো।
দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে আজ আমার, বাচ্চারাও বেশ আনন্দিত ছিল। ইচ্ছা আছে মাসে অন্তত দুই তিনবার করে এমন সময় কাটানোর। আজকে প্রথম দিন ছিল, যদিও কিছুটা নার্ভাস ছিলাম তবে মনোবল হারাইনি।
আজকের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি বিশ্বাস করি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভিডিওর মাধ্যমে আপনার গানটা শুনে নিলাম। হে হে হে৷ বেশ ভালো গান আপনি।
আপনার কিছু কাজ এবং কিছু উদ্যোগ সত্যি সত্যি অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বুকে থাকতে গেলে যে সমাজের জন্য কিছু করা উচিত সে কথা সবার মধ্যে থাকে না কারোর কারোর মধ্যে থাকে আপনি সেই কারোর মধ্যে একজন।
তাছাড়া গ্রামের স্কুল গুলোতে বা গ্রামের ছেলেপুলেদের খুব একটা বেশি বিনোদন নাচ গান কবিতা আবৃত্তি এইসব শেখার বা করার সুযোগ থাকে না। আপনার এই উদ্যোগ কিন্তু ওদের একটা বড় সুযোগ করে দেবে। আপনার জন্য অনেক শুভকামনা জানাই। এরকমই সবার মধ্যে সতেজ নির্মল থাকুন। ভালো থাকবেন।
মানুষ হওয়ার চেষ্টা করছি। দেখি কতদূর হতে পারি ।
বাহ্! ব্যাপারটা জেনে বেশ ভালো লাগলো ভাই। এতে করে নিঃসন্দেহে বাচ্চাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। আপনার এই ধরনের কার্যক্রম গুলো আসলেই খুব ভালো লাগে। ভিডিওটা দারুণ হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গ্রামের বাচ্চারা অনেক দিক থেকেই পিছিয়ে, তাই অনেক ভাবনা চিন্তা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা।
আপনার এই মহান উদ্যোগ আমাকে অবাক করেছে ভাই, বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছেন আপনি। এবং চেষ্টা করেছেন গান গেয়ে বিনোদন দেওয়ার জন্য। কোমলমতি বাচ্চাদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, গান, নাচ কৌতুক, অভিনয়ে পারদর্শী করলে আপনার সময়টুকু খুব দামী হয়ে যাবে ভাই। অসাধারণ লাগলো আপনার ভিডিওগ্রাফি দেখে। আপনার জন্য শুভকামনা রইল ভাই ভালো থাকবেন।
আমার নিজের অবসর কাটানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া ভাই ।
এরকম পদক্ষেপগুলো যে বাচ্চাদের দিচ্ছেন একটা সময় তারা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যদি তারা আপনার পদক্ষেপগুলি যথার্থ ভাবে মেনে চলে। কেননা বর্তমানে আমি বুঝতেছি শিক্ষকদের সেই শৈশবের করানো কাজগুলো কতটা গুরুত্বপূর্ণ জীবনে। আর আপনি তাদেরকে বিনামূল্যে এটা করাবেন শুনে আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল ভাইয়া। চিত্রাংকন ,কবিতা আবৃত্তি ,গান ,নাচ ,কৌতুক, নাটক ইত্যাদি কাজগুলো আশা করি বাচ্চারা খুব ভালোভাবেই শিখতে পারবে। আপনার প্রিয় দোলন ভাইয়ের স্কুলে বাচ্চাদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি নিজেও কৃতজ্ঞ ভাই, এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে।
বাহ,আপনার উদ্যোগটি নিঃসন্দেহে দারুণ ভাইয়া।আসলে এটার মাধ্যমে বাচ্চাদের সৃজনশীলতা যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার মানসিক প্রশান্তি মিলবে।বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর অনুভুতিটাই আলাদা,ভালো লাগলো ভিডিওটি দেখে।ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার উদ্যোগটি আমার অনেক ভালো লেগেছে। এতে করে বাচ্চাদের অনেক বিষয়ে জ্ঞান বাড়বে।বাচ্চাদের নাচ গান আবৃত্তি এই বিষয়গুলোর প্রতি আগ্রহ জন্মাবে এবং অনেক কিছু তারা শিখতে পারবে আপনার মাধ্যমে।এখনই তাদের শেখার উপযুক্ত সময়। অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্টি পড়ে। ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালো লাগল আপনার উদ্যোগ টা দেখে। আশাকরি আপনার চেষ্টা এবং বাচ্চাদের উদ্দীপনা দিয়ে ভালো কিছু করতে পারবেন। আমি নিজেও খেয়াল করে দেখেছি বাচ্চাদের সাথে সময় অতিবাহিত করলে নিজের মধ্যে আলাদা একটা ভালোলাগা এবং প্রশান্তি কাজ করে।